অগ্নিপথ / Agnipath Protest

বঙ্গের খাতায় কলমে বিরোধী দলের “ল্যাংচা বিলাস” আপাতত সঙ্কটে। সুদূর দিল্লিতে শাসক মুখপাত্রের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে, রাজ্যের বিভিন্ন অরাজকতাকে পুঁজি করে, আবারো বাইনারি তৈরির আশায় যাদের বুকে খানিকটা বল এসেছিল, তারাই এক্কেবারে ধারাম করে এসে পড়েছে অগ্নিপথে। যাঁর আঁচ পেয়ে, আজ হঠাৎই তাদের হরিনঘাটার নেতার চোরা ঢেঁকুর উঠতে শুরু করেছে।

গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, “হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো”। কি অদ্ভুত সমাপতন, ঠিক তাই চলছে।

“সিভিক ভলেন্টিয়ার্স” যেমন পুলিশ নয়, “অগ্নিপথ”ও তেমন আর্মি নয়। দেশের নবীন প্রজন্ম এবারে সেটা ধরে ফেলেছে।

গত দুদিনে বিহারে, উত্তরপ্রদেশে “অগ্নিপথ” নিয়োগের বিরোধিতায় ট্রেনে আগুন জ্বলছে। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানার নানান প্রান্তে বিক্ষোভ চলছে। যদিও রাইজ অফ ভয়েসেস কোন রকমের হিংসাত্বক আন্দোলন সমর্থন করে না।

যখন সিএএ র বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তখন দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, দাড়ি-টুপি দেখেই বোঝা যাচ্ছে, কারা আন্দোলন করছেন। প্রধানমন্ত্রীমশাই, বলতে পারেন কি, এখন কারা প্রতিবাদ করছেন ?

আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ প্রথমে আবেদন করে, তারপরে দেওয়াল জুড়ে লেখে, আর সবশেষে করে প্রতিবাদ। জনতার আওয়াজকে ছাদ থেকে ছুড়ে ফেলে, জ্যান্ত পুড়িয়ে বা বুলডোজার দিয়ে রোখা যায় না। সে দেশের কৃষক আন্দোলন হোক অথবা যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন

সিএএ’র বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছিলেন নিজের দেশে নাগরিকত্ব হারানোর ভয়ে, একই নিয়মে আজ “অগ্নিপথ”-এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছেন, চাকরির নিশ্চয়তা চলে যাওয়ার আশঙ্কায়। সেদিনও আন্দোলনে কোনো হিন্দু-মুসলমান ছিল না, আজও নেই।

ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া “অগ্নিপথ” ছবির শেষ দৃশ্যে মৃত্যুপথযাত্রী বিজয়, এক নির্জন, জ্বলন্ত, ধ্বংসস্তুপে পরিনত “মান্ডবা” জয় করেছিল। ওটা সিনেমা, বাস্তবে এমন কিছু হওয়ার সম্ভাবনা হলে, মানুষই তা প্রতিহত করে। বারে বারে করে। একসাথে। শাসক হারে, মানুষ জিতে যায়। সবসময়

পরিশেষে জানাই, গনতন্ত্রের সাইকেলটা গড়গড়িয়ে না গড়ালে, মানুষ নতুন সাইকেল খুঁজে নেয়। এটা শাসকরা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই ভাল।

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র
a) https://timesofindia.indiatimes.com/india/violent-protests-against-centres-agnipath-scheme-rage-across-nation-key-developments/articleshow/92274419.cms
b) https://www.etvbharat.com/bengali/west-bengal/city/kolkata/protest-against-agnipath-scheme-throughout-west-bengal/wb20220617143444867867367
c) https://thewire.in/communalism/narendra-modi-citizenship-amendment-act-protests-clothes
d) https://www.hindustantimes.com/cities/kolkata-news/parateachers-in-bengal-agitate-outside-education-minister-s-home-seeking-pay-hike-101628313918759.html
e) https://telanganatoday.com/agneepath-scheme-protest-in-hyderabad-6-trains-cancelled-2-diverted