বীরত্ব ও ‘যুদ্ধবাজ’ মানুষ / Is Humanity Truly Warlike?
মানব সভ্যতার ইতিহাস জুড়েই সংঘর্ষের ছাপ স্পষ্ট। সমাজের আদিকাল থেকে মানুষ একে অপরের বিরুদ্ধে বারে বারে অস্ত্র তুলে নিতে দ্বিধা করেনি। বস্তুত, মানবজাতির একটি বড় অংশই যুদ্ধকে বীরত্বের প্রকাশ হিসেবে মান্যতা দিয়ে থাকে।