গাড়ি ভর্তি নোট / Huge Cash Haul From Car

বাড়ি ভর্তি নোটের পর এবার গাড়ি ভর্তি নোট। আজ এসএসসি কাণ্ডের প্রতিবাদে অধীর চৌধুরীর নেতৃত্বে এক বিরাট মিছিল বেরোয় কলকাতায়, আর সন্ধে বেলায় সব হয়ে গেল এলোমেলো। এটা দুর্নীতি, নাকি ক্রোনোলজি, নাকি দুটোই, এটাই এখন ভাববার বিষয়। আমরা দুটো দিকেই তাকিয়ে দেখি একবার।

গতকাল বিকেলে হাওড়ার রানিহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে আটক করে পুলিস। যাতে কংগ্রেসের হাত চিহ্নের সাথে ‘বিধায়ক, জামতারা, ঝাড়খণ্ড’ লেখা বোর্ড লাগানো ছিল! যদিও জামতারা, আসানসোলের কাছে, তারপরও বোম্বে রোড ধরার কি দরকার ছিল, ধৃত কংগ্রেস বিধায়করাই জানেন?

যাই হোক, প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি। উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা। এত টাকা কোথায় থেকে এল? কোথায়ই বা নিয়ে যাওয়া হচ্ছিল? তা জানা যায়নি এখনও। আপাতত পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক তিন কংগ্রেস বিধায়ক, রাজেশ কচ্ছপ (খিজরী বিধানসভা), ইরফান আনসারি (জামতারা), নমন বিক্সল (কোলেবিরা)।

হিসাব বহির্ভূত গাড়ি ভর্তি নোট, অবশ্যই দুর্নীতি। ৪৯ লক্ষ টাকা যদি কোন বিধায়কের স্ট্যাম্প মারা গাড়িতে, তিনজন বিধায়কসহ ধরা পড়ে এবং তাদের একজনও যদি এই টাকার হিসেব না দিতে পারে, তবে তা ১০০% দুর্নীতি, তা নিয়ে কারও দ্বিমত থাকতে পারে না।

কিন্তু এই তিনজনের কলকাতা কানেকশন কি? প্রশ্ন তো আসবেই। আসাটা স্বাভাবিক। তাই ফিরে যেতে হবে কয়েকদিন আগে।

৮১ আসনের বিধানসভা ঝাড়খণ্ড, চালাচ্ছে জোট সরকার, তাদের দখলে ৫১ টি আসন (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩০, কংগ্রেস ১৮, আরজেডি ১, এনসিপি ১, সিপিআই(এম-এল) ১। বিরোধী বিজেপি জোটের দখলে ৩০ আসন (বিজেপি ২৬, আজসু ২, নির্দল ২)। এই সব বলতে বলতে নির্মলা সীতারামনের একটি কথা মনে পড়ে গেল, মাসখানেক আগে একটি বক্তৃতায় উনি ভুলবশত, হর্স রেসিংকে বলে ফেলেছিলেন হর্স ট্রেডিং, যেমনটা কয়দিন আগে অধীর বাবু করে ফেলেছিলেন, “স্লিপ অফ টাং”।

কয়দিন আগে আমরা দেখলাম, কিভাবে রাতারাতি মহারাষ্ট্রে সরকার পরিবর্তন হল, ৪০ জন “বিদ্রোহী” শিবসেনা বিধায়ক, গুজরাট-অসম ঘুরে তৈরি করলেন নয়া সরকার। আর ঝাড়খণ্ডে তো চাই কেবল ১১টা বিধায়ক, ট্রাই মারতে ক্ষতি কি? তাই আমরাও ছোট করে চোখ বোলাই ক্রোনোলজি লাইনে।

কয়দিন আগে গেল রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ২ জন। বিজেপি সমর্থিত প্রার্থীকে আগেভাগেই সমর্থন জানিয়ে দিল জেএমএম। কংগ্রেস, আরজেডি, এনসিপি আর সিপিআই(এম-এল) বিরোধী জোটের আলোচনার প্রেক্ষিতে এরা বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করবে বলে ঠিক হল। আর বাকি রইল দুই আজসু আর দুই নির্দল প্রার্থী, এরা যেহেতু বিজেপি’র সাথে আছে, তাই এদের ভোট যাওয়ার কথা দ্রৌপদী মুর্মু’র দিকেই।

তাহলে হিসেব মত ভোট দ্রৌপদী মুর্মু’র পাওয়ার কথা (জেএমএম ৩০ + বিজেপি ২৬ + আজসু ২ + নির্দল ২) মোট ৬০ খানা ভোট, বাকি ২১ টা (কংগ্রেস ১৮ + আরজেডি ১ + এনসিপি ১ + সিপিআই(এম-এল) ১) যাওয়া উচিৎ যশবন্ত সিনহা’র ঝুলিতে।

কিন্তু ফলাফল বেরোতেই চমক, দেখা গেল বিজেপি প্রার্থী পেয়েছেন ৭০ টি ভোট আর বিরোধী প্রার্থী মাত্র ৯ টা (একটি ভোট বাতিল এবং একজন ভোট দান থেকে বিরত)। ব্যাস, আর কি! টুক করে “প্যার কা সিগনাল” চলে গেল দীন দয়াল উপাধ্যায় মার্গে। ১০ টা ক্রস ভোটিং চাড্ডিখানি কথা নয়। এই সূত্রে মাথায় রাখতে হবে, ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজেপি’র প্রয়োজন মাত্র ১১ বিধায়কের সমর্থন।

আকবর রোডেও গেল খবর। জানা যাচ্ছে, ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের ইনচার্জ অবিনাশ পান্ডে বর্তমানে ঝাড়খণ্ডে রয়েছেন। কয়েকদিন আগে তিনি বিধায়কদের বৈঠক করেছিলেন। বিধায়কদের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে, কেউ কোন অবস্থাতেই রাজ্যের বাইরে যাবেন না। যদি হয়, তাহলে আগে দলকে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। তা সত্ত্বেও নীরবে ঝাড়খণ্ড থেকে কলকাতা পৌঁছেছেন এই তিন বিধায়ক। এখন খবর আসছে এই বিধায়কদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। এটা পরিস্কার যে, কংগ্রেসে ভাঙনের সম্ভাবনার কারণে এই বিধায়কদের রাজ্যের বাইরে যেতে নিষেধ করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে ঝাড়খণ্ডের অনেক কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। রাষ্ট্রপতি নির্বাচনে, কিছু বিধায়ক দলীয় লাইনের বাইরে গিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন। এরপর থেকেই এই রাজনৈতিক জল্পনা। গতকালও ইরফান আনসারি আর রাজেশ কচ্ছপকে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডে, বন মহৎসব পালন করতে। তাহলে তারা কবে এলেন কলকাতায়? কেন এলেন কলকাতায়? এত টাকা কংগ্রেস বিধায়কদের কাছে এল কোন সূত্রে? রাজ্য পুলিশের কাছে গোপন সূত্রে খবর দিল কে?

যদিও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ধৃত বিধায়করা পুলিশকে জানিয়েছেন, বড়বাজার থেকে শাড়ি কেনার জন্য তারা কলকাতায় এসেছিলেন। বড়বাজার কালেকশন, সত্যি ভাবতে হচ্ছে। অবশ্য এটাও জানা যাচ্ছে, অভিযুক্ত তিন বিধায়ককে কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছে।

একেই এই রাজ্যে ঘটনার ঘনঘটা, কয়দিন আগে, রাজ্যের মন্ত্রী টাকা তছরুপের দায়ে পদ খুইয়েছেন, শাসক দলের বেশ কিছু নেতা-মন্ত্রী হাজিরা দিচ্ছেন ইডি-সিবিআইয়ের ডেরায়। এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থানের ৫০২ দিনের মাথায় শাসক দলের নাম্বার ২ কে বসতে হচ্ছে আন্দোলনকারীদের সাথে, তা দেখে টেট উত্তীর্ণরা বসে পড়ছে অবস্থানে, পুলিশ দিয়ে তুলতে হচ্ছে সে সব। সিপিআই(এম), বিজেপি, কংগ্রেস, আরএসপি এবং নানা সংগঠন রাজ্যের কোনায় কোনায় বিক্ষোভ দেখাচ্ছেন। সাথে যোগ হয়েছে স্বতঃস্ফূর্ত জনরোষ, যার কারণে ডেবরাতে শাসক দলের নেতারা তাদের নেওয়া জরিমানার টাকা ফিরিয়ে দিচ্ছেন বাম সমর্থকদের, দাপুটে নেতা ফেসবুকে রাজ্যের পুলিশকে দোষারোপ করে বলছেন, “পুলিশের কোলে সিপিএম দোলে”, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পোস্টার লাগাতে গিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বিরোধী দলের নেতাকে। বাংলার শাসক দল এই মুহূর্তে যথেষ্ট ব্যাকফুটে। কয়দিনের মধ্যে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলেও শোনা যাচ্ছে, এই নিয়ে আগের প্রতিবেদনেই আমরা লিখেছি, ইচ্ছে হলে পড়ে নিতে পারেন রাইজ অফ ভয়েসেসের পাতায়। তার ওপর আজ সকালে বিরোধী দলনেতা সাক্ষাত করেছেন ভাগবতের সাথে, এটাও শোনা যাচ্ছে। তার পর বিকেলে এ বঙ্গে এল নতুন রঙ্গ, তিন প্রতিবেশী রাজ্যের কংগ্রেস বিধায়ক এই ডামাডোলের রাজ্যে ৪৯ লক্ষ টাকা সমেত ধরা পড়লেন। তাহলে কি ঝাড়খণ্ডে শুরু হয়ে গেল “অপারেশন লোটাস”! গাড়ি ভর্তি টাকা পাওয়ার ঘটনা কোইন্সিডেন্স না ক্রোনোলজি, তা আমরা জানি না। ঠিক যেমন এটাও জানি না, পার্থ চট্টোপাধ্যায় সেদিন হুইল চেয়ার থেকে কেন চেচিয়েছিলেন “ষড়যন্ত্র” বলে

তবে এটা বিলক্ষণ জানি, ঝাড়খণ্ডে লোকসভা আসন ১২ আর পশ্চিমবঙ্গ আছে ৪২। আর লোকসভা নির্বাচন ২০২৪-এ। খেলা তো হবেই।

পরিশেষে, একটাই কথা বলা যায়, সে ৫০ কোটি হোক বা ৪৯ লক্ষ, সাধারণ মানুষের রক্ত জল করা ঘামের দাম নিয়ে যারা টিলা থেকে পাহাড়প্রমাণ দুর্নীতি করেন, তছরুপ করেন, তাদের পাকাপাকিভাবে শ্রীঘরেই থাকা উচিত, সে তিনি যতো বড় নেতা-মন্ত্রী হোন না কেন!

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র
a) https://www.jagran.com/jharkhand/ranchi-jharkhand-congress-mlas-arrested-in-howrah-huge-amount-of-cash-recovered-machine-called-for-counting-black-money-22939582.html
b) https://www.anandabazar.com/west-bengal/howrah-hooghly/huge-amount-of-cash-recovered-from-jharkhand-congress-mlas-dgtld/cid/1359777
c) https://www.ndtv.com/india-news/bjp-gave-money-jharkhand-congresss-defence-as-its-3-legislators-detained-with-huge-cash-in-bengal-3209766/amp/1
d) https://indianexpress.com/article/india/congress-suspends-jharkhand-mlas-cash-8061987/