বুদ্ধিজীবী উবাচ / Intellectuals

তৃণমূলের ‘পার্থ-অর্পিতা’ কাণ্ড।

প্রায় প্রতিটি প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম এটাকে ‘পার্থ-অর্পিতা কাণ্ড’ বলে দেখাতে চাইছে। কিন্তু আমরা রাইজ অফ ভয়েসেস স্পষ্ট ভাষায় বলছি এটা তৃণমূলের দুর্নীতি।

বিরাট অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে, প্রার্থী পিছু গড়ে প্রায় ১০-থেকে ১২ লাখ, আসল মেধা তালিকাকে অস্বীকার করে রাজ্যজুড়ে সরকারী স্কুলগুলোতে দেদার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়েছে। এটা কিন্তু আজকের নতুন না। হয়ে আসছে সেই ২০১৪ সাল বা তার আগে থেকে। আর টেট-এসএসসি দুক্ষেত্রেই হয়েছে। কাজেই, এটা কোন এক-দুজন ব্যক্তি “কলকাঠি” নেড়ে করেছেন বিশ্বাস করা শক্ত। যেভাবে জেলায় জেলা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত জাল বিছিয়ে, এই ঘুষ তোলার কাজটা করা হয়েছে, সেটা যে শাসকদল তৃণমূলের প্রত্যক্ষ সংযোগ ছাড়া সম্ভব নয়, সেটা একটি বাচ্চাছেলেও জানে। আর তারপর সেই ঘুষের টাকার বিনিময়ে ধাপে ধাপে যেভাবে অযোগ্যদের বা সাদা খাতা জমা দেওয়া প্রার্থীদের খাতা ভর্তি করে চাকরি দেওয়া হয়েছে, তাতে যে রাজ্য সরকারের আস্ত শিক্ষা দপ্তরের পরিকাঠামোটাই ব্যবহৃত হয়েছে সেটাও আজ দিনের আলোর মত পরিষ্কার। তার প্রমাণও মিলছে যথেষ্ট। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক -মাধ্যমিক -উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ বা সংসদগুলির বর্তমান ও প্রাক্তন সভাপতি/চেয়ারম্যানরা এবং শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের একটা বড় অংশ দফায় দফায় প্রায় প্রতিদিন কেউ না কেউ যাতায়াত করছেন ইডি-সিবিআই এর দপ্তরে। কাজেই এটাকে তৃণমূলের “পার্থ-অর্পিতাকাণ্ড” না বলাটা সাংবাদিকতার নামে ধ্যাষ্টামো!

অপর্ণা সেন

অপর্ণা সেন ঠিকই বলেছেন।

“ভুলে গেলে চলবে না, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার কাছ থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা গরীবকে শোষণএর টাকা। এখন পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে তৃণমূল মুখ বাঁচাবার চেষ্টা করছে। এভাবে সবটা ধুয়ে ফেলা যায় না। যাদের থেকে টাকা লুঠ করা হয়েছে তাদের সুবিধার্থে ঐ উদ্ধার হওয়া টাকা ব্যবহার করা উচিৎ।”


অপর্ণা সেন হলেন সেই পরিবর্তনকামী বুদ্ধিজীবীদের একজন, যাঁরা প্রায় ১২ -১৩ বছর আগে ৩৪ বছরের বাম শাসনের অবসানে “সিঙ্গুর-নন্দীগ্রাম” আন্দোলনের সময় ‘পরিবর্তন চাই’ স্লোগান দিয়ে পথে নেমেছিলেন। কিন্তু তাঁর সেদিনকার বাকি সঙ্গী সাথীরা গেলেন কোথায়! আমরা চোখ রেখেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে যা সব উক্তি পেলাম তা থেকে আমাদের মনে নতুন প্রশ্নের জন্ম দিল! এসবই আপনাদের জন্য।

কবীর সুমন

“এই নিয়ে কোন উত্তর দিতে পারব না। তদন্ত হোক। তদন্ত শেষ হোক। তিনি দোষী সাব্যস্ত হন। কি ব্যাপারে হচ্ছেন আমরা জনগণ জানতে পারি। কিছু জানতে পারলাম না। মামলা এখনও হয়নি। আমরা সাধারণ লোক। কি বলি!

আমাদের প্রশ্ন

সিঙ্গুর-নন্দীগ্রাম কান্ডে কি তদন্ত শেষ হওয়া পর্যন্ত বা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন? জানেন কি সিঙ্গুরের তাপসী মালিকের ধর্ষন ও হত্যা এবং নন্দীগ্রামে গুলি চালনা এই দুই ক্ষেত্রেই সিবিআই তদন্তে সেই সময় কার বুদ্ধবাবুর সরকার বা তাঁর দলের কোন নেতার বিরুদ্ধে হাজার চেষ্টা করেও আদালতে কিছুই প্রমাণ করা যায়নি?

নাকি তখন এতই অসাধারণ ছিলেন যে সবটা না জেনে আন্দোলনে নেমে পড়তে পারতেন?

বাই দ্য ওয়ে, বাম আমলের অসাধারণ থেকে আজকের সাধারণ লোক হলেন কোন যাদুবলে?

শুভাপ্রসণ্ণ

“এখন তো গোটা বিষয়টা বিচারাধীন। কোর্টের প্রক্রিয়া চলছে। একটা ডামাডোল চলছে। আমি তো এসবের সাথে যুক্ত নই। রাজনীতির সঙ্গে যুক্ত নই। কাজেই এনিয়ে আমার মন্তব্য করাটা ঠিক নয়।”

আমাদের প্রশ্ন

সিঙ্গুর-নন্দীগ্রাম কান্ডে কি তদন্ত শেষ হওয়া পর্যন্ত বা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন? সিঙ্গুর-নন্দীগ্রাম কান্ডে কি তদন্ত শেষ হওয়া পর্যন্ত বা আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন? জানেন কি সিঙ্গুরের তাপসী মালিকের ধর্ষন ও হত্যা এবং নন্দীগ্রামে গুলি চালনা এই দুই ক্ষেত্রেই সিবিআই তদন্তে সেই সময় কার বুদ্ধবাবুর সরকার বা তাঁর দলের কোন নেতার বিরুদ্ধে হাজার চেষ্টা করেও আদালতে কিছুই প্রমাণ করা যায়নি?

তখন কি ডামাডোল কম ছিল? নাকি তখন প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত ছিলেন?

এই যে একসময় “পরিবর্তন চাই” গগনবিদারী চিৎকারে সারা বাংলা দাপিয়ে ফিরে তারপর নিজেদের এখনকার পরিবর্তিত রাজনৈতিক বিযুক্তি ও নীরবরতা, কেমন লাগছে? নিজেদের এই পরিবর্তন কেমন উপভোগ করছেন?

জয় গোস্বামী

“বিষয়টা সম্পর্কে আমি জানি না । রাতের বেলা আমি পড়াশুনা করি। আমি এখন কিছু বলবো না।”

আমাদের মন্তব্য

ওনার সম্পর্কে আমাদের কোন মন্তব্য নেই।

নচিকেতা

“আমি এখনও কিছু জানি না এটা সম্পর্কে। টিভির খবর দেখে কিছু বলা মুশকিল। পুরো ব্যাপারটা বিচারবিভাগীয় তদন্তের মধ্যে আছে।”

তাই মন্তব্য করতে চাইলেন না।

“যদি কিছু বলার থাকে গানের মধ্যে দিয়ে বলব” বলেও পরে যেহেতু জনৈক সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন আপনি কি পার্থ-অর্পিতার ফ্ল্যাট থেকে যেভাবে টাকা উদ্ধার হচ্ছে তা নিয়ে গান লিখছেন এবং উনি প্রত্যুত্তরে বললেন “না আমি কিছুই করছি না, আমার মুখের কথা নেবেন না”, তাই সেটা আর আমরা উক্তির মধ্যে রাখলাম না।

আমাদের মন্তব্য

ওনার সম্পর্কেও আমাদের কোন মন্তব্য নেই।

শুধু সাধারণভাবে বুদ্ধিজীবীদের এমন নির্বিকল্প নীরবতা দেখে এটুকুই বলবার বিগত এক দশকে পরিবর্তনের জমানায় কিছু মানুষের ধৈর্য্য খুবই বেড়ে গেছে এবং টিভি-খবরের কাগজের খবর দেখে-পড়েও তাঁদের “সব জানা”টা হচ্ছে না। না জানা টা থেকেই যাচ্ছে। আর সে সিট হোক বা সিবিআই, একটা তদন্ত শুরু হয়ে গেলে বা রাজ্যের কোন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেলে তো কথাই নেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিম্বা আদালত রায় না দেওয়া পর্যন্ত মুখে কুলুপ!

সব শেষে আরও দুজন পরিচিত বুদ্ধিজীবীর খবর। নাট্যকর্মী অর্পিতা ঘোষ ও ব্রাত্য বসু। দুজনেই বর্তমানে তৃণমুলের নেতা। ব্রাত্যবাবু আবার শিক্ষামন্ত্রী।

অর্পিতা ঘোষ

সালটা ২০১৪। সামনে লোকসভা নির্বাচন। বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। তা সেই অর্পিতা ঘোষের হয়ে বালুরঘাটে প্রচারে এসে তাঁকে পাশে বসিয়ে তৎকালীন প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেছিলেন প্রাথমিক শিক্ষক পদে তৃণমূলের ছেলেমেয়েদেরই চাকরি হবে। তার জন্য দরকার হলে তিনি জেলে যাবেন। ঘটনাচক্রে সেই প্রাথমিক শিক্ষক সংক্রান্ত দুর্নীতি মামলায় ফেঁসে গিয়েই মানিক ভট্টাচার্য এখন প্রায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইডি দপ্তরে জেরার সম্মুখীন। তাঁরও গ্রেপ্তার হওয়ার জোর সম্ভাবনা।

আর ২০১৪ সালেও অর্পিতা দেবী চুপ ছিলেন, আজও তাই।

ব্রাত্য বসু

রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী।

তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছেন সমাজ মাধ্যমে যেখানে তিনি স্কুল কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে প্রকাশ্যে বলছেন “তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে ৷ তবে কখন পাবে কীভাবে পাবে সেটা বলব না।”

এমন ব্যক্তি, সে তিনি ঘটনাচক্রে বিদ্বজন হলেও, তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের দুর্নীতি নিয়ে মুখ খুলবেন আমরা আশাও করি না। উনি মুখও খোলেননি।

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র
a) https://youtu.be/NiMJaH4-rM0
b) https://eisamay.com/west-bengal-news/kolkata-news/aparna-sen-targets-trinamool-congress-regarding-partha-chatterjee-arrest-at-ssc-scam/articleshow/93202095.cms?utm_source=orionnews&utm_medium=referral&utm_campaign=article1
c) https://eisamay.com/west-bengal-news/kolkata-news/artist-subhaprasanna-reacts-on-partha-chatterjee-arrest-and-suspension-from-trinamool-congress/articleshow/93188077.cms?utm_source=orionnews&utm_medium=referral&utm_campaign=article2
d) https://eisamay.com/west-bengal-news/kolkata-news/kabir-suman-reaction-on-partha-chatterjee-arrest/articleshow/93191161.cms
e) https://www.anandabazar.com/west-bengal/north-bengal/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0-%E0%A6%A5%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AA-%E0%A6%B0-%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%95-%E0%A6%9A-%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%AA-%E0%A6%AC-%E0%A6%B8%E0%A6%AD-%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B7%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%AD-%E0%A6%AA%E0%A6%A4-1.18608
f) https://www.banglanewsdunia.com/country/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A6%B8/