বাজলো স্কুলের ঘন্টা / Schools to Reopen

যতদিন যাচ্ছিল স্কুল-কলেজ গুলো খোলবার জন্য চাপ বাড়ছিল সরকার এবং প্রশাসনের ওপর। ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সমেত সাধারণ মানুষের তরফে এককাট্টা হওয়ার প্রস্তুতি শুরুই হয়ে গিয়েছিল। উপরন্তু স্কুল-কলেজ বন্ধ রেখে, যখন দুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী “পাড়ায় শিক্ষালয়” এর কথা বললেন তখন জনমানসে বিভ্রান্তি এবং বিরক্তি দুই-ই সীমা অতিক্রম গড়ে গিয়েছিল। আর খানিকটা সেই ক্ষোভে প্রলেপ দিতেই রাজ্য সরকার একরকম বাধ্য হল আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ খুলতে।

আর শিক্ষামন্ত্রী নয়, সেই ঘোষণা করতে সামনে এলেন মুখ্যমন্ত্রী স্বয়ং! এসে অবশ্য কিছু নতুন কথাও বললেন! যেমন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন “পাড়ায় শিক্ষালয়” তে মুলতঃ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোরের বাচ্চাদের পড়ানো হবে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী যা বললেন তা সম্পূর্ণ ভিন্ন! তিনি ঘোষণা করলেন আগামী ৩ রা ফ্রেব্রুয়ারী থেকে ক্লাস-এইট থেকে টুয়েলভ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় চালু হবে। আর “পাড়ায় শিক্ষালয়” প্রকল্পে পড়ানো হবে ক্লাস ফাইভ থেকে ক্লাস সেভেনের ছাত্র-ছাত্রীদের।

আর প্রথম থেকে চতুর্থশ্রেনীর ছাত্র-ছাত্রীরা আপাতত বাড়িতে বসেই লেখাপড়ার কাজ চালাবে যতদিন না মহামারীর পরিবেশ স্বাভাবিক হচ্ছে।

আর সরকারের এই আকস্মিক পট পরিবর্তনের পর আমরা রাইজ অফ ভয়েজ যোগাযোগ করেছিলাম অভিভাবক অভিভাবিকাদের সাথে যারা আমাদের শিক্ষাক্ষেত্রে বেড়ে চলা “ডিজিটাল ডিভাইড বা প্রযুক্তিগত বিভাজন” প্রতিবেদনটি পড়ে তারিফ করেছিলেন। তাঁদের তরফে আমাদের কাছে কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, যেগুলির কোন তৈরি উত্তর আমাদের কাছে ছিল না। আদতে সেই প্রশ্নগুলোর বেশির ভাগই ছিল পশ্চিমবঙ্গ সরকার বা তার শিক্ষাদপ্তরের উদ্দেশ্যে। সেখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আশা করব সরকার বা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত অভিজ্ঞ সহনাগরিকেরা এর উত্তর দিয়ে বিভ্রান্তি দূর করবেন।

  • পাড়ায় শিক্ষালয় প্রকল্পে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অংশগ্রহণ বাতিল হল কেন? তবে কি যথাযথ প্রস্তুতি না নিয়েই কি ঘোষনা হয়েছিল?
  • সমস্ত উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালু করার ঘোষনা হলেও, পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস বিদ্যালয়ে কেন শুরু করা গেলো না?
  • স্কুলের শ্রেণীকক্ষে কারা ক্লাস নেবেন আর “পাড়ার শিক্ষালয়ে” কারা ক্লাস নেবেন? তার কোনো প্যানেল তৈরি হয়েছে কি? নাকি স্কুলে এবং পাড়ায়, একই শিক্ষক শিক্ষিকাদের ক্লাস নিতে হবে?
  • পাড়ায় শিক্ষালয় কোথায় হবে, তার স্থান নির্বাচন কিসের ভিত্তিতে হবে?
  • “পাড়ার সংজ্ঞা কি ঠিক হয়েছে! পাড়া বলতে ঠিক কতখানি অঞ্চল কভার করবার কথা বলা হচ্ছে?
  • কোন পাড়ায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি হলে কি একের বেশি শিক্ষালয় খোলা হবে? এক-একটি শিক্ষালয়ে সর্বোচ্চ কতজন ছাত্র-ছাত্রী থাকবে?
  • কোন মিডিয়ামে ক্লাস নেওয়া হবে! বাংলা, ইংরাজী এবং হিন্দী তিনটে মিডিয়ামের ব্যবস্থাই থাকবে তো?
  • পাড়ায় শিক্ষালয় কোন সিলেবাস অনুযায়ী পড়ানো হবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, সিবিএসই, হাই মাদ্রাসা?
  • মহামারী এবং সংক্রমণের নিরিখে পাড়ায় শিক্ষালয় আর সাধারণ শিক্ষালয় বা স্কুল খোলার মধ্যে মৌলিক কি কি পার্থক্য রয়েছে এবং পাড়ায় শিক্ষালয় খুললে ঠিক কি কি সুবিধা পাওয়া যাবে বলে সরকার আশা করছে?
  • প্রত্যেক পাড়ার শিক্ষালয় গুলিতে শিক্ষা প্রদানের ক্ষেত্রে স্থানীয় অভিভাবক এবং বাসিন্দাদের অবাঞ্ছিত হস্তক্ষেপ এড়াতে বা রুখতে ঠিক কি কি প্রাশাসনিক ব্যবস্থা থাকছে?
  • কোন শিক্ষক শিক্ষিকা, কোন অঞ্চলে ক্লাস নেবেন, তা ঠিক হয়েছে কি?
  • উন্মুক্ত স্থানে শিক্ষাদানের অঞ্চলে শৌচাগারের ব্যবস্থা থাকবে কি? মিড ডে মিল কি উন্মুক্ত স্থানে রান্না করা হবে? ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া হলে, তা কি উন্মুক্ত স্থানে দেওয়া হবে? নাকি আলাদা কোনো ব্যবস্থা ভাবছে রাজ্য সরকার?
  • শেষ দুই বছরে স্কুলছুট পড়ুয়াদের কিভাবে পাড়ায় শিক্ষালয় কর্মসূচির মাধ্যমে ফিরিয়ে আনা যাবে?
  • বিগত দুই বছরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যে ক্ষতি পড়ুয়াদের হয়েছে, তাদের এই ক্ষতির সমাধানের জন্যে কি রূপরেখা গ্রহণ করা হবে?
  • পাড়ায় শিক্ষালয়ে ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্যে কি ধরণের ব্যবস্থা নেওয়া হবে? পুলিশ মোতায়েন করা হবে, নাকি অন্য সরকারি কর্মী?
  • “পাড়ায় শিক্ষালয়” প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর মতামতের মধ্যে ফারাক রয়েছে কেন? এই মতভেদের কারণেই কি শিক্ষামন্ত্রী সামনে এলেন না?
  • প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের কাছে অনলাইন ছাড়া আর কি কোন বিকল্প ভাবনা চিন্তা রয়েছে?
  • এছাড়াও সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি সহ একগুচ্ছ গণ্যমান্য শিক্ষাবিদকে একটি বেসরকারী অনলাইন প্রাইভেট টিউশন প্রদানকারী সংস্থার হয়ে বিজ্ঞাপনমূলক প্রচার করতে দেখা যাচ্ছে! সরকারের তরফে এ বিষয়ে মতামত জানতে চান অনেক অভিভাবক অভিভাবিকারা।