এই সেই মেয়ে / 50 Days of Insaaf Rally

আমরা রাইজ অফ ভয়েসেস। যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর এবং তার রাজনৈতিক ও সামাজিক আঙ্গিকের বিশ্লেষণ মূলস্রোতের সংবাদমাধ্যম গুলো কভার করে না বা বলে না, সেগুলোকে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনাদের সামনে প্রতিবেদন আকারে তুলে ধরতেই পথচলা শুরু করেছিলাম। আর সেই প্রতিবেদন গুলোতে যাতে রাজনৈতিক নিরপেক্ষতা যথাযথ ভাবে বজায় থাকে সেদিকেও যথাসাধ্য নজর রেখেছি।

শুরু থেকে রাইজ অফ ভয়েসেসে আমরা বলে এসেছি রাজনৈতিক নিরপেক্ষতা আমাদের কোন মুখোশ নয়! এটা আমাদের দায়বদ্ধতা। আমাদের টিমের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা রাজনৈতিক মতবাদ বা দৃষ্টিভঙ্গি আছে এবং থাকবে। কিন্তু আমরা যখন রাইজ অফ ভয়েসেসের প্রতিবেদন লিখতে বসবো তখন যাতে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় থাকে সে ব্যাপারে সতর্ক থেকেছি। থাকছি। থাকবো।

তাই ইনসাফ যাত্রা নিয়ে প্রতিবেদন লিখতে আমাদের প্রথমটায় খুবই আপত্তি ছিল। কিন্তু তা সত্বেও ইতিমধ্যেই দুটো প্রতিবেদন লেখা হয়ে গেছে। এর মূল কারণ ইনসাফ যাত্রা নিয়ে মূলস্রোতের সংবাদমাধ্যম গুলোর অকারণ ‘অনীহা’। প্রথম প্রতিবেদনটির শিরোনাম ‘ইনসাফ দিদি’। লেখা হয়েছে ইনসাফ যাত্রা শুরু হওয়ার পাঁচদিন পর। আমরা অপেক্ষায় ছিলাম যদি মূলস্রোতের সংবাদমাধ্যমগুলো কভার করে। করলে আমরা আর লিখবো না। কিন্তু তারা করেনি এবং তাই আমরা লিখতে বাধ্য হয়েছি। কারণ ইনসাফ যাত্রাকে ঘিরে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভিড় হচ্ছিল নজরকাড়া যা নিকট অতীতে বামেদের কোন কর্মসূচীতে দেখা যায় নি। আমাদের কাছে লাগাতার ছবি ও ভিডিও আসছিল ইনসাফ যাত্রার বিভিন্ন মুহুর্তের। সেসব দেখে মনে হয়েছিল না লিখলেই নয়। তাই কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এই চার জেলা ঘুরে পদযাত্রা যখন পাঁচদিনের মাথায় ঢুকছে উত্তর দিনাজপুরে, তখন লিখেছি। সেইসঙ্গে ভেবেছি এবার হয়তো প্রথমসারির খবরের কাগজ ও টিভি চ্যানেলগুলো ইনসাফ যাত্রা কভার করবে এবং আমাদেরকে আর লিখতে হবে না। কিন্তু না সেরকমটা হয়নি। তারপর কয়েকটি মুলস্রোতের মিডিয়ায় কিছু কভারেজ হয়েছিল ঠিকই তবে সেগুলো নিতান্তই দায়সারা এবং বিক্ষিপ্ত। তাই ইনসাফ যাত্রা নিয়ে প্রথম কিস্তি প্রকাশিত হওয়ার আঠারো দিন পর আমরা লিখতে বাধ্য হয়েছি দ্বিতীয় কিস্তি ‘ইনসাফের রেলগাড়িটা….মীনাক্ষী এক্সপ্রেস’। ইনসাফ যাত্রা তখন দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ঘুরে পোঁছেছে বর্ধমানে। এরমধ্যে মুর্শিদাবাদে ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে এবং মীনাক্ষী মুখার্জ্জীকে ঘিরে রাজপথে কার্যত জনজোয়ার দেখা গেছে। মীনাক্ষী নিজে বর্ধমান জেলার মেয়ে। ফলে আমাদের দ্বিতীয় কিস্তি যখন বের হচ্ছে তখন ইনসাফ যাত্রা বর্ধমান জেলা জুড়ে সাড়া ফেলে দিয়েছে। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই রাস্তার দুধারে লাইন করে দাঁড়িয়ে ঠায় অপেক্ষা করছে ইনসাফ যাত্রাকে বরণ করবে বলে। এদের প্রায় সবাই চায় একবার অন্তত চোখের দেখা মীনাক্ষীকে দেখতে! কচি-কাঁচা কিশোর-কিশোরীরা আবার চায় মীনাক্ষীর সাথে সেলফি তুলতে! আর মীনাক্ষীদের মিছিলটা এসে পৌঁছতেই তাদের ঘিরে আমজনতার সেকি আগলভাঙা উছ্বাস! সেই ভিড়ে ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না পাওয়া মানুষজন যেমন আছেন তেমনই আছেন গত পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজনৈতিক হিংসার বলি শহীদ সিপিআইএম পরিবারের সদস্যরা। আছেন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজন! এমনকি ফসলের দাম না পেয়ে ফলিডল খেয়ে আত্মহত্যা করা চাষি অথবা মাইক্রোফিন্যান্স সংস্থার হাতে পড়ে দেউলিয়া হয়ে যাওয়া প্রান্তিক পরিবারের লোকজনও ঘিরে ধরছে মীনাক্ষীকে! ইনসাফের আশায় ছুটে আসা এদের চোখমুখগুলো বলে দিচ্ছে এরা ‘মীনাক্ষী’তে ভরসা খুঁজছে। পাচ্ছেও। মাথার চুলে পাক ধরে যাওয়া পুরুষ-মহিলাদের অনেককেই দেখা গেল মীনাক্ষীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে, আশীর্বাদ করতে।

এসব দেখে আমরা ভেবেছিলাম এবার হয়তো বঙ্গ মিডিয়া ইনসাফ যাত্রার দিকে মুখ তুলে তাকাবে। কিন্তু না। সেরকমটা হয় নি। বিধি যথারীতি সেই ‘বাম’। তাই ফের দ্বিতীয় কিস্তির পর প্রায় একমাস অপেক্ষা করে আজ তৃতীয় ও শেষ কিস্তি লিখতে হচ্ছে। আজ ইনসাফ যাত্রার ৪৯তম দিন। হয়তো আপনারা যখন এই প্রতিবেদনটা হাতে পাবেন তখন ৫০ তম দিন চলছে। হয়তো বা যাদবপুরে ইনসাফ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তিও হয়ে গেছে। তবুও লেখাটা জরুরি। আমাদের দ্বিতীয় কিস্তির পর ইনসাফ যাত্রা এদ্দিনে রাঢ়বঙ্গ, জঙ্গলমহল, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, নদীয়া ও উত্তর ২৪ পরগনা ঘুরে আপাতত দক্ষিণ ২৪ পরগণার দোরগোড়ায়। এখন এই প্রতিটা জেলায় মানুষের সাড়া কেমন ছিল লিখতে গেলে লেখাটা অনেক বড় হয়ে যাবে। তাই কিছু টুকরো টুকরো ছবি তুলে দিই আপনাদের জন্য, তাতেই আপনারা বুঝতে পারবেন সাড়া কেমন ছিল!

যেমন ধরুন, বাঁকুড়া-পুরুলিয়া জেলার যেসমস্ত এলাকার মধ্যে দিয়ে ইনসাফ যাত্রা গেছে সেসমস্ত এলাকা জনস্রোতে-জমায়েতে ঘন্টা দুই-তিনেকের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল বলে আমাদের কাছে খবর এসেছে। পথে যেখানে যেখানে মীনাক্ষী মুখার্জ্জী পথসভা করেছে, সেসব জায়গায় ২৪ ঘন্টার মধ্যে জেলা তৃণমূলকে হাতেগোনা লোকজন নিয়ে পাল্টা সভাও করতে দেখা গেছে। এপ্রসঙ্গে জানিয়ে রাখি এসমস্ত এলাকার সাংসদ-বিধায়কদের অনেকেই বিজেপির হলেও তাদেরকে মাঠে পাওয়া যায়নি।

আবার ধরুন জঙ্গলমহলে, মানে রানীবাঁধ, ঝাড়গ্রাম, লালগড়, নেতাইয়ের মত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কনকনে ঠান্ডার মধ্যে রাত নটায় ইনসাফ যাত্রাকে বরণ করতে হাজির শয়ে শয়ে স্থানীয় মানুষ। আমাদের এক প্রবীণ সাংবাদিক বন্ধুকে ছবি গুলো পাঠাতে, উনি দেখে বললেন এমন ছবি শেষ কবে দেখেছেন মনে করতে পারছেন না।

আবার পূর্ব মেদিনীপুরের তমলুকের মত বিজেপি- তৃণমূলের খাসতালুকে মানুষ ইনসাফ যাত্রাকে নাকি রাস্তায় জায়গায় জায়গায় থামিয়ে থামিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এমনকি রাস্তার ধারের তৃণমূল বিজেপি পার্টি অফিস থেকে ইনসাফ যাত্রার ওপর নজরদারিও চলেছে বলে খবর এসেছে। কারা কারা ইনসাফ যাত্রায় এত্ত ভিড় করলো তাদের সম্পর্কে খোঁজ খবর করা শুরু করেছে স্থানীয় বিজেপি ও তৃণমূল নেতৃত্ব।

এরপর আসা যাক হাওড়ায়। হাওড়া হলো আনিস খানের জেলা। আপানদের হয় তো মনে থাকবে এই আনিস খান হত্যার প্রতিবাদেই এক বছর আগে ‘ইনসাফ সভা’র মাধ্যমে মীনাক্ষী মুখার্জ্জীর ‘ক্যাপ্টেন’ হয়ে ওঠা। কাজেই সেই জেলাতে ক্যাপ্টেনকে নিয়ে অতিরিক্ত উছ্বাস থাকবেই। আর তাই বাগনান-উলুবেড়িয়াতে রাত দশটার পরেও ইনসাফ যাত্রার জনসভাতে ছিল উপচে পড়া ভিড়। সাঁকরাইল থেকে শিবপুর, হাওড়ার সর্বত্র ‘ইনসাফ’ মিছিলে মীনাক্ষীদের সাথে পা মিলিয়েছেন সব বয়সের মানুষ।

এরপর হুগলী জেলার পালা। এখানে বালি থেকে চন্দননগর হয়ে চুঁচড়া পর্যন্ত জিটি রোড ধরে ইনসাফ যাত্রা এগিয়েছে। আমাদের কাছে যা খবর এসেছে তা হল ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে ভিড়ের কারনে জিটি রোডে গাড়ি চলাচল বেশ কয়েক ঘন্টার জন্য একপ্রকার বন্ধই হয়ে যায়। আর চুঁচড়ার ঘড়িমোড়ে রাতের সভা জনসমুদ্রের চেহারা নেয়।

সবশেষে নদীয়া ও উত্তর পরগনা জেলা। এই দুই জেলাতে মীনাক্ষীদের ঘিরে যে উন্মাদনা ও উচ্ছ্বাস রাজপথে আছড়ে পড়েছে তা এক কথায় অবিশ্বাস্য! জনসুনামি চলেছে ইনসাফ যাত্রা ঘিরে। কৃষ্ণনগর-কল্যাণী-নৈহাটি-শ্যামনগর-ব্যারাকপুর-পানিহাটি-কামারহাটি-বরাহনগর-বিরাটি-বারাসাত-দমদম-বাগুইহাটি! কাতারে কাতারে মানুষ রাজপথে বেরিয়ে এসেছেন ইনসাফ যাত্রাকে অভিবাদন জানাতে। রাত যত বেড়েছে ভিড় তত বেড়েছে। ছবি দেখে মনে হয়েছে এ যেন এ যেন দূর্গাপূজোর ভিড়! ব্যারাকপুর শিল্পাঞ্চলের কর্মরত শ্রমিকরা কারখানার গেটে গেটে অপেক্ষা করেছেন ইনসাফ যাত্রা দেখবেন বলে। সুইগি-জ্যোম্যটোর ডেলিভারি বয়দের মত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা নিজে থেকে এসে মীনাক্ষীর সাথে হাত মিলিয়ে গেছে। তুলেছে গ্রুপ সেলফি।

আমাদের প্রতিনিধি সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কানাঘুষো শুনে এসেছেন- ‘এত্ত ভিড়! জ্যোতি বসু ছাড়া এত্ত জনপ্রিয় বাম নেতা বাংলা আগে কোনদিন দেখেনি’। তুলনা শুনে চমকে উঠতে হয়। আমরাও চমকেছি!

আবার মূলস্রোতের মিডিয়ার তরফে বামেদের কর্মসূচী বিগত কয়েকবছর ধরে লাগাতার ব্ল্যাক আউট করায় আমরা ঐ মানুষের ভিড়ে এমন মানুষও খুঁজে পেয়েছি যে মীনাক্ষী মুখার্জ্জীর নামও শোনেনি।

রাস্তার ধারে ইনসাফ যাত্রার জন্য অপেক্ষমান জনতার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করেছে ‘চারিদিকে এত্ত ভিড়, কে আসছে?’
ভিড় উত্তর দিয়েছে ‘মীনাক্ষী মুখার্জ্জী।’

সে জিজ্ঞেস করেছে ‘সেটা আবার কে?’

ভিড়ের মধ্যে থেকেই বামজনতার কেউ তাকে জানিয়ে দিয়েছে ‘মমতার পর যে মুখ্যমন্ত্রী হবে, সে!’

উত্তর শুনে কেউ উপহাস করেনি। করলেও কিছু বলার ছিল না। কারন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বামেদের কোন বিধায়ক নেই। কেউ প্রতিবাদও করেনি। যে প্রশ্ন করেছিল সেও নয়।

কারণ এই কথোপকথনের মাঝেই মীনাক্ষীদের মিছিলটা তার একদম সামনে চলে এসেছে। সে দেখতে পাচ্ছে এক মাঝারি গড়নের মেঠো নন গ্ল্যামারাস মুখওলা মেয়েকে ঘিরে জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। এর আদপ কায়দা একেবারেই সিনেমা-সিরিয়াল করা ফিল্মস্টারদের মত নয়। মুখে রূপটান নেই। চোখে নেই কালো চশমা। গায়ের রংটা একটু চাপা। সেভাবে বললে ‘কালো’ই বলা যায়। অথচ সেই কালো মেয়েটাকে ঘিরে এত সেলফির আবদার, মোবাইলের আলোর ঝলকানি! প্রশ্নকর্তা তো অবাক! ‘মীনাক্ষী’কে তিনি শেষমেশ চিনলেন! নিজের অজান্তে তাঁরও নিজের পকেটে রাখা মোবাইলে হাত চলে গেলো কি না, ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিনিধি সেটা আর খেয়াল করেননি। কারণ তিনিও তখন সেই কালো মেয়েটাকে দেখতে ব্যস্ত। লাইন দিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা ভিড়ে আলোড়ন তুলে মীনাক্ষীরা এগিয়ে যাচ্ছে। মানুষের উচ্ছ্বাস জানান দিচ্ছে ‘ক্যাপ্টেন’ এসে গেছে।

আজ ইনসাফ যাত্রার ৫০ তম দিন। শেষ দিনও বটে। যাদবপুরে তার সমাপ্তি অনুষ্ঠান। হয়তো মঞ্চে উঠে কালো মেয়েটা ফের তার স্বভাবসিদ্ধ ঢং এ চেল্লাবে ‘এ লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই’। তা শুনে দর্শক আসনে উপবিষ্ট জনতা হয় তো বা করতালিতে ফেটে পড়বে। কেউ আবার হয় তো বলবে মেয়েটার বাংলা উচ্চারণটা কেমন যেন! একটা গেঁয়ো টান আছে। বঙ্গ মিডিয়া হয়তো ফিরেও তাকাবে না।

কিন্তু রাইজ অফ ভয়েসেস আজ দ্বিধাহীন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছে এই সেই মেয়ে। এ পারলেও পারতে পারে সীমাহীন বেকারত্ব ও আগলভাঙা দুর্নীতিতে ডুবতে থাকা বাঙালীকে ‘ইনসাফ’ পাইয়ে দিতে। সেই লক্ষেই মেয়েটা হাঁটছে। সঙ্গে হাঁটছে অগণিত জনতা। অন্তত ৫০ দিন ধরে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত পথ চলা ইনসাফ যাত্রার যে সমস্ত ছবি আমাদের হাতে এসেছে তাতে সেরকমই ধারণা হয়েছে আমাদের। এই মানুষই ভালোবেসে মেয়েটার নাম দিয়েছে ‘ক্যাপ্টেন’। কেউ বলছে ‘ইনসাফ দিদি’। কারো কাছে তিনি মীনাক্ষী ‘ইনসাফ’ মুখার্জ্জী। আর রাইজ অফ ভয়েসেস এর কাছে ‘এই সেই মেয়ে’।

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস