পড়শিবনার ভাই / Save Tilaboni

Follow @RiseOfVoices
এই সেদিন কথা লেদাবনার সাথে
পড়শিবনা, লেদাবনা, মাধবপুরা, তিলাবনী
পুরুলিয়া জেলায় হুরায় কলাবনী কাছে
চারজনের গা ঘেঁষাঘেঁষি এক উঠোনে ঘর।
চার বোনের সাথে আরো একজন থাকে পাশে
গ্রামবুড়া বলেছে ওই এসেছিল সবার আগে।
বাকিরা মেঘের ভয়ে ডুব দিয়েছে পাতালে
সেই ছোড়াটাই বেঁচে আছে রোদ বৃষ্টি মেখে।
মহারাণী বেচে দিয়েছে তিলাবনী
এবার জব্দ,এবার মাথা নিচু;
পেয়াদা খুবলে নেবে শরীর।
লুট করবে গ্রানাইট, উজাড় করবে সুখ
তিলাবনীর গাছে পাখি, পায়ে ইঁদুর, সাপখোপর বেজি;
কোথায় যাবে তারা, কোথায় যাবে মারাং বুরু?
বোনেদের তাই মন খারাপ; ভীষণ রাগ;
ডঙ্কা তুলে হাল্লা দিয়ে বলছে গ্রামে গ্রামে
‘খবরদার মহারাণী;
খবরদার মহারাণী পাহাড় বিক্রি হবেক লাই, তিলাবনী বিক্রি লাই’।