ডিসেম্বর ডেডলাইন / WT*
“কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?” গোছের একটা হুইসপারিং ক্যাম্পেইন বেশ কিছুদিন ধরে চলছিল এই বাংলায়। সৌজন্যে তৃণমূল ত্যাগী বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মোটামুটি একটা ডেডলাইনও দিয়েছিলেন, সেটা ডিসেম্বর। হুলিয়ে প্রচারও হচ্ছিল সংবাদমাধ্যমে। আর তা দেখে হঠাৎই চাঙ্গা হয়ে উঠেছিলেন বিজেপির নেতা কর্মী থেকে বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।
কিন্তু গতকাল হঠাৎই ছন্দপতন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু জানালেন, “আমরা জোর করে সরকার গঠনের পক্ষপাতী নই, বাংলার মানুষের ম্যানডেট নিয়েই ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে।”
হঠাৎ এমন হল কেনো? আমরা প্রশ্ন করেছিলাম সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তকে। আমাদের প্রশ্ন শুনে উনি আমাদের দিকেই একটা প্রশ্ন ছুড়ে দিলেন, “প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক যেন কবে?”
এই প্রশ্ন শোনার পর আমরা আর কথা বাড়াইনি। বামেরা নভেম্বরকে বিপ্লবের মাস বলে রাজ্যজুড়ে রাস্তায় নেমে পড়াতে বঙ্গ বিজেপির হয়তো ডিসেম্বরে একটা ধমাকা করবার ইচ্ছে ছিল। কিন্তু আপাতত সে গুড়ে বালি!
ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস
Comments are closed.