আরে শেষ? / The End Game

কালা ধন ফেরৎ চাইতে গেলে নোট ব্যান, প্রশ্নপত্র কঠিন হলে বিবিসি ডকুমেন্টারি ব্যান, গল্প পছন্দ না হলে সিনেমা ব্যান আর পঞ্চায়েত পরিষেবা না দিলে ভোট ব্যান। এত ব্যান ব্যান করতে করতে দেশের মানুষের কাছে ব্যান জিনিসটা যখন জল-ভাত হয়ে গেছে, তখনই এলো আরেকটি ব্যানের খবর, যেটা মেনস্ট্রিম মিডিয়া খপাত করে ধরে ছ-ফুট নিচে পুঁতে দিয়েছে।

ব্যান হয়েছে আরএসএস। কিন্তু কারা করল ব্যান? কেন্দ্রীয় সরকার? হতে পারে না। তাহলে, ব্যানার্জি সরকার? হবে না। সেক্ষেত্রে, কংগ্রেস শাসিত কর্নাটক সরকার? এটাও না। তাহলে কি জন্মলগ্ন থেকে আরএসএসের ঘোষিত চিরশত্রু কম্যুনিস্টরা? একেবারেই না।

তাহলে কে?

মন্দির কমিটি। অবাক হলেন! এক কথায় উত্তরটা এটাই।

দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ড সম্প্রতি একটি আদেশ জারি করে জানিয়েছে, যাতে মন্দির চত্বরে আরএসএস শাখা চালানো বা তাদের সংগঠনের কর্মসূচি পালন করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

২০২১ সালেও এই বোর্ড এমনই এক আদেশ জারি করেছিল। কিন্তু সাম্প্রতিক কালে মন্দিরে এবং তার আশেপাশে আরএসএস শাখাগুলি কাজ করছে দেখে টিডিবি সচিব পুনরায় আদেশটি জারি করেছেন।

এখানে জেনে রাখা ভাল, টিডিবি বোর্ডের সাথে দেশের প্রায় ১২০০টির বেশি মন্দির যুক্ত, যাদের মধ্যে একটির নাম সবরীমালা।

দক্ষিণের পাঁচ রাজ্যে বর্তমানে ক্ষমতাচ্যূত দেশের শাসক দল বিজেপি। বিজেপিকে রিজেক্ট করার পরে পরেই এবারে দক্ষিণের বৃহৎ মন্দির কমিটি ব্যান করল আরএসএসকে। ২০২৪-এর বার্তা কি তবে স্পষ্ট হচ্ছে? উত্তর সময়ই বলে দেবে।

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র :
a) https://timesofindia.com/city/thiruvananthapuram/no-rss-drills-on-temple-premises-tdb/articleshow/100438945.cms
b) https://www.indiatvnews.com/news/india/kerala-travancore-devaswom-board-that-manages-around-1200-temples-bans-rss-activities-on-shrine-s-premises-rashtriya-swayamsevak-sangh-2023-05-23-872123
c) https://www.timesnownews.com/videos/times-now/india/rss-ban-in-kerala-temple-board-says-for-devotees-only-as-left-congress-unite-in-sangh-hate-video-100491305
d) https://www.opindia.com/2023/05/kerala-travancore-devaswom-board-issues-circular-reiterating-ban-on-rss-shakhas-in-hindu-temples/