বাজার খোলার আগে / Nationalism on Sale

বাজার মাল কেনা-বেচার জায়গা। সেখানে সততা-শঠতা হাত ধরাধরি করে চলে। পাঁচমেশালি লোকের ভিড়ে কে সৎ, আর কে অসৎ তা আলাদা করে চেনা বা জানা, সাধারণ মানুষের কম্ম নয়। তারজন্যই দেশে সরকার ও তার প্রশাসন আছে, আইন-আদালত আছে, আছে কিছু নিয়ামক সংস্থা। আর আছে সংবাদমাধ্যম। আর এদের ওপর ভরসা করেই আম জনতার রোজকার দিন গুজরান। তারমধ্যে বাজারে যাওয়াও পড়ে।

তবে আজকে আমাদের প্রতিবেদনের উপজীব্য এক অন্য বাজার, যাকে চলতি ভাষায় বলে ষ্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার। কারণ থলে হাতে বাজারে যাওয়া মধ্যবিত্ত/উচ্চবিত্তদের একটা বড় অংশ ইদানীং শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। আর গত সপ্তাহে সেই শেয়ার বাজারেই শুরু হয়েছে ব্যপক হইচই।

বিখ্যাত আমেরিকান রিসার্চ ফার্ম ‘হিন্ডেনবার্গ রিসার্চ’ গত সপ্তাহে জানিয়েছে ভারতের সর্ববৃহৎ কর্পোরেট হাউজ গুলোর মধ্যে অন্যতম আদানি গ্রুপ অনৈতিক উপায়ে শেয়ার বাজারে লিস্টেড তাদের প্রধান সাতটা কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে-চড়িয়ে রেখেছে। কতখানি বাড়িয়ে -চড়িয়ে রেখেছে? হিন্ডেনবার্গ রিসার্চের মতে কোম্পানিগুলির শেয়ারের দাম হওয়া উচিৎ এখনকার দামের থেকে গড় পড়তা ৮৫% কম। শুধু তাই নয়, তথ্য দিয়ে কোম্পানির অনিয়ম সংক্রান্ত ৮৮ টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে!

আর তাতেই ঘটেছে বিপত্তি। খুব স্বাভাবিক কারণেই আদানি গ্রুপ কোম্পানির শেয়ারগুলির দাম হু-হু করে পড়তে শুরু করেছে! এমনকি সরকারী নিয়ামক সংস্থা, বিভিন্ন ব্যাঙ্ক যারা আদানি গ্রুপকে ঋণ দিয়েছে তাদের প্রায় গলদঘর্ম অবস্থা। তারা দায়সারা ভাবে, “আমরা অতিরিক্ত সতর্কতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছি” গোছের কিছু মন্তব্য করলেও দাবী করছে এত ভয় পাওয়ার কিছু নেই! মাথায় এমন কিছু আকাশ ভেঙ্গে পড়েনি!

এখন সত্যি ভয় পাওয়ার কিছু আছে না নেই, তা বোঝা যাবে শনি-রবি দুদিন ছুটি কাটিয়ে আজ শেয়ার বাজার খুললে। আদানি গ্রুপ কোম্পানির শেয়ারের দাম বাজার খুললেই ফের হু-হু করে পড়বে, না উঠবে তেমন কোন আশা বা ভয় কিছুই আমরা রাইজ অফ ভয়েসেস দেখাতে চাই না। ইতিমধ্যেই বহু শেয়ার বাজার বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ এই ব্যাপারে তাদের সুচারু বিশ্লেষণ বাজারে ছেড়ে দিয়েছেন। এই ব্যাপারে আপনাদের মতই আমরা তাঁদের বিশ্লেষণের মধ্যেই আশা-ভরসা বা ভয়, গরু খোঁজার মত খুঁজছি।

কিন্তু আমরা ভয় পেয়েছি অন্য জায়গায়! হিন্ডেনবার্গের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের তরফে গত দুদিনে বারংবার শেয়ারহোল্ডারদের যে বার্তা দেওয়ার চেষ্টা চলছে, তার সারমর্ম করলে দাঁড়ায় – এটি নিছক কোনো নির্দিষ্ট কোম্পানির উপর একটি অযৌক্তিক আক্রমণ নয়, এটি আসলে একটি ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, অখণ্ডতা, গুণমান এবং সর্বোপরি দেশ ভারতবর্ষের উচ্চাকাঙ্খা ও অর্থনৈতিক সমৃদ্ধির ওপর বিদেশী শক্তির পরিকল্পিত আক্রমণ।

এমনকি গতকাল আদানি গ্রুপের তরফে তাদের সিএফও যখন এমনই একটি ভিডিও বার্তা দিচ্ছেন, তখন তার পেছনে দেখা গেল ভারতের জাতীয় পতাকা!

এর মানেটা ঠিক বোঝা গেল কি!

বাম দার্শনিক কার্ল মার্ক্স বহু বছর আগেই বলেছিলেন, পুঁজিপতি বা বৃহৎ ব্যবসায়ীদের কাছে লাভ হচ্ছে ব্যক্তিগত, আর ক্ষতি সামাজিক। এখানে তো সেই হিসেবই মিলে যাচ্ছে। এতদিন ধরে যে রকেট বেগে উত্থান চলেছিল আদানি গোষ্ঠীর, তাতে সব পালক কোম্পানি তথা মালিক গৌতম আদানির মুকুটেই জুড়ছিল! এই গরীব ১৩০ কোটি জনসংখ্যার দেশ থেকে তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি! আর এখন কোম্পানির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওঠার কারণে কোম্পানির শেয়ারের দাম যখন হু-হু করে পড়ছে, তখন নিজের ইমেজ পরিষ্কার করতে জাতীয়তাবাদের সুড়সুড়ি!

অ্যাইসা ক্যায়সে চলেগা!

তাই আগামীকাল বাজার খোলার আগে দেশবাসী একবার চোখটা খুলুন!

দেখুন চেয়ে, আপনার দেশের জাতীয়তাবাদ বাজারে বিক্রি হচ্ছে! শেয়ারের দামের সাথে ওঠা-নামা করছে! আর ভাবুন যে ব্যবসায়ীর ব্যবসায় এলআইসি আর স্টেট ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার এত বড় লগ্নি, যাদের হাতে বিদ্যুৎ, বড় বড় ফুড গ্রেন স্টোরেজ, অয়েল অ্যান্ড গ্যাস থেকে পোর্ট, এয়ারপোর্টসহ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তাদের ওপর যে অভিযোগের আঙুল তোলা হয়েছে, সে ব্যাপারে কি সরকারী স্তরে কোন তদন্ত করা হবে? শেয়ার বাজারের নিয়ন্ত্রক সেবি কি এই বিষয়ে এদ্দিন কিছুই জানতো না? যে সমস্ত ব্যাঙ্ক আদানি গোষ্ঠীর শেয়ার গচ্ছিত নিয়ে ঋণ দিয়েছে তাদেরও কি কোথাও নজরদারিতে গাফিলতি ছিল? এরকমই এক গুচ্ছ প্রশ্ন ও অবিশ্বাস এইমুহুর্তে জনমানসে ঘোরাফেরা করছে!

দেশ ও সরকার এইসব প্রশ্নের উত্তর খুঁজবে, নাকি মোটা দাগের জাতীয়তাবাদে চাপা দিয়ে দেবে সেদিকে নজর থাকবে আমাদের।

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসে

তথ্যসূত্র:
a) https://hindenburgresearch.com/?p=2376
b) https://m.economictimes.com/news/politics-and-nation/adani-stock-fall-lic-sbi-lost-over-rs-78k-cr-in-market-cap-fm-still-on-mute-mode-says-congress/articleshow/97403189.cms
c) https://www.hindustantimes.com/india-news/congress-targets-centre-over-hindenburg-report-on-adani-group-seeks-probe-101674804925795.html
d) https://theprint.in/india/cpim-demands-high-level-probe-against-adani-group/1341956/