লাদাখের “মন কী বাত” / All is Not Well

সোনম ওয়াংচুক নাকি থ্রি ইডিয়েটসের ফুংসুক ওয়াংড়ু, কোন নামে আপনি তাকে চিনবেন, তা জানি না আমরা। এই মুহূর্তে ভদ্রলোক রাজরোষে পড়ে গৃহবন্দী।
দেশের প্রধানমন্ত্রীর “মন কি বাত” সম্বন্ধে আপনারা সবাই জানেন। সেই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী তার মনের কথা দেশবাসীর কাছে রাখেন, চ্যানেলে চ্যানেলে হয় তার প্রচার। ঠিক সেই ফরম্যাটেই পৃথিবীর উচ্চতম মাউন্টেন পাস খারদুংলা থেকে সোনম ওয়াংচুক দেশের প্রধানমন্ত্রীর জন্যে রেখেছিলেন, “লাদাখ কি মন কি বাত।” যার মূল বক্তব্য ছিল, লাদাখে অল ইজ “নট” ওয়েল। কেন নট ওয়েল, সেটা সোনম ওয়াংচুক নির্দিষ্ট পয়েন্ট দিয়ে তুলে ধরেছিলেন। নিজেই তা শুনে নিন সোনম ওয়াংচুকের মুখে।
জলবায়ু এবং সাংস্কৃতি রক্ষার জন্যে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তপশীলের অন্তর্ভুক্তি করার দাবি তুলে ২৬শে জানুয়ারী সোনম ওয়াংচুক ডাক দেন ক্লাইমেট ফাষ্টের (জলবায়ু অনশন অথবা পরিবেশ রক্ষার জন্যে উপোস)। যার সাড়া ছিল সর্বাত্মক। যেটা হয়ত পছন্দ হয়নি দেশের শাসকের। তাই ২৭ শে জানুয়ারি থেকে উনি সরকারি নজরদারির আওতায়, যা সোনম ওয়াংচুকের ভাষায় গৃহবন্দীর থেকেও খারাপ।
লাদাখের জলবায়ু ও সংস্কৃতি রক্ষার লড়াই যেভাবে সোনম ওয়াংচুক চালিয়ে যাচ্ছেন, তাকে টিম রাইজ অফ ভয়েসেসের তরফে কুর্নিশ। পাশে আছি, সাথে আছি।
ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস
Comments are closed.