ভারত ভাবে আগামীকাল / India Thinks Tomorrow

১০০ বছরের বেশি আগে গোপালকৃষ্ণ গোখলে বলে গিয়েছিলেন, “বাঙলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল”। সেই ট্রাডিশন এখনো চলছে।

দেশের প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পাঁচদিনের মাথায় ধসে গেল উত্তরপ্রদেশের বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের একাংশ। গত বুধবার প্রবল বৃষ্টির পর জালাউন-ছিরিয়া সালেমপুরের কাছে মাটি ক্ষয়ের কারণে এক্সপ্রেসওয়ের একটি লেনের একটি অংশ ধসে পড়েছে। যদিও রাস্তা মেরামতির কাজ অবিলম্বে শুরু হয়ে গেছে। এ তো গেল আজকের কথা।

উদ্বোধনের পর বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে

এবার ফিরে যাই, হুগলির কামারকুণ্ডুতে। হাওড়া-বর্ধমান কর্ড শাখার কামারকুণ্ডু লেভেলক্রসিংয়ে রেলের সঙ্গে যৌথ উদ্যোগে উড়ালপুল তৈরি করেছিল রাজ্য। আর ৩রা জুন, ২০২২ কামারকুণ্ডু উড়ালপুলের ভার্চুয়াল উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপর উদ্বোধনের দিন পাঁচেকের মধ্যে, কোথাও ব্রিজের রাস্তার পিচের আস্তরণ উঠতে শুরু করে, আবার কোথাও চার-পাচ ইঞ্চি করে বসে যায় রাস্তা।

তাই যাহা জুন মাসে হয়েছিল বাংলায়, তাহাই জুলাইতে হল উত্তরপ্রদেশে। তাহলে এগিয়ে রইল কে?

উদ্বোধনের পর কামারকুণ্ডু ব্রিজ

এবার আসি বর্তমান রাজনীতির প্রসঙ্গে, আল্টিমেটলি প্রথম সারির মিডিয়ায় যদি এই খবর প্রচার হয়, তাহলে দেখা যাবে কোন রাজ্যের রাস্তা বেশি ভেঙেছে, তা নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। কিন্তু অনেক সংবাদমাধ্যম জোর গলায় এটা বলতে পারবে না, দুটো রাজ্যেই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নিকৃষ্ট মানের উপকরণ দিয়ে রাস্তা তৈরি করেছে। মিডিয়া এরপরে একটাও প্রশ্ন করবে না উদ্বোধকদের, প্রশ্ন করা দূরে থাক, আঙুলও তুলবে না। কারণ বিজ্ঞাপন না পেলে, তাদের অনেকের থালায় ভাত জুটবে না।

পরিশেষে বলি, বুরকিনা ফাসোর সাবেক প্রেসিডেন্ট থমাস সাঁকরা বলেছিলেন, “He who feeds you, controls you.”। বাকিটা আপনারা আপনাদের মত করে বুঝে নিন।

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র:
a) https://www.ndtv.com/india-news/days-after-inauguration-by-pm-parts-of-up-expressway-damaged-after-rain-3180695
b) https://www.indiatoday.in/india/story/portion-of-bundelkhand-expressway-caves-in-week-after-inauguration-by-pm-modi-1978455-2022-07-21
c) https://www.jagran.com/uttar-pradesh/kanpur-city-bundelkhand-expressway-crumbled-in-rain-in-jalaun-after-fifth-day-of-inauguration-22911237.html
d) https://m.banglahunt.com/article/kamarkundu-bridge-within-three-days-of-the-inauguration-the-lining-of-kamarkundu-flyover-was-lifted-sa/441184/amp
e) https://bangla.hindustantimes.com/bengal/districts/within-three-days-the-lining-of-kamarkundu-flyover-went-up-31654586818801.html