লাফটার চ্যালেঞ্জ / It’s a Strategy

হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,
তিনজনেতে জট্‌লা ক’রে ফোক্‌লা হাসির পাল্লা দি।

আমরা হাসতে থাকি…শুধু হাসি…ইস্যু চাপা পড়ে।

একজন নেতা বা নেত্রী যিনি ভুল ইংরেজি বলেও পার পেয়ে যান। বরং সমাদৃত হন৷ ‘আমাদের মতো করে বলেন’ জাতীয় কৌশল তৈরি করেছেন৷ ভুল ইংরেজি বলাটা ‘আমব্রেলা গার্লের’ মতো লজ্জাজনক নয়। শিক্ষা নিয়ে প্রশ্ন ওঠে না৷ বরং সেটাইকে ব্র‍্যাণ্ড বানিয়ে নিয়েছেন৷ স্ট্র‍্যাটেজির অঙ্গ। যে ইংরেজিতে কেরানির চাকরিও জুটবে না, সেই দখল নিয়ে নেতানেত্রীরা বাড়ি-গাড়ি-পদ-পেনশন নিয়ে বহাল তবিয়তে আছেন৷

মানুষকে বোঝানো৷ বিকল্প শক্তি তৈরি করা। মূল ইস্যুতে রাজনীতি নিয়ে যাওয়া পথে আছে এইসব শৌখিন নাটক-বিনোদন-বেশভূষার অন্তরায়৷ এগুলোতেই প্রচার হয় এবং মানুষ এগুলোতেই খুশি৷ খুব সিরিয়াস কথাগুলো হারিয়ে যায় ভাইরাল খোরাকে। রাজনৈতিক হিংসার বলি হওয়া দেবু দাস এবং তাঁর স্ত্রী ঊষারানি দাসের পুত্র নানান প্রতিবন্ধকতা পার করে আইনজীবী হয়ে লড়ছে দোষীদের সাজা দেওয়ার জন্য৷ এ খবর ভাইরাল নয়৷ কারণ সে খবর ভাইরাল হয়নি। মানুষের কাছে পৌঁছনোর যেটুকু উদ্যোগ হয়েছিল, তা সস্তা খোরাকে ঢেকে গেছে৷

আমাদের দৌড় শুধু হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড আর ‘ভাই ভিডিওটা ইনবক্সে দিস৷’ আমি করি, আপনি করেন, সবাই করে।

আমাদের বিনোদন দিয়ে ওঁরা ঢেকে দেন ক্ষুধা, বেকারত্ব, মূল্যবৃদ্ধির যন্ত্রণা। সিরিয়াস জীবন, উচ্চশিক্ষিত যুবক-যুবতীর দশ-বারো হাজারের চাকরির মাঝে ওঁরাই কমিক রিলিফ৷ প্রাসাদ, অট্টালিকা, আইফোন…খাদান ওঁদের দখলে৷ আমরা হাসি…শুধু হেসে যাই৷ একটা হাসির টপিক থেকে আরেকটা খোরাকের অপেক্ষা করি৷ ভাবি খুব রসিকতা করে ধন্য হলাম৷ স্ক্যামে জড়িত ব্যক্তিও ইমেজ শুধরে সোশ্যাল মিডিয়া আইকন৷

এই যে হাসছি৷ ফরোয়ার্ড করছি৷ এগুলো দিয়েই মুছে দিচ্ছি কত ব্যথা৷ আবার ভোট হবে৷ আবার ভুল ইংরেজি বলা কিংবা নাটুকে ভঙ্গিতে কথা বলা নেতানেত্রীরা জিতে যাবেন৷ তাঁদের আইফোন আপগ্রেড হবে। উত্তর প্রজন্মের সম্পত্তি বাড়বে, পদোন্নতি হবে৷

তবে কি হাসবো না? খোরাকে হাসিঠাট্টা করবো না কেন! সবাই রামগরুড়ের ছানা হয়ে যাবে এমন কেন হবে?

হাসতে হাসতে আসছে দাদা, হাসছি আমি, হাসছে ভাই,
হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই।

তবে এই নাটুকে ভঙ্গিতে কথা বলাটাও যে রাজনীতি সেটা বোঝা প্রয়োজন৷ এর মোকাবিলা প্রয়োজন। মানুষ হাসবে, ভুলে যাবে৷ ক্লিপের পরে আবার ক্লিপ আসবে৷ মূল ইস্যুগুলো চাপা পড়ে যাবে৷

এটাই আসল উদ্দেশ্য। লাফটার চ্যালেঞ্জ।