তাহলে ক্রোনোলজিটা মিলিয়ে নেওয়া যাক। ১. জনৈক বিজেপি নেতা এবং সাংসদের উপরে যৌন হেনস্থার অভিযোগ উঠলো। সেই অভিযোগ কারা করলেন? দেশের জন্য মেডেল জিতে আনা, বিশ্বের মানচিত্রে দেশের মুখ উজ্জ্বল করা মেয়েরা। একসময়
হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,তিনজনেতে জট্লা ক’রে ফোক্লা হাসির পাল্লা দি। আমরা হাসতে থাকি…শুধু হাসি…ইস্যু চাপা পড়ে। একজন নেতা বা নেত্রী যিনি ভুল ইংরেজি বলেও পার পেয়ে যান। বরং সমাদৃত হন৷