আমি আর বাচবুনি / Remembering Moidul
১১ই ফ্রেব্রুয়ারী,২০২১। বাম ছাত্র যুবদের ডাকে চাকরি ও কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযান! আর সেই ছাত্র-যুবদের মিছিলকে প্রতিহত করতে নির্বিচারে লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। অভিযোগ, রাস্তা বন্ধ করে চারিদিক থেকে ঘিরে ধরে চাকরী চাইতে যাওয়া ছেলেমেয়ে গুলোকে বেদম পিটিয়েছে পুলিশ। সঙ্গে জল কামান আর কাঁদানে গ্যাস। প্রায় শ-পাঁচেক যুবক-যুবতী আহন হন সেদিনের সেই নবান্ন অভিযানে। আহত রক্তাত্তদের উদ্ধার করতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের গাড়ি যায় ঘটনাস্থলে। অ্যাম্বুলেন্সকেও প্রথমটায় অকুস্থলে যেতে দেওয়া হয় নি প্রশাসনের তরফে, এমন অভিযোগও উঠেছিল। অনেককে আঘাত গুরুতর হওয়ায় পরবর্তীতে হাসপাতালে ভর্তি হতে হয় ।
এদেরই একজন বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল মিদ্দ্যা ওরফে কমরেড ফরিদ। পুলিশের মার খেয়ে রাস্তায় শুয়ে তার আর্তনাদ, “আমি আর বাঁচবুনি” মুঠোফোন বন্দী হয়ে সেই সময় ছড়িয়ে পড়েছিল বাংলার ঘরে ঘরে। দুর্ভাগ্যের আমরা সেই মইদুলকে সত্যি বাঁচাতে পারি নি। ১৫ই ফ্রেব্রুয়ারী ভোরে এক বেসরকারি হাসপাতালে সে মারা যায়।
তাই আজ যখন কানে আসে, বাংলায় সরকারী চাকরির জন্য বাংলা ভাষা জানা বাধ্যতামূলক তখন রাইস অফ ভয়েসেস এর পক্ষ থেকে গলা তুলে সরকারকে জানানো হচ্ছে “আমি আর বাচবুনি” আর্তনাদটা মইদুল কিন্তু বাংলাতেই করেছিল! আজও যারা চাকরির দাবিতে রোদ-ঝড়-জল মাথায় নিয়ে কলকাতার রাস্তায় বসে আছে, হানা দিচ্ছে সরকারী দপ্তরগুলোতে, তারা সবাই বাংলাতেই কথা বলে, তারা বোঝে বাংলা ভাষা! কিন্তু তাদের ভাষা সরকার বোঝে কি! এই বাংলায় আজ চাকরি কোথায়!
মাননীয়া, শুনতে পাচ্ছেন?
Comments are closed.