কেরোসিন কান্ড / Kerosene Files

“চা খাও, গঙ্গা দেখো”, এই ওয়ান পয়েন্ট এজেন্ডা নিয়ে সেইদিন ভোরবেলা বেরিয়েছিলাম গঙ্গার ঘাটে হাওয়া খেতে। গন্তব্য গঙ্গার পাড়ে হারুদার ছোট্ট চায়ের দোকান। পৌঁছে দেখি, হারুদা স্টোভে পাম্প করছে। জিজ্ঞেস করলাম, “কি গো, কেরোসিনের দাম কমল?”
উত্তর এলো, “হ্যাঁ, হ্যাঁ, ৬০ টাকা দাম বাড়িয়ে ২৫ টাকা কমিয়েছে।”
অ্যাঁ! এ আবার কেমন কথা! তাহলে তো ব্যাপারটা তলিয়ে দেখতে হয়। তাই গঙ্গা দর্শন আপাতত মুলতুবি করে, মনোনিবেশ করলাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে যা তথ্য পেলাম তা দেখে চক্ষু চড়কগাছ।
২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর একদিন আগে IOCL এর তথ্য অনুযায়ী, ভর্তুকিযুক্ত কেরোসিনের এক লিটারের দাম ছিল, ৩৯.২৮ টাকা। সেটাই পরের ১৪ মাসে বেড়ে দাড়িয়েছিল ১০১.৭৮ টাকায়। বিস্তর চেঁচামেচিও হয় সেই সময়। অবশ্য তাতে সরকার স্বাভাবিকভাবেই কান দেয়নি। তারপর সেই বিখ্যাত ২১শে জুলাই, যার পরের দিন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয় থড়ে থড়ে টাকা। এরপর ধাপে ধাপে প্রতি লিটার কেরোসিনের দাম কিছুটা কমে এখন এই বছর জানুয়ারিতে গিয়ে দাঁড়ায় ৭৪.৭১ টাকায়। আর এখন সেটা ৭৫.৫৩ টাকা। হারুদা’র রাগ করাটা অমূলক নয়।
তারিখ | প্রতি লিটার কেরোসিনের দাম |
---|---|
মে ১, ২০২১ | ৩৯.২৮ টাকা |
জুলাই ১, ২০২২ | ১০১.৭৮ টাকা |
জানুয়ারি ১, ২০২৩ | ৭৪.৭১ টাকা |
মার্চ ১, ২০২৩ | ৭৫.৫৩ টাকা |
পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের পর থেকে ক্রমাগত বাড়ছিল কেরোসিনের দাম। এটা এরপর ধাপে ধাপে কমতে শুরু করে শাসক দলের দুর্নীতি প্রকাশ্যে চলে আসার পর। এটা হতেই পারে কো-ইন্সিডেন্স। কিন্তু কেরোসিনের দাম প্রতি লিটারে ৬২.৫০ টাকা বাড়িয়ে ২৬.২৫ টাকা কমালে, কেরোসিনের দাম ৩৬.২৫ টাকা বেড়েই থাকে, এই সহজ অঙ্কটা বুঝতে একজন চায়ের দোকানীকে অঙ্কবিদ হওয়ার প্রয়োজন নেই।
হারুদা’র হাত থেকে মাটির ভাড়ে চা নিতে নিতে বললাম, “কেরোসিনের যখন এতই দাম, তাহলে স্টোভ বাদ দিয়ে গ্যাসে নিতে পারো।”
হারুদা এবার খচেই গেলো, চার অক্ষরের একটা মিষ্টি শব্দ প্রয়োগ করে আমায় উল্টে প্রশ্ন করল, “গ্যাসের দাম কত এখন? একটা নিজেকে বলে চা-ওয়ালা, আরেকটা থেকে থেকেই চা বানায়। দুটোই ‘ইয়ে’, সাথে তুইও।”
‘ইয়ে’ মানে সেই চার অক্ষর।
ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস
পুনশ্চ : চেন্নাইতে এখনো প্রতি লিটার কেরোসিনের দাম ১৫ টাকা।
Comments are closed.