‘হাফ খবর’ – রামের মিছিলে বাম / Half News

খবর জিনিষটা ভালো। কিন্তু ‘হাফ খবর’….

মানে আপনাকে একটা খবর দেওয়া হলো অথচ এই খবর সংক্রান্ত সবপক্ষের বক্তব্য যাথাযথভাবে তুলে ধরা হল না, বা খবরের ‘সত্য-মিথ্যা’ সেভাবে যাচাই করা হলো না। তাহলে সেটাকে কি খবর বলা যায়!

গতকাল হঠাৎই সেরকমই একটা খবর নিয়ে বেশ কিছুক্ষণ হইচই করলো কিছু প্রথমসারির সংবাদমাধ্যম। বলা হল, হুগলীর দাদপুরে হারিট গ্রাম পঞ্চায়েত এলাকায় নাকি আবাস প্রকল্পে নয়-ছয় ও স্বজনপোষনের বিরোধিতা করে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে “লাল পতাকার” মিছিলে “নরেন্দ্র মোদী জিন্দাবাদ” স্লোগান উঠেছে।

খোঁজ খবর করতে জানা গেল, কর্মসূচিটা ছিল বিজেপির। সেখানে জনৈক শম্ভু মিদ্যা নামের একজন এক কাঁধে বিজেপি পতাকা এবং অন্য কাঁধে লাল পতাকা নিয়ে হাজির হয়ে এই স্লোগান দিয়েছেন। কিন্তু তিনি কি আদৌ সিপিআই(এম) দলের সাথে যুক্ত! সূত্রের খবর এককালে তিনি সিপিআই(এম) করলেও বহুদিন হলো তিনি বিজেপি করছেন। তাহলে সিপিআই(এম) দলের পতাকা কাঁধে হাজির হওয়ার জন্য কি তিনি পুরানো দলের অনুমতি নিয়েছিলেন! না, সেরকম কোন সদুত্তর পাওয়া যায়নি।

কিন্তু আরেকটু খোঁজ খবর করতেই “কেঁচো খুঁড়তে কেউটে” বেরিয়ে পড়লো। বিজেপির এই কর্মসূচিতে লাল পতাকা ব্যবহারের জন্য স্থানীয় বিজেপি নেতৃত্ব এলাকার মালপাড়া গ্রামের সিপিআই(এম) কর্মী তপন পাল এবং গামান নাসেরের কাছে ‘লাল ঝান্ডা’ চান এবং দু জায়গাতেই প্রত্যাখ্যাত হন। শেষে নভেম্বর মাসে সিপিআই(এম) সারা বাংলা জুড়ে যে ‘গ্রাম জাগাও চোর তাড়াও’ কর্মসূচি হাতে নিয়েছিল, সেই উপলক্ষে রাস্তায় কিছু লাল পতাকা টাঙানো হয়েছিল, আর সেখান থেকেই কিছু পতাকা খুলে নিয়ে বিজেপি হাজির করে তাদের নিজেদের কর্মসূচিতে। অবশ্য এখানেই তারা থেমে থাকেনি, সেইসঙ্গে এটাও দাবী করে যে, নিচুস্তরে নাকি বাম নেতাদের দেখা পাওয়া যায় না, তাই তাদের কর্মী-সমর্থকরা হতাশ হয়ে “লালঝান্ডা” নিয়ে হাজির হয়েছে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে!

আর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী ক্ষয়িষ্ণু বাম নাকি বাঁচতে নীচু তলায় রামের হাত ধরেছে।

কিন্তু তাদের এইসব দাবি আদৌ কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে রাইজ অফ ভয়েসেসের যথেষ্ঠ সন্দেহ আছে। কারণ আমরা জানতে পারছি, ঐ গতকালই সারা হুগলী জেলার খানাকুল, গোঘাট, আরামবাগ, চুঁচড়া, ধনেখালি, জাঙ্গীপাড়া সহ ১২ টি ব্লকের বিডিও অফিসে আবাস যোজনায় সীমাহীন দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বামেরা। এমনকি ঐ হারিট পঞ্চায়েতটি যে পোলবা-দাদপুর ব্লকের অন্তর্গত সেখানকার বিডিও অফিসেও বামেরা গতকাল বিক্ষোভ কর্মসূচী পালন করে। কাজেই এরপর হুগলী জেলায় ‘বামেদের দেখা পাওয়া যায় না’ গোছের দাবিটাই কার্যত প্রশ্নের মুখে!

তাহলে কি শেষমেশ রাজনৈতিক দলের ‘পতাকা চুরি’!

সিপিআই(এম) নেতৃত্বের দাবী তেমনটাই। সিপিআই(এম) দাদপুর এরিয়া কমিটির সম্পাদক সৌমেন ঘোষ স্থানীয় থানায় বিজেপি অনৈতিকভাবে তাদের দলের কর্মসূচিতে “লালঝান্ডা” ব্যবহার করে সিপিআই(এম)-এর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে লিখিত এফআইআর দায়ের করেছেন!

এই পর্যন্ত পড়ে এবার আপনারা বিচার করুন প্রথমসারির কোন সংবাদমাধ্যম এতটা বিশদে খবরটা কভার করেছে, নাকি আপনাদের ‘হাফ খবর’ দিয়ে হাত ধুয়েছে!

তবে বাংলার সংবাদমাধ্যম যদি এভাবে “অশ্বত্থামা হত, ইতি গজ” বলে ‘হাফ খবর’ দিয়ে যুধিষ্ঠিরের বাজার বসায়, তবে শাস্তিস্বরূপ তাদের নরক দর্শন অবশ্যম্ভাবী!

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র
a) https://www.anandabazar.com/west-bengal/howrah-hooghly/cpim-bjp-jointly-agitating-against-alleged-housing-scam-in-hooghly-by-tmc-govt-dgtld/cid/1393874
b) https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-12-24/202212232258294.jpg&category=0&date=2022-12-24&button=
c) https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-12-24/202212232217227.jpg&category=0&date=2022-12-24&button=