যত দোষ সব ছাগলের / G.O.A.T

সত্যি, সত্যি, তিন সত্যি, ছাগলে সত্যিই এখন মুড়িয়ে খেতে শুরু করেছে। ঘটনা উত্তর দিনাজপুরের। ইসলামপুরে প্রায় কয়েক লক্ষ টাকার গাছ খেয়ে ফেলেছে ছাগলে। ঠিক এমনটাই দাবি ইসলামপুর ব্লকের গাইসাল-১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের।

আগে শোনা যেত লক্ষ লক্ষ টাকার গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর, এখন নতুন সংযোজন ছাগল। ১০০ দিনের কাজে আওতায় গাইসাল-১ গ্রাম পঞ্চায়েতের অধীনে রাস্তার দুই ধারে গাছ লাগানোর কথা ছিল। তার মধ্যে একটি রাস্তা ভাঙাপুল থেকে কালীথান পর্যন্ত এবং অন্যটি ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত। কথামত সেখানে গাছ লাগানো হয়েছে বলেও দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের। কিন্তু গাছের দেখা নাই রে, গাছের দেখা নাই। তবে ফলকে লেখা রয়েছে, এই দুই রাস্তায় গাছ লাগানোর জন্য ২০২১-২২ আর্থিক বর্ষে মত ৩ লক্ষ ১৩ হাজার ৩০ টাকা করে বরাদ্দ করা হয়েছিল। আজ ফলক থাকলেও গাছ নেই।

ফলক আছে, গাছ নেই

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান নাফিসা আলমিনের স্বামী ডাবলু আহমেদ জানান, “গাছ লাগানো হয়েছিল। কিন্তু সব গাছ ছাগল খেয়ে ফেলেছে।” এত টাকার গাছ কিভাবে ছাগল খেয়ে ফেলতে পারে? কেন পঞ্চায়েতের তরফে নজরদারি রাখা হয়নি? এসব প্রশ্নের অবশ্য সদুত্তর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমের বদান্যতায় একসময় জেনেছিলাম পশ্চিমবঙ্গে নাকি “উন্নয়ন” রাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ১০০ দিনের কাজের সেই “উন্নয়ন” আজ নাকি ছাগলের পেটে।

মাস কয়েক আগে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এক জনসভায় বলেছিলেন, “তৃণমূলের ছোট, বড়, মেজো সব নেতা মন্ত্রীরা মিলে, গত ১০-১১ বছর ধরে পুরো বাংলাকে ছাগলের মত মুড়িয়ে খাচ্ছে।”

বাম নেত্রীর সেই বলা কথাই অবশেষে সত্যি প্রমাণিত হলো। কিন্তু বঙ্গবাসী আশাবাদী, এই খাওয়া শেষ খাওয়া নয়। আপনারা কি বলেন?

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র :
a) https://www.uttarbangasambad.com/trees-of-6-lakh-rupees-were-in-goats-stomach-controversy-starts-in-gaisal/?amp
b) https://banglahunt.com/goats-ate-trees-worth-6-lakhs-panchayats-claimed-sdh/