‘ললিত’ চৌকিদার / Lalit Saga

হরিশ সালভে। দেশের প্রোথিতযশা আইনজীবীদের মধ্যে একজন। তিনি জন্মসূত্রে মারাঠি। তাঁর পিতা এন কে পি সালভে ছিলেন একজন চার্টাড অ্যাকাউন্টেন্ট এবং বিশিষ্ট কংগ্রেসী নেতা। যদিও হরিশ সালভের বিজেপি ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। তিনি বাজপেয়ী সরকারের আমলে দেশের সলিসিটর জেনারেল ছিলেন। এই মুহুর্তে মোদি সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে “এক দেশ এক ভোট” সংক্রান্ত যে আট সদস্যের কমিটি গঠন করেছেন তারও একজন সদস্য তিনি। কাজেই দুঁদে আইনজীবী হিসেবে হরিশ সালভে শুধু বাজপেয়ীর নন, মোদি-শাহ জুটিরও যে বিশেষ আস্থাভাজন, তা আর বলার অপেক্ষা রাখে না।

তা সেই হরিশ সালভে গত রবিবার তৃতীয় বারের জন্য লন্ডনে বিবাহসূত্রে আবদ্ধ হন। আর সেই উপলক্ষে তিনি তাঁর লন্ডনের বাসভবনে যে পার্টি দেন, সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ললিত মোদী। হ্যাঁ, সেই আইপিএল খ্যাত ললিত মোদী যার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে এবং যিনি মিডিয়ার ভাষায় ফেরার। অবশ্য তিনি একা নন, সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও এক বিতর্কিত ব্যক্তি- মাংস ব্যবসায়ী মইন কুরেশি যাঁর বিরুদ্ধে বিপুল আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

আপনি আমি হলাম গিয়ে ‘আম আদমি’। আমাদের কাছে ওপরের খবরটা অনেকটা আদার ব্যাপারির জাহাজের খবর রাখবার মত। কিন্তু তা সত্বেও রাইজ অফ ভয়েসেসকে এই নিয়ে প্রতিবেদন লিখতে হলো, কারণ আমাদের জানা প্রয়োজন কাদের বদান্যতায় ললিত মোদি-মইন কুরেশির মত আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত লোকজন সমাজে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। আইনজীবী সালভে অবশ্য ইতিমধ্যেই সাফাই দিয়েছেন যে ললিত মোদী এবং মইন কুরেশির বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো আদালতে এখনও প্রমাণ হয়নি এবং দুজনের কেউই আইনত খাতায় কলমে “ফেরার” নন। মানে এনারা মোদী-শাহের নাকের ডগাতেই আছেন এবং বহাল তবিয়তেই আছেন। এ সব “চৌকিদার” সেজে ‘না খাউঙ্গা না খানে দুংঙ্গা’ চিৎকার নেহাতই লোকদেখানো মন ভোলানো ‘গিমিক’ ছাড়া আর কিছুই নয়!

কাজেই আপনারা যাঁরা ভাবছেন গরু-কয়লা পাচার কান্ডে বা সরকারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত আসল মাথাদের মোদি শাহের সিবিআই/ইডি গ্রেপ্তার করবে, তাঁদের সে আশা পূরণ নাও হতে পারে।

আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রশ্ন, চৌকিদার সেজে বয়ানবাজি তো হলো, কিন্তু দিনরাত জেগে অতন্দ্র প্রহরীর মত পাহারা দিতে পারলেন কই? জনগণের আস্থা ও বিশ্বাসকে পদদলিত করে এমন ‘ললিত’ চৌকিদারগিরির মানে কি?

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্রঃ-
a) https://www.hindustantimes.com/india-news/lalit-modi-s-presence-at-harish-salve-wedding-sparks-chorus-of-jeers-from-opposition-leaders-101693826314868.html
b) https://www.telegraphindia.com/india/harish-salve-wedding-lalit-modi-and-moin-qureshis-presence-becomes-talk-of-the-town/cid/1963841
c) https://www.indiatoday.in/india/story/moin-qureshi-meat-export-black-money-income-tax-enforcement-directorate-347003-2016-10-17
d) https://indianexpress.com/article/express-exclusive/pandora-papers-harish-salve-the-marsul-company-limited-british-virgin-islands-7556751/