কয়লা সঙ্কট / Coal Crisis in India

“উই আর নাউ এ পাওয়ার সারপ্লাস কান্ট্রি”, গত বছর অক্টোবরে বলেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদি তেমনটাই হয়, তবে গত ছয় মাসে এমন কি হল, যার জেরে গোটা দেশে বিদ্যুৎ ঘাটতির সম্ভাবনা জোরালো হয়ে গেল!
দেশের বহু শহর থেকে গ্রাম ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন। ব্যাহত হচ্ছে হাসপাতালসহ বিভিন্ন জরুরি পরিষেবা। দেশ জুড়ে বাতিল হয়েছে ৬৫৭ টি ট্রেন। দিল্লির বিদ্যুৎ মন্ত্রীর আশঙ্কা, এখন যা পরিস্থিতি দিল্লি মেট্রো এবং সরকারি হাসপাতালগুলোয় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। সাময়িকভাবে বন্ধ হতে পারে দিল্লী মেট্রো পরিষেবা। দেশের ১৬৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় অর্ধেক কেন্দ্রে কয়লা-সঙ্কট। ৫৬টি তাপবিদ্যুৎ কেন্দ্রে মজুত কয়লার পরিমাণ নেমেছে ১০ শতাংশে। ২৬টি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা মজুত মাত্র ৫ শতাংশ। কিন্তু কেন?

মাত্র ছয় মাস আগে আমাদের দেশের অর্থমন্ত্রী দ্বারা ঘোষিত, “পাওয়ার সারপ্লাস কান্ট্রি” হঠাৎই “পাওয়ারলেস কান্ট্রি” হয়ে গেল কি করে? এর কারণ কি শুধুই গরমের তীব্র দাবদাহে দেশ জুড়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি? নাকি অন্য কোন কারণ, যা দেশের মানুষের সামনে আনা হচ্ছে না।
মহামারীর বছর মানে ২০২০ সালে লকডাউনের মধ্যেও দেশে কয়লার চাহিদা ছিল ৯৩১ মিলিয়ন টন। ২০২১ সালেই সেই চাহিদা পৌঁছে যায় ১০৫০ মিলিয়ন টনে। যা কি না ২০১৯ সাল মানে মহামারীর আগের বছরের কয়লার চাহিদার থেকে বেশি ছিল। তারমানে সরকার দেশের ক্রমবর্ধমান কয়লার চাহিদা সম্পর্কে সম্পুর্ণ অবহিত ছিল।
আমাদের দেশে বাৎসরিক কয়লার উৎপাদন ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ৭৩০ মিলিয়ন টন যা ২০২১-২২ সালে বেড়ে হয়েছে ৭৭৭ মিলিয়ন টন। এখন চাহিদার সাথে মিলিয়ে দেখলে স্পষ্টতই বোঝা যাচ্ছে তা যথেষ্ট নয়।
কাজেই ঘাটতি মেটাতে ভরসা বিদেশ থেকে কয়লা আমদানী করা। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে বড় মাপের পতন। ২০১৯ -২০ অর্থবর্ষে বিদেশ থেকে আমদানীকৃত কয়লার পরিমাণ ছিল ২৪৮.৫৩ মিলিয়ন টন যা ২০২১-২২ অর্থবর্ষে এসে ঠেকেছে মাত্র ১৭৩.৩৩ মিলিয়ন টনে। মানে বিগত দু বছরে ৩০% হ্রাস।

যেখানে দেশে কয়লার চাহিদা ক্রমশ বাড়ছে সেখানে দেশীয় কয়লা উৎপাদন দিয়ে তা মেটানো যাবে না জেনেও কয়লা আমদানীর পরিমাণ কিসের ভিত্তিতে ৩০% কমিয়ে দেওয়া হল? কেন্দ্রীয় সরকারের কি তবে পয়সা নেই? নাকি তাদের পরিকল্পনার অভাব? মুখে বলছি ৫ ট্রিলিয়ন ডলার জিডিপির গপ্পো, অথচ দেশকে পর্যাপ্ত কয়লার যোগান দিতে ব্যর্থ হচ্ছি, যা কিনা অর্থনৈতিক বৃদ্ধির খুবই প্রাথমিক একটি শর্ত। ৫ ট্রিলিয়ন ডলারের ঢক্কা নিনাদটাও কি তবে জুমলা ছিল?
তথ্যসূত্র
a) https://timesofindia.indiatimes.com/business/india-business/indias-coal-demand-to-top-1-billion-tonne-in-2022-push-net-zero-goals-further-away/articleshow/88346693.cms
b) https://timesofindia.indiatimes.com/business/india-business/annual-coal-output-up-8-6-supply-rises-18-4/articleshow/90599084.cms
c) https://coal.gov.in/en/major-statistics/production-and-supplies
Comments are closed.