আমি আইটি কর্মচারী / What Is Appraisal?
জোয়ার এসেছে, জোয়ার। এই মুহুর্তে দেশের আইটি ইন্ডাস্ট্রিতে এক অভূতপূর্ব জোয়ার এসেছে। সামনেই অ্যাপরাইজাল অনেকের, হবে স্যালারি হাইক। অনেকেই আশায় বুক বেঁধে আছেন, এবার সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে তারা পাবেন সন্মানজনক হাইক।
সম্প্রতি এক সমীক্ষায় জানানো হয়েছে, ২০২২-এ আইটি কর্মচারীদের সিটিসি বাড়তে পারে গড়ে ৮.৬%। যদিও সেক্টর ফাইভ ঘুরলে জানা যায়, এখানে স্ট্যান্ডার্ড হাইক মোটামুটি ৬-৭%, কোথাও কোথাও খুব ভালো হলে সেটাই গিয়ে দাঁড়ায় ১২-১৫%-এ।
প্রতিবছর এই স্যালারি হাইকের সময়টাতে অধিকাংশ আইটি কর্মচারীরাই বেশ টেনশনে থাকেন। কিন্তু হাইক হলে তাদের কি স্যালারি সত্যিই বাড়ছে! নাকি কমে যাচ্ছে? আজ সেটাই আলোচনার বিষয়।
রাইজ অফ ভয়েসেস তথ্য ছাড়া খবর পরিবেশন করে না, আজকেও তার অন্যথা হবে না। যাই হোক, আমাদের দেশে আইটি ইন্ডাস্ট্রির মোট রেভিনিউ এই মুহূর্তে প্রায় ২২৭ বিলিয়ন ডলার, যার অধিকাংশই আসে বিদেশ থেকে, যেটা প্রায় গোটা রেভিনিউ’র ৭৮%। দেশের প্রায় ৫০ লক্ষ মানুষ যুক্ত এই ইন্ডাস্ট্রির সাথে, আর দেশের প্রায় ৮% জিডিপি জেনারেট হয় এই সেক্টর থেকে। এবার হিসেবে আসি।
ধরা যাক, আপনি রাজারহাট-নিউটাউন অথবা সেক্টর ফাইভের এক আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, আর প্রতি বছর ৫ই নভেম্বর আপনার কোম্পানির অ্যাপরাইজাল ডেট। আগের বছর, অর্থাৎ, ২০২১-এ, আপনার গ্রস সিটিসি অ্যাপরাইজালের পর বেড়ে দাঁড়িয়েছিল বছরে ৬ লক্ষ টাকা। ধরে নিন আজ আবার স্যালারি বাড়বে সাম্প্রতিক সমীক্ষার প্রজেক্টেড অ্যাভারেজ, ৮.৬% অনুযায়ী। নতুন সিটিসি তাহলে গিয়ে দাঁড়াবে ৬,৫১,৬০০ টাকা। এখানেই আসল কিন্তুটা! প্রশ্ন হল, আপনি কি সত্যিই ৮.৬% স্যালারি ইনক্রিমেন্ট পেলেন!
না, ইনক্রিমেন্ট এক্কেবারেই আপনি পাননি, আবার এটাও হতে পারে আপনার ইনক্রিমেন্টই হয়নি, উল্টে কমে গেছে আপনার স্যালারি। তাহলে ফাইনাল হিসেবটা করে ফেলা যাক।
২০২১-এর ৫ই নভেম্বর এই দেশে ডলারের নিরিখে টাকার দাম ছিল, ৭৪.১৯ টাকা। আজ এক বছর পর সেটাই গিয়ে দাঁড়িয়েছে ৮১.৯৮ টাকায়। সেটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন। কেন, তা নিয়ে বিস্তারিত আলোচনায় আর গেলাম না।
“টাকার দাম পড়ছে না, ডলার শক্তিশালী হচ্ছে”
~ নির্মলা সীতারামন, অর্থমন্ত্রী, ভারতবর্ষ
আগেই বলেছি, আপনার গ্রস সিটিসি ২০২১-এ ছিল ৬ লক্ষ টাকা অথবা ৮,০৮৭.৩৪ ডলার। এখানে এটা মাথায় রাখতে হবে, অধিকাংশ কোম্পানি আপনার মাইনেটা ডলারেই পাঠায় এদেশে, আর আপনি সেটা পান টাকায়। এবার যদি ডলার ভ্যালুর ওপর আমরা ৮.৬% স্ট্যান্ডার্ড ইনক্রিমেন্ট লাগু করি, তাহলে আপনার অ্যানুয়াল গ্রস সিটিসি হওয়া উচিৎ, ৮,৭৮২.৮৫ ডলার। আর একে টাকায় কনভার্ট করলে যেই অ্যামাউন্ট দাঁড়ায়, সেটা হল ৭,২০.০১৮.০৪ টাকা। আর আপনি পাচ্ছেন ৬,৫১,৬০০ টাকা। আর এই বছর যা পেলেন তাকে ডলারে কনভার্ট করলে দাঁড়ায় ৭,৯৪৮.২৮ ইউএস ডলার।
অর্থাৎ, এই দেশে আইটি-তে চাকরি করে আপনি ভাবলেন আপনার সিটিসি ৮.৬% বেড়েছে, কিন্তু আপনার আমেরিকান কোম্পানি, এক বছরে আপনার বার্ষিক স্যালারি কমিয়ে দিয়েছে ১৩৯.০৬ ইউএস ডলার।
তাই, বেতন হ্রাস যে কিভাবে বেতন বৃদ্ধি হিসেবে দেখানো হবে, তা কিন্তু ‘ধরতে পারবেন না’।
বছর | বেতন (টাকা) | বেতন (ডলার) |
---|---|---|
২০২১ | ৬,০০,০০০ | ৮,০৮৭.৩৪ |
২০২২ (৮.৬% ইনক্রিমেন্ট) | ৬,৫১,৬০০ | ৭,৯৪৮.২৮ |
বৃদ্ধি / হ্রাস | +৫১,৬০০ | -১৩৯.০৬ |
তবে আইটি-তে কর্মরত যারা আমাদের এই আর্টিকেল পড়ছেন, তারা তাদের ম্যানেজমেন্টের কাছে এর ব্যাখ্যা চাইতে পারবেন কিনা, সেটা আমরা জানি না। তবে তাদের অনেকেই যে স্যালারি হাইক পেয়ে মহানন্দে রসগোল্লা নিয়ে বাড়ি ফিরবেন, সেটা আন্দাজ করা যায়। এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং প্রিভিলেজড, তাই আমরা আর বেশি লিখলাম না। আপনারা এটা ভালই বুঝবেন।
ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস
Comments are closed.