“একা”ডেমী / Ting Tong, Not Alone

এই মুহুর্তে রাজ্য জুড়ে কবিতা লেখার হিস্টিরিয়া চলছে। সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখতে পাচ্ছি সেখানে “স্যাটাস্যাট” কবিতা নামছে। আশাকরি বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং তাদের প্রথিতযশা সাহিত্যিকদল নতুন নতুন কবি প্রতিভার খোঁজে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা আশা রাখি আগামী দিনগুলিতে আরও বেশ কিছু নতুন কবি প্রতিভা, তাদের এমন নিরলস সাহিত্যচর্চার স্বীকৃতি পাবেন। শুধু আমাদের এটা মনে রাখতে হবে, অন্নদাশঙ্কর রায় খালি “পিং পং /কালিমপং” ছড়া লিখে কবি বা সাহিত্যিক হিসেবে যশ খ্যাতি অর্জন করেননি। কিছু স্বনামধন্য লোকজন অবশ্য সেটারও প্রয়োজন আছে বলে আদৌ মনে করেন না। তাঁদের মতে রবি ঠাকুর বেঁচে থাকলে নাকি এমন কবিতার কদর করতেন এবং নিজের হাতে এমন প্রতিভাধর কবিদের পুরস্কার বিলোতেন! কাজেই একাডেমিকে “একা” ভাববার কারণ নেই।

অবশ্য “একা” যে নয় তা আমরা আগেই জানতাম। যে রাজ্যের দাপুটে নেতা নিজের স্বল্প প্রথাগত শিক্ষার সমর্থনে রামকৃষ্ণ অশিক্ষিত ছিলেন এবং রবীন্দ্রনাথও বেশি দূর লেখাপড়া করেননি বলবার পর, আমাদের থেকেই “সোজাসাপ্টা”, “ডাকাবুকো” ইত্যাদি তকমা পান এবং জনসভা কাঁপান, সে রাজ্যের একাডেমি কর্তৃপক্ষ গীতাঞ্জলী ও গীতবিতানের সাবঅলটার্ন ভার্সন খুঁজতে কথাঞ্জলী, কবিতাবিতান ইত্যাদি হাতে তুলে নেবেন এতে আশ্চর্যের কিছু নেই।

রাইজ অফ ভয়েসেস আগেই বলেছিল আমরা যেমন, বাস্তবে আমরা তেমন মানুষদেরই নেতা হিসেবে পাই। আর এক্ষেত্রেও তাই ঘটছে! আমরা যেমন, আমাদের একাডেমিও ঠিক তেমন কবিদের নিরলস সাহিত্যচর্চার সন্ধানে থাকেন। আমরা ও একাডেমি এক এবং অভিন্ন! আমাদের মানসিকতার প্রতিচ্ছবিই দেখা যাচ্ছে একাডেমির কাজকর্মে।

আমরা ভোট এলে রাজনীতি-সমাজনীতির গূড়তত্ত্ব কথাকে “বেশি কপচাবেন না” বলে দূরে সরিয়ে দিয়ে, যাদেরকে মাথায় তুলে নাচি-গাই, দেশ পরিচালনায় নীতি বা পলিসির প্রয়োজনীয়তার কথা ভুলে, যে সমস্ত নেতাদের বাগড়ম্বরে মজে তালি বাজাই, একাডেমি তাদের কারোর মধ্যে স্থূল সাহিত্যবোধের সন্ধান পেয়ে পুরস্কৃত করে ফেললে এভাবে রইরই করে সমালোচনা করা আদৌ কি মানানসই হচ্ছে! এনাদের সামনে ক্ষমতার অলিন্দের দরজা খুলে দিয়ে আমরা তো অনেক আগেই এনাদেরকে পুরস্কৃত করে ফেলেছি!

কাজেই একাডেমিকে একা এভিল বানিয়ে লাভ নেই। আমরাই বা কম যাই কিসে?

যে জিহ্বা সময়ে প্রতিবাদ করতে ভুলে যায়, সে পদলেহনের স্বাদ পাবেই। তা সে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যেভাবেই হোক।

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস