তিন ইয়ারি কথা / Three Friends

১৯ জন নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী, সমবায় মন্ত্রী এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এর পরে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এদের সম্পত্তি বৃদ্ধির পরিমান সংক্রান্ত নানান তথ্য নিয়ে একটা সাংবাদিক সম্মেলনও করেন।

সুজন চক্রবর্তীর প্রেস কনফারেন্স

কিন্তু এসবের পরেও আমাদের কাছে ঠিক পরিষ্কার হয়নি, রাজ্যের তিন মন্ত্রীর সম্পত্তি ঠিক কতখানি বেড়েছে, তাই আমরা ডিপ ডাইভ দিলাম এই তিন নেতার অতীত নির্বাচনী হলফনামায়। যা পেলাম তাই তুলে ধরলাম আপনাদের সামনে।

জ্যোতিপ্রিয় মল্লিক
পশ্চিমবঙ্গের বর্তমান বনমন্ত্রী

নির্বাচনের বছরসম্পত্তির পরিমান (টাকা)
২০০৬ (ক) ৫,০৩,৮৪১
২০১১ (খ) ৮০,২৬,৪৪৪
২০১৬ (গ) ১,৫১,০৩,০৮৭
২০২১ (ঘ) ৬,২৮,৭০,৭০৮
তথ্যসূত্র : myneta.info

অরূপ রায়
পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রী

নির্বাচনের বছরসম্পত্তির পরিমান (টাকা)
২০০৬ (ঙ) ১৩,৯৬,৮৯০
২০১১ (চ) ১,১৭,১৮,৬৮৬
২০১৬ (ছ) ২,৭৩,০৩,৪৮২
২০২১ (জ) ৩,০২,৮৫,৯২৭
তথ্যসূত্র : myneta.info

ফিরহাদ হাকিম
পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী

নির্বাচনের বছরসম্পত্তির পরিমান (টাকা)
২০০৯ – উপনির্বাচন (ঝ) তথ্য পাওয়া যায়নি
২০১১ (ঞ) ৩,৭৭,৮০,০৮৮
২০১৬ (ট) ৬,০৫,১৬,২৬১
২০২১ (ঠ) ১৩,৩৪,২৪,২৫৬
তথ্যসূত্র : myneta.info

সম্প্রতি আদালতে তৃণমূল বিধায়কদের সম্পদ বৃদ্ধির যে মামলা হয়েছে, তা কেবল ২০১১ থেকে ২০১৬-এর প্রেক্ষিতে। কিন্তু ইতিহাস ঘেঁটে আমরা যা পেলাম, তা অত্যন্ত চমকপ্রদ। ২০০৬ থেকে ২০১১, এই সময়কালেই এই তিন বিধায়কের সম্পদের পরিমাণের বাড়-বৃদ্ধি শুরু। তখন তারা শাসক দলের অংশও ছিলেন না, ছিলেন বিরোধী দলে। তাহলে এদের এত সম্পদ বাড়লো কি করে? এত টাকা এলো কি ভাবে? তারা কি উপার্জন করছিলেন, নাকি কেউ কেউ ফান্ডিং করেছিল?

সিপিআইএম নেতা গৌতম দেবের তোলা কুপন কেলেঙ্কারির কথা কি তবে কি সত্যি? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে “তোলাবাজি”র অভিযোগ তুলেছিলেন, তা কি সত্যি ছিল? মনে রাখবেন সেই সময় থেকেই চিটফাণ্ডের সাথে তৃণমূলের যোগাযোগের সূত্রপাত। কাজেই প্রশ্নগুলো কিন্তু উঠছে! আর ২০১১-র পর সেই সম্পদ বৃদ্ধিই যে লাগামছাড়া আকার নিয়েছে, তা ওপরের তথ্য থেকেই পরিষ্কার।

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র
ক) https://myneta.info/wb2006/candidate.php?candidate_id=399
খ) https://myneta.info/westbengal2011/candidate.php?candidate_id=647
গ) https://myneta.info/westbengal2016/candidate.php?candidate_id=1198
ঘ) https://myneta.info/WestBengal2021/candidate.php?candidate_id=1464
ঙ) https://myneta.info/wb2006/candidate.php?candidate_id=210
চ) https://myneta.info/westbengal2011/candidate.php?candidate_id=852
ছ) https://myneta.info/westbengal2016/candidate.php?candidate_id=1329
জ) https://myneta.info/WestBengal2021/candidate.php?candidate_id=511
ঝ) https://myneta.info/wb2006/candidate.php?candidate_id=622
ঞ) https://myneta.info/westbengal2011/candidate.php?candidate_id=788
ট) https://myneta.info/westbengal2016/candidate.php?candidate_id=1547
ঠ) https://myneta.info/WestBengal2021/candidate.php?candidate_id=1809
ড) https://youtu.be/4zZFI9E_rxc
ঢ) https://eisamay.com/west-bengal-news/kolkata-news/buddhadev-attacks-trinamool-leaders/articleshow/18434168.cms