কমেন্ট অফ / Comments Closed
যখন বাংলার সর্বাধিক প্রচারিত সংবাদমাধ্যমকে কমেন্ট অফ করতে বাধ্য হতে হয়, তখন ভালই আঁচ করা যায়, সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
আজ সকালে বঙ্গভূষন এবং বঙ্গবিভূষন সন্মান নিয়ে আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট আসে, আর সেই পোষ্ট আসার পরেই মুড়ি-মুড়কির মত পড়তে থাকে “হা হা” রিয়্যাক্ট।
আজ দুপুর দেড়টা পর্যন্ত, প্রায় ২,৩০০ রিয়্যাক্টশন পড়েছে, যার মধ্যে:
হা হা : ১,২০০+
লাইক : ৯৭৯
লাভ : ৫৩
অ্যাঙ্গরি : ৭
ওয়াও : ৫
কেয়ার : ৩
রইল সেই ফেসবুক পোস্টের লিঙ্ক, আমাদের প্রতিবেদনে বিশ্বাস না হলে, নিজেই গিয়ে দেখে নিতে পারেন:
https://facebook.com/story.php?story_fbid=443040774529957&id=100064721134943
কিন্তু আমাদের সাদা মনে, একটাই প্রশ্ন, এত “হা হা” রিয়্যাক্ট পড়ার কারণ কি? যারা বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ নিচ্ছেন বা পাচ্ছেন তারা কি হাস্যস্পদ! নাকি যারা দিচ্ছেন তারা! আমরা জানতে চাই। কমেন্ট বক্সে লিখে জানান আমাদেরকে।
ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস
Comments are closed.