সাম্যবাদ বনাম সাম্রাজ্যবাদ / Communism vs. Imperialism

বেশ কিছু দিন ধরে সোশাল মিডিয়ায় কিছু মানুষ প্রশ্ন করছেন, সাম্যবাদ বা কম্যুনিজম কি? সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম কি? তার উত্তরও কেউ কেউ দিচ্ছেন। আমরা তবে বাদ যাই কেন! আমরাও ছোট করে চেষ্টা করি উত্তর দেওয়ার যে, এই দুটি “বাদ” ঠিক কি?

পৃথিবীর সব মানুষের নিজের অধিকার পাওয়া উচিৎ, যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে আপনি সাম্যবাদী। আর যদি আপনি ফেলো কড়ি, মাখো তেল পদ্ধতিতে বিশ্বাসী অথবা “যোগ্যতম সর্ব অধিকারের অধিকারী” তত্ত্বে বিশ্বাস করেন, তবে আপনি সাম্রাজ্যবাদী।

আপনি যদি প্রতিযোগিতার থেকে সহযোগিতাকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আপনি সাম্যবাদী। আর আপনি যদি সহযোগিতার চেয়ে প্রতিযোগিতাকে গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আপনি সাম্রাজ্যবাদী।

আপনি যদি শাসকের/নির্দিষ্ট একজন শক্তিশালী মানুষের অনুগ্রহ, আনুগত্যের চেয়ে সমাজের তথা মানুষের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দেন, তাহলে আপনি সাম্যবাদী। আর উল্টোটা হলে, আপনি সাম্রাজ্যবাদী।

আপনি যদি ক্ষমতার কেন্দ্রীকরণ অপেক্ষা ক্ষমতার বিকেন্দ্রীকরণে আগ্রহী হন, তাহলে আপনি সাম্যবাদী। আর ক্ষমতার কেন্দ্রীকরণে আগ্রহী হলে, আপনি সাম্রাজ্যবাদী মানসিকতার অধিকারী।

আশাকরি এই ছোট্ট লেখা, আপনাকে আপনার রাজনৈতিক অবস্থান সম্বন্ধে অবহিত করবে।