আমরা ৯৯% ওরা মাত্র ১% / We the People
সাম্প্রতিক WID.world প্রকাশিত বিশ্ব অসাম্য রিপোর্ট ২০২২ জানালো যে ভারত এখন এক চরম অসাম্যের দেশ। এখানে এই মুহুর্তে ধনী-দরিদ্রের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। নীচের তথ্য তিনটিতে একটু চোখ বোলালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
ক) দেশের উপরের সারির ১% মানুষের হাতে দেশের ২০% সম্পদ তালুবন্দী। অথচ দেশের নীচের সারির ৫০% মানুষের হাতে রয়েছে দেশের মোট আয়ের মাত্র ১৩%।
খ) ক্রয়ক্ষমতা অনুযায়ী ভারতের মাথা পিছু বার্ষিক গড় আয় যেখানে ২ লক্ষ ৪ হাজার ২০০ টাকা সেখানে উপরের সারির ১০% মানুষের বার্ষিক গড় আয় ১১ লক্ষ ৬৬ হাজার ৫২০ টাকা আর নীচের সারির ৫০% মানুষের গড় আয় মাত্র ৫৩ হাজার ৬১০ টাকা।
গ) পারিবারিক সম্পত্তির খতিয়ান অনুযায়ী ভারতের পরিবার পিছু গড় সম্পত্তির পরিমাণ ৯ লক্ষ ৮৩ হাজার ১০ টাকা। কিন্তু নীচুতলার ৫০% পরিবারের গড় সম্পত্তি মাত্র ৬৬ হাজার ২৮০ টাকা সেখানে ধনীতম ১০% পরিবারের এক একটির গড় সম্পত্তি ৬৩ লক্ষ ৫৪ হাজার টাকা আর ধনীতম ১% পরিবারের গড় সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৪ লক্ষ টাকা। আমাদের মত চাকুরীজীবী সাধারণ মধ্যবিত্ত পরিবার গুলির সম্পত্তি সেই নিরিখে নগণ্য মাত্র ৭ লক্ষ ২৪ হাজার টাকা।
এতটা পড়বার পর স্বভাবতই আমরা যারা ঐ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বৃত্তের মধ্যে জীবন কাটাই তাদের জানতে ইচ্ছে করে কারা এই ওপরতলার ১% বা ১০%। এরা কি শুধুই ব্যবসায়ী শিল্পপতির দল অথবা বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা যারা তাদের মেধা ও অধ্যবসায় দিয়ে প্রতিযোগিতা মূলক বাণিজ্যিক ও পেশাদারী সাফল্য অর্জন করায় ন্যায্য পারিশ্রমিক পেয়েছেন নাকি এর বাইরেও কেউ আছেন।
আমরা সম্প্রতি কলকাতা পুরসভার নির্বাচন উপলক্ষে আমাদের শহরের সেই বিরল ১% এর খবর পেলাম যারা “মানুষের জন্য কাজ” করে বা নানা ধরণের “সোশ্যাল ওয়ার্ক” করে গত পাঁচ-ছয় বছরে এই বিপুল অর্থ উপার্জন করেছেন। ঘটনাচক্রে এরা প্রত্যেকেই বর্তমান শাসক দলের টিকিটে এবার পুরসভা ভোটে প্রার্থী হয়েছেন এবং নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে নিজেদের এই আয় ও সম্পত্তির পরিমাণ নিজেরাই জানিয়েছেন।
স্বয়ং মুখ্যমন্ত্রীর পরিবারের ভ্রাতৃবধূ দম্পতির সম্পত্তির পরিমাণ প্রায় ৫ কোটি টাকার মত। আমাদের মেয়ররের মোট সম্পত্তির পরিমাণ সাত-আট মাস আগে গত বিধানসভা ভোটের সময় ছিল ১৩ কোটি টাকার কাছাকাছি। এখন পুরসভা ভোটে দাঁড়াবার সময় উনি যে হলফনামা দিয়েছেন তাতে তাঁর সম্পত্তির পরিমাণ দেখা যাচ্ছে বেড়েছে ৮৮ লক্ষ টাকা। মানে বছরে উনি এই মুহুর্তে কোটি টাকার বেশি রোজগার করেন যা আমার আপনার মত সাধারণ মধ্যবিত্তের আয় করতে ১৫ বছর লাগবে। এমন অজস্র উদাহরণ রয়েছে এবারে শাসক দলের প্রার্থী তালিকায়। যাকে বলে আঙ্গুল ফুলে কলাগাছ!কোটিপতিদের ছড়াছড়ি! ডিটেলে জানতে নীচের তথ্যসূত্রে ক্লিক করলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নাম ও সম্পত্তির খতিয়ান পেয়ে যাবেন। তাই বিশদে নাম ধরে ধরে আলোচনা করলাম না।
এখন যারা ভাবছেন কলকাতার পুরনির্বাচনে কোটিপতি রাজনীতিবিদদের এই বাড় বাড়ন্ত নিছকই কাকতালীয় এবং একটি বিচ্ছিন্ন ঘটনা তাদের জানাই আদৌ তা নয়।
বাংলার বিধানসভায়ও এখন কোটিপতিদের ভিড়। কি তৃণমূল কি বিজেপি! এঁদের মাথাপিছু গড় সম্পত্তির পরিমাণ এখন ২.৫০ কোটি টাকার ওপরে। এর অর্থ বাংলার কোটিপতিরা মানে যারা আর্থিক মাপ কাঠিতে মোট জনসংখ্যার ১%-২% এর প্রতিনিধি, তারা এখন বিধানসভার মধ্যে মেলা করে বসে আছেন। ২৯২ জন নির্বাচিত বিধায়কদের মধ্যে ১৫৮ জন নাকি কোটিপতি। এর মধ্যে ৩৭ জন বিধায়কের সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকার বেশি। তৃনমূলের বিজয়ী প্রার্থীদের মধ্যে ৬২% বিধায়ক কোটিপতি। আর বিজেপির ক্ষেত্রে সেই সংখ্যাটা ৩৩ শতাংশ। তৃণমূলের ২১৩জন বিজয়ী প্রার্থীর একেকজনের গড় সম্পদের পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। বিজেপি’র বিধায়করা নতুন এসেও খুব পিছিয়ে নেই, ৭৭ জন বিজেপি বিধায়কের একেকজনের গড় সম্পত্তির পরিমাণ ১.১৩ কোটি টাকার।
কাজেই বাংলার সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ভিড়কে যে ১%-২% কোটিপতি ক্ষমতার অলিন্দে বসে ভাতার ভাত খাওয়াচ্ছেন, বলছেন চা-চপ ভাজো, কাশবালিশে, গাছের পাতার ব্যবসা করো, দুয়ারে হাসের পালক থেকে শার্টল কক বানাও আর বোঝাচ্ছে কোন কাজই ছোট নয় অথচ নিজেরা নিজেদের পারিবারিক আয় ও সম্পত্তি চক্রবৃদ্ধি হারে বাড়াচ্ছেন তাদের এই “রবরবা” জনস্বার্থে শেষ হওয়া জরুরি। আর এটা শেষ করতে আমরাই পারি। যদি আমরা এই ১% কোটিপতিদের ভাড়া করা তাঁবেদার সংবাদ মাধ্যমের মগজ ধোলাই থেকে বেরিয়ে এসে সত্যিটা জানবার চেষ্টা করি এবং নিজেরা ভেবে চিনতে কোন তথাকথিত নির্বাচন সমীক্ষার দ্বারা প্রভাবিত না হয়ে ভোট দিই। আর এটা আমাদের শুরু করতে হবে এই আসন্ন কলকাতা পুরনির্বাচন থেকেই।
মনে রাখবেন আমরাই সংখ্যাগরিষ্ঠ। প্রায় ৯৯%। কাজেই এককাট্টা হোন এবং নতুন শহর গড়ুন।
ধন্যবাদন্তে
রাইস অফ ভয়েসেস
তথ্যসূত্রঃ
a) https://adrindia.org/content/west-bengal-assembly-election-2021-analysis-criminal-background-financial-education-gender
b) https://epaper.anandabazar.com/imageview_60126_31411705_4_71_08-12-2021_0_i_1_sf.html
c) https://epaper.anandabazar.com/imageview_60139_33355658_4_71_08-12-2021_7_i_1_sf.html
d) https://www.deccanherald.com/national/east-and-northeast/mamata-banerjees-sister-in-law-has-property-worth-crores-1059039.html
e) https://www.etvbharat.com/bengali/west-bengal/state/kolkata/case-filed-in-calcutta-high-court-to-know-the-source-of-income-of-kajari-banerjee/wb20211216164221638
f) http://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2021-12-14/202112141707105.jpg&category=0&date=2021-12-14&button=
g) http://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2021-12-14/202112132357585.jpg&category=0&date=2021-12-14&button=
h) http://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2021-12-10/202112092350173.jpg&category=0&date=2021-12-10&button=
Comments are closed.