বাংলা কি নিজের সব মেয়েদের চায়? / Tufanganj Rape

রাজ্য কলেজ খুলেছে সপ্তাহ দুই হল। মেয়েটি কলেজে গিয়েছিল পড়তে। কোচবিহারের তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে ক্লাসের শেষে “বাংলার মেয়ে”টি কলেজের গ্রন্থাগারে অপেক্ষা করছিল তার বন্ধুদের জন্যে। তারপর, এক ঘর বইয়ের মাঝে নির্যাতিত হতে হল সেই মেয়েটিকে, তারই কলেজের প্রাক্তনীর হাতে। ঘটনাটি গত ৩০শে নভেম্বরের।

দিল্লীতে বা উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনায় “বাংলার নিজের মেয়ে” এক ঝাঁক সাংসদ-বিধায়ককে পাঠান নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে। আর যখন তার নিজের রাজ্যে কামদুনী, পার্ক স্ট্রিট, লাভপুর বা তুফানগঞ্জের মত ঘটনা ঘটে, তখন তিনি কেন একবারের জন্যে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারেন না, “নির্যাতিতার মেডিকেল সার্টিফিকেটে অভিভাবকের নাম কেটে আমার নাম বসিয়ে দিন, এই মেয়ে আমার মেয়ে, এই বাংলার মেয়ে।”

এমন মেয়েকেই তো আশা করেছিলেন বাংলার বিপুল মানুষ, কিন্তু…

এরকম দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে লিখতে আঙ্গুল সরছে না। আমরা লজ্জিত, মর্মাহত। তাই আজ লেখা সংক্ষিপ্ত।

শেষে একটা কথাই বলা, বাংলার মানুষ তাদের সব মেয়েদেরই চায় নিরাপদে রাখতে, কোনো “নির্দিষ্ট একজনকে” নয়।