রাজ্যপালের ‘হাতেখড়ি’ / To C.V. Anand Bose

সিভি আনন্দ বোস। এই মুহুর্তে পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

প্রথমদিকে শোনা গিয়েছিল, রাজ্যপাল মহাশয়ের পিতা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বোসের ভক্তও। আর তাই তিনি তার সব সন্তানদের নামের পদবীতে ‘বোস’ জুড়ে দেন। তাই আমাদের রাজ্যপাল দক্ষিণী হলেও ‘বোস’। আর সেই সূত্রেই বঙ্গ মিডিয়া এমন ঢক্কানিনাদ পিটিয়েছিল যে আমাদের মতই অনেক বাঙালী ধন্দে পড়ে গিয়েছিল …. এ যেন স্বয়ং নেতাজী সুভাষই ফিরলেন!

কিন্তু সময়ের ‘কষ্টি পাথরে’ বেশি ঘষাঘষি করতে হয়নি। ৬ মাস যেতে না যেতেই নামের ওপর থেকে ‘সুভাষ’ উঠে গিয়ে ‘আনন্দ’ প্রকট হয়ে বেরিয়ে পড়েছে। অন্তত আড়ালে আবডালে সেরকমই কটাক্ষ-কটু কাটব্য শুরু হয়ে গেছে তাঁকে নিয়ে। আর তাঁর মূলে রয়েছে রাজ্যপাল মহাশয়ের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর।

রাজভবনের ‘পিস’রুম যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চলা হিংসা থামিয়ে ‘পিস’ আনতে পারবে না, সেটা না বোঝবার মত বাচ্চাছেলে উনি নন। তবুও খুলেছিলেন! খুব সম্ভবত ফুটেজ খাবেন বলেই! তা যাইহোক একের পর এক রাজনৈতিক হিংসায় যখন ভোটের দিন আসার আগেই নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন তিনি ঠিক করলেন, রাজ্য সফরে বেরোবেন, যাবেন নিহত রাজনৈতিক কর্মীদের বাড়িতে, দেখা করবেন তাঁদের আত্মীয় পরিজনদের সাথে। আর সেই সূত্রেই তাঁর উত্তরবঙ্গ সফর।

রাজভবনের অধিবাসী রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধান। কাজেই তিনি রাজনৈতিক রং দেখবেন না সেটাই কাম্য ছিল। কিন্তু তিনি সে প্রত্যাশা পূরণ করতে পারলেন কই! আমার আপনার করের টাকায় তিনি উত্তরবঙ্গ গিয়েছিলেন মূলতঃ কোচবিহারে নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করতে। তাই নিয়ে তৃণমূল হইচই করায় গীতলদহে গেলেন নিহত তৃণমূল কর্মীর বাড়িও। এমনকি দেখা করলেন রাজনৈতিক সংঘর্ষে আহত তৃণমূলের কর্মী সমর্থকদের সাথেও। অথচ পাশেই উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন জমা করতে গিয়ে দিনের আলোয় শাসক দুষ্কৃতিদের গুলিতে নিহত সিপিআই(এম) কর্মীর বাড়িতে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করলেন না। দেখা করলেন না আহত বাম কর্মী সমর্থকদের সাথেও। ফেরবার সময় প্লেনের টিকিট বাতিল করে মুর্শিদাবাদের ওপর দিয়ে সড়ক পথে ফিরলেও যাওয়ার প্রয়োজন মনে করলেন না এই মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতেও।

আর তাই নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক জল্পনা। লোকে রসিকতা করে বলছে নামেই যখন ‘আনন্দ’ আছে, তখন এগিয়ে থাকা ও এগিয়ে রাখা ‘আনন্দ’বাবুদের দেখানো পথেই যে তিনি হাঁটবেন এটাই স্বাভাবিক! বঙ্গ মিডিয়াতে যেমন সিপিআই(এম) তথা বামেদের যাবতীয় কর্মসূচী ব্রাত্য থাকে, সেই দিকেই অঙ্গুলি নির্দেশ করে বেশ কিছু লোকজনের উষ্মা ‘হয়তো দেখুন গিয়ে এই আনন্দ ‘বাবু-বিবি’রাই তৈরি করে দিয়েছে লাটসাহেবের সফরসূচি! এঁরাই তো বুম-ক্যামেরা নিয়ে রাজ্যপালের পেছন পেছন ঘুরতো! কাজেই রাজ্যপালকে এমন কোথাও এনারা যেতে দেবেন কেন যা তাদের পক্ষে সম্প্রচার করা সম্ভব নয়’। কারোর মতে আবার ‘যে সমস্ত কুর্সিতে উপবেশিত মহাজ্ঞানীমহাজনদের অঙ্গুলিহেলনে বঙ্গ মিডিয়ার কুশীলবেরা ওঠ-বোস করে সেই একই ‘মহা’নদের পরামর্শে চলবার প্রতিশ্রুতি দিয়েই তো আমাদের রাজভবনে ‘আনন্দ’ প্রবেশ, কাজেই এটা হওয়ারই ছিল’।

আর এই প্রেক্ষাপটেই রাজ্যপাল মহাশয়কে রাইজ অফ ভয়েসেসের তরফে একটা ছোট্ট পরামর্শ! বাংলা ভাষা না শিখলেও চলবে, কিন্তু রাজভবনে বসে এমন রাজনৈতিক পক্ষপাত আমরা রাইজ অফ ভয়েসেস বরদাস্ত করব না। অ-আ-ক-খ নয়, বরং রাজনৈতিক পক্ষপাত পেছনে ফেলে আপনার ‘রাজধর্ম’ পালনের হাতেখড়িটা এই বেলা হয়ে যাক!

ভালো থাকবেন।

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র

a) https://tv9bangla.com/kolkata/cv-ananda-bose-exclusive-interview-on-tv9-bangla-au50-689139.html
b) https://bangla.hindustantimes.com/elections/bengal-panchayat-poll/governor-cv-anand-bose-cancelled-plane-ticket-returned-to-kolkata-by-train-called-family-of-dead-tmc-worker-in-basanti-31688349310283.html
c) https://kolkata24x7.in/west-bengal/opposition-parties-accuse-governor-cv-ananda-bose-of-favoritism-towards-tmc-bjp-criticize-his-priorities/