আর কটা মৃতদেহ লাগবে! / Farmers’ Suicide in Bengal

হে মান্যবর!
আরও এক মৃতদেহ দুয়ারেতে
নিঃস্পন্দ নিথর!

আমরা যারা বাপের জম্মে কোনদিন গঙ্গাসাগরে ডুব না দিয়েও গঙ্গাসাগর মেলা হবে কি হবে না তাই নিয়ে চিন্তায় ডুবে আছি তাদেরকে জানিয়ে রাখি আরও এক চাষী এই বাংলার বুকে মাইক্রোফিনান্স সংস্থার ঋণের জালে জড়িয়ে পড়ে পরিশোধ করতে না পেরে গলায় দড়ি দিয়েছেন। আর আমরা এই ইস্যুতে এখনও সরব না হলে এবারও অন্যবারের মত সরকার এবং প্রশাসন “পারিবারিক কারণে” আত্মহত্যা বলে হাত ধুয়ে ফেলবে।

মৃত কৃষকের নাম রঘুনাথ ফুলমালি। বাড়ি বীরভূম জেলার নলহাটি থানার কুরুমগ্রামে। রঘুনাথ চাষবাসের জন্য মাইক্রোফিনান্স সংস্থার থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। কিন্তু এবছরে সাইক্লোন জাওয়াদ ও নিম্নচাপের বৃষ্টিতে আমন ধানচাষের ব্যপক ক্ষয় ক্ষতি হয়। সঙ্গে ছিল পোকার উপদ্রব। ফলে তিনি সময়মত ঋণ শোধ করতে পারেন নি। এদিকে ঋণপ্রদানকারী সংস্থার আদায়কারীরা নিয়মিত চাপ দিচ্ছিল ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য। সঙ্গে চলছিল জনসমক্ষে অপমান! পারিবারিক হুমকি। তাই শেষ পর্যন্ত এসব সহ্য করতে না পেরে চরম পথ বেছে নেন রঘুনাথ।

অবশ্য এই মৃত্যু নতুন কিছু নয়। সাম্প্রতিক সাইক্লোন এবং অ-মরশুমি নিম্নচাপের বৃষ্টিতে বাংলাজুড়ে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। বর্ধমান ও হুগলী জেলাতে কৃষক আত্মহত্যার ঘটনা তুলনামূলক ভাবে বেশি। তার কিছু খবর আমরা আপনাদের সামনে তুলেও ধরেছি। আমরা তুলে ধরেছি গ্রাম বাংলা জুড়ে মাইক্রোফিনান্স ব্যবসার রমরমার খবরও এবং সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করেছি এর কারণ অনুসন্ধানের।

কিন্তু মৃত্যু মিছিল আর থামছে না! এদিকে সরকারের টনকও নড়ছে না। মূলস্রোতের সংবাদ মাধ্যমগুলিও মুখ ঘুরিয়ে রয়েছে!

গত দুমাসে প্রায় গন্ডাখানেক চাষীর “ডেডবডি” এলো গেলো, তবুও কেন প্রাইম টাইমে এতগুলো টিভি চ্যানেলের কোন একটা চ্যানেলে ঘন্টা খানেকের একটা স্লটও পাওয়া গেল না এই কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার জন্য! সমবায় ব্যবস্থার ভগ্নস্তূপে কিভাবে ছাতার মত গজিয়ে ওঠা মাইক্রোফিনান্স সংস্থাগুলির দাপাদাপি চলছে তা নিয়ে হল না কোন বিতর্ক! চোখে চোখ রেখে খোঁজার চেষ্টা হল না কোন সমাধানের! হে মহামহিম সংবাদ মাধ্যম, এনিয়ে আপনাদের উত্তর চাইছে গোটা গ্রাম বাংলা।

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র
a) http://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-01-09/202201082315263.jpg&category=0&date=2022-01-09&button=
b) http://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-01-09/202201082318584.jpg&category=0&date=2022-01-09&button=