ইস্কুল-টিস্কুল / Shut Down
রাজ্যে শিক্ষা দুর্নীতির পাকচক্রের সন্ধিকালে ক্রমান্বয়ে আসিয়াছে দুইটি গুরুত্বপূর্ণ সংবাদ। কিন্তু পূর্ব অভ্যাসবশত তাহা ঠিক করিয়া বলিবার সুযোগ পায় নাই রাজ্যের প্রথম সারির সংবাদমাধ্যমগুলি। সেহেতু আমাদিগকেই পার্থ-মানিক-কুন্তল-তাপস-শাহীদ-গোপাল-হৈমন্তীর চাপে স্তূপীকৃত খবরের কবর হইতে তুলিয়া আনিতে হইল সমকালের দুই স্বল্পচর্চিত সংবাদকে।
খবর ১ | ফেব্রুয়ারি ২৬, ২০২৩
২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যকে ২,৭৫০ কোটি টাকা ‘সমগ্র শিক্ষা মিশন’ প্রকল্পে বরাদ্দ করিয়াছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
খবর ২ | ফেব্রুয়ারী ২৭, ২০২৩
বেশ কিছু বিদ্যালয় বন্ধ করিবার সিদ্ধান্ত লইয়াছে রাজ্য সরকার। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৮,২o৭ টি বিদ্যালয় ইতিমধ্যেই চিহ্নিত করা হইয়াছে। যাহার মধ্যে রাজধানী কলকাতায় ৫৩১টি (যাহা শহর কলকাতার প্রায় ৩২%)।
সেক্ষেত্রে যাহা দাড়াইলো, তাহা হইল:
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কর্তৃক ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের শিক্ষাখাতে ২,৭৫০ কোটি টাকা বরাদ্দ হইবার ঠিক পরেই, রাজ্য সরকার ৮,২০৭টি বিদ্যালয় বন্ধ করিবার সিদ্ধান্ত লইল।
এই দুইটি খবরে কেচ্ছা নাই, তাই সরকার কর্তৃক রাজ্যের প্রায় ১৩% বিদ্যালয়ের দরজা চিরতরে বন্ধ হওয়ার জন্যে চিহ্নিত হলেও, প্রথম সারির সংবাদমাধ্যমের এই খবর প্রচারের দায়ও নাই।
পুনশ্চ : সরকারি তথ্য অনুযায়ী, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিদ্যালয়ের সংখ্যা ৬৩,৮১২। বিদ্যালয় মানচিত্রসহ বিশদ বিবরণের জন্যে দেখুন সরকারি ওয়েবসাইট : https://schoolgis.nic.in/wb/
প্রাথমিক বিদ্যালয়: ৪৯,৮৯৩
উচ্চ প্রাথমিক বিদ্যালয়: ৯৮০
মাধ্যমিক বিদ্যালয় : ৪,৫৮২
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ৩,৯৫৪
বন্ধ হওয়ার জন্যে চিহ্নিত : ৮,২০৭
তথ্যসূত্র :
a) https://eisamay.com/west-bengal-news/kolkata-news/centre-pays-west-bengal-samagra-shikhha-mission-2750-crores/amp_articleshow/98244373.cms
b) https://kolkatatv.org/west-bengal/the-government-has-decided-to-close-several-schools-due-to-lack-of-students-kolkatatv-online-kolkata/
Comments are closed.