মাঠ পালাচ্ছে / Proposed Sports City

“বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে,
পাড়ার মোড় ছেড়ে,
তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে।”
ঋতুপর্ণ ঘোষের কথায় আর নচিকেতা চক্রবর্তীর গাওয়া “খেলা” ছবির বিখ্যাত গানের অংশগুলো আজ সত্য। হাওড়ার ঘটনা। “মাঠ পালাচ্ছে” নবান্নের নির্দেশে।
আস্ত ৫৫ একর জমি জুড়ে বিস্তৃত, ডুমুরজলা খেলার মাঠ আধিগ্রহণ করে তৈরি হতে চলেছে “খেল নগরী”। ক্রিকেট, ফুটবল, অ্যাথেলেটিক্স সহ বিভিন্ন বহির্বিভাগীয় ক্রীড়ার সাথে যুক্ত কয়েক হাজার মানুষ প্রতিদিন এই বিশাল মাঠে আসেন। এছাড়াও স্থানীয় মানুষের প্রাতঃভ্রমণ, সান্ধ্যভ্রমন ও শরীরচর্চার সাথী এই মাঠ। এককথায় ডুমুরজলা মাঠকে বলা যায়, “হাওড়ার ফুসফুস”। নাবান্ন প্রস্তাবিত “খেল নগরী” তৈরি হলে স্থানীয় মানুষের এই মাঠে আসা বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে আরও অভিযোগ, এই বিশাল জমির একটি বড় অংশ খেল-নগরীর নামে আবাসন/বাণিজ্যিক কমপ্লেক্স নির্মানে তুলে দেওয়া হচ্ছে।
আর তাই এই প্রস্তাবিত খেল নগরীর বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন এলাকার বাসিন্দারা। তৈরি হয়েছে ডুমুরজলা বাঁচাও জয়েন্ট ফোরাম। তারা সবাই মিলে, গত রবিবার পালন করেছেন মানব বন্ধন কর্মসূচী। এতে অংশ নিয়েছিলেন অতীতের খ্যাতনামা ফুটবলার এবং প্রোথিতযশা ফুটবল প্রশিক্ষক জহর দাস, বিশিষ্ট বামপন্থী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি প্রমুখ ব্যক্তিরা।
আজ তাই হাওড়াবাসীর মনে একটাই প্রশ্ন,
“পালাচ্ছে দিন রাত্রি,
পালাচ্ছে বারো মাস।
কোথায় থামবে?”
শীঘ্রই ফিরে আসছি আরেকটি খবর নিয়ে, যে খবর আপনাদের চোখে পড়েনি।
তথ্যসূত্রঃ-
a) https://calcuttanews.tv/State/howrah-dumurjala-sports-city-convention
b) http://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2021-11-29/202111282230345.jpg&category=0&date=2021-11-29&button=
Comments are closed.