আব-পুলিশ / Conditions of Bengal Police

বাম আমলে একটা কথা বেশ চালু ছিল! দলদাস! মূলতঃ তৎকালীন বিরোধীরা ব্যবহার করতেন পুলিশের উদ্দেশ্যে। তা বেশ কিছু ক্ষেত্রে সত্যিও ছিল! কিছু স্থানীয় নেতাদের একটা প্রভাব ছিল লোকাল থানা-পুলিশের অন্দরে। ফলে অনেক সময় পুলিশকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারতেন না। কিন্তু যারা সেই সময় পুলিশের এই রাজনীতিকরণের প্রতিবাদ জানিয়ে সব থেকে বেশি সরব ছিলেন, তারা আজ শাসন ক্ষমতায়! আর সেই তাদেরই আমলে কলকাতা পুলিশের এক উপ-নগরপাল পদমর্যাদার অফিসারের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে নাকি ত্রিপুরার সদ্য সমাপ্ত পুরভোটের ভোট গণনার দিন অভাবনীয় ট্যুইট হয়েছে। ভাষাটি এরকম – “ক্রমশ ব্যবধান বাড়াচ্ছে বিজেপি, দ্বিতীয় শক্তি হিসাবে টিএমসির উত্থান”। ভাষার মারপ্যাঁচে ভিন রাজ্যের শাসক এবং খাতায় কলমে বিরোধী দুই দলকেই তুষ্ট করে একটা ভারসাম্য রাখবার চেষ্টা হয়েছে। অনেকে ভেবেছিলেন, এটা হয়তো কোন বিচ্ছিন্ন ঘটনা। ভুলবশতঃ হয়ে গেছে বা হয়তো কোন হ্যাকার কলকাতা পুলিশকে বদনাম করবার জন্য এমন কান্ড ঘটিয়েছে!

ঐ একই ঘটনার আশপাশে আরও একটি ঘটনার কথা সামনে এসেছে, যেটা দেখবার পর আগের ঘটনাটি আদৌ কোন বিচ্ছিন্ন ঘটনা কিনা, তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠেছে। ঘটনাটি উত্তরবঙ্গের গ্রামাঞ্চলের। তাই মুলস্রোতের মিডিয়ায় খবরটি সেভাবে দেখায়নি। গত রবিবার ২৮ শে নভেম্বর বিকেলে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রামে রাজ্যের শাসক দলের আঞ্চলিক সম্মেলনে একদম প্রথম সারিতে উর্দি গায়ে বসে রয়েছেন এক কর্তব্যরত পুলিশ অফিসার। এভাবে কোন রাজনৈতিক দলের দলীয় সম্মেলনে পুলিশকর্মীরা অংশগ্রহণ করতে পারেন কিনা, তা আমাদের জানা নেই।

দুটি খবরের লিঙ্কই আপনাদের সামনে রাখা হল। বিচারের দায়িত্ব আপনাদের!

এই দুটি ঘটনা পাশাপাশি রাখলে এবং দেখলে আমাদের অনেকেরই পুলিশ প্রশাসনের ওপর এবং ওনাদের নিরপেক্ষতার ওপর আস্থা কিছুটা হলেও টলতে পারে! পুলিশ প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ রইল, খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

পুলিশ কর্মীদের খাঁকি উর্দিটা মানুষের থেকে অনেক ভালোবাসা ও সম্মান দাবি করে এবং পায়।

আগামীকাল আসছি, আরেকটি খবর নিয়ে, যে খবর আপনাদের চোখে পড়েনি।

তথ্যসূত্রঃ-
a) https://youtu.be/m2nPNJfJpN0
b) http://ganashakti.com/…/police-officers-present-at-the…
c) http://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2021-11-30/2021113000054910.jpg&category=0&date=2021-11-30&button=