আই সেইড গেট আউট / Salem Khan

অনেক প্রথম সারির সংবাদমাধ্যম, যারা বিনা অনুমতিতে দিনের পর দিন আনিসের বাড়িতে ঢুকে পড়েছে, ক্যামেরার আলোয়, মশলা খোঁজার “আনন্দে” বাড়ির ইটের দেওয়ালে ইট গুনতে বসেছে তারা কি গতকাল আনিসের বাড়িতে গেছিলেন?

না যাননি। যোগী-কেজরির আনন্দে চব্বিশ ঘণ্টা ধরে নাচানাচি করতে দেখা গেছে তাদের।

রোজ নতুন নতুন লোক সিট তদন্তের নামে আনিসের বাবার কাছে খাতা পেন নিয়ে গিয়ে বসছেন। একই প্রশ্ন করে উত্যক্ত করছেন দিনের পর দিন, “ঠিক কি ঘটেছিলো সেদিন?”

উদ্দেশ্য, যদি দিনের পর দিন একই প্রশ্নের উত্তরে কোনো একদিন ভিন্ন বয়ান পাওয়া যায়। সেই ভিন্ন বয়ান নিয়ে কোর্টে হাজির হয়ে তদন্ত ধামাচাপা দেওয়া হয়তো সহজ হবে।

না, ঘন্টাবাবুরা দেখেননি আনিসের বাবার বিরক্তি।

কারণ এই অপচেষ্টার সঙ্গী ওনারাও। সবার জন্যে সালেম খান প্রতিবাদ করে বললেন, “গেট আউট, আই সেইড গেট আউট”।

সন্তানহারা পিতার এই উক্তি কি মনে রাখবে বঙ্গবাসী?