এমএ পাশ সবজিওয়ালা / Highly Educated Vegetable Seller

চাকরির আশায় বসে না থেকে কোচবিহারের যামিনী এখন “সবজিওয়ালা”। নাহ্, হাবড়ার “এমএ ইংলিশ চায়েওয়ালি”র মত তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ হয়নি। পরিবেশ বিদ্যায় এমএ পাশ করেও জোটেনি চাকরি। বেশ কয়েকবার সরকারি চাকরির পরীক্ষাও দিয়েছিলেন। কিন্ত, চাকরি পাননি। তাই শিতলকুচি ব্লকের ভাওয়েরথানা বাজারে দীর্ঘ ৫ বছর ধরে সব্জি বিক্রি করছেন বয়স ত্রিশের যামিনী বর্মন।

হয়তো এটাই যামিনীর বিধিলিপিতে লেখা হয়েছে। কারণ এরাজ্যে শিক্ষিত যুবক যুবতীরা চাকরী ও কর্মসংস্থানের দাবিতে ভোটে লড়লে পরাজিত হয়। আর ৬২ জন পরিচিতকে অন্যায় ভাবে সরকারি চাকরি “পাইয়ে” দেওয়া নেতা রাজ্যের প্রধান বিরোধীদলের টিকিটে নির্বাচনে লড়াই করে, রাজ্যের শাসক দলের কোল আলো করে বসে থাকে। আর জনগণ, “চেয়ে চেয়ে দেখে সারাদিন”।

থ্যসূত্র এবং ছবি:
১) https://coochbehartimes.in/…/jamini-of-shitalkuchi-did…/