হেলিকপ্টার শট / Helicopter Shot

আজ আমরা রাইস অফ ভয়েসেস আদার ব্যাপারি হয়েও একটু জাহাজের খোঁজ খবর করবো। তবে এ জাহাজ জলে ভাসে না! আকাশে ওড়ে! মানে উড়োজাহাজ!

আপনারা জানতে চাইবেন সবকিছু ছেড়ে হঠাৎ উড়োজাহাজের খবর কেন!

কারণ আমার আপনার করের টাকায় সেই জাহাজ আকাশে উড়বে! তাই!

অবশ্য গত বিধানসভা ভোটে বিপুল জনাদেশের পর শাসকের যদি একটু আমাদের পয়সায় উড়তে ইচ্ছে করে, তাতে খুব একটা দোষ দেয়া যায় কি! আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইদানিং প্রশাসনিক বৈঠকে গিয়ে কথায় কথায় জন প্রতিনিধিদের দাবি দাওয়াকে চুপ করিয়ে দিতে দিতে শুনিয়ে দেন, সরকারের পয়সা নেই! তাই একটু ভয় ভয় লাগছিল! ভাঁড় উল্টালো বলে! অথচ সরকারের উড়োজাহাজে চেপে আকাশে উড়ে বেড়িয়ে খরচ মেটাবার পয়সাটুকু যে আছে জেনে খানিকটা আস্বস্ত লাগছে!

প্রথম ঘটনাটা সামনে আসে গত ১১ ই জুন ২০২১ যখন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের তরফে একটি ফ্যালকন – ২০০০ এর সমতুল ক্ষমতা সম্পন্ন দেশের বায়ুসীমার মধ্যে যেকোন স্থানে আট থেকে দশজন যাত্রী নিয়ে উড়ে যেতে সক্ষম এমন একটি এয়ারক্রাফট লিজে বরাত নেওয়ার দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি বাজারে ছাড়া হয়।
আর এবার গত ১৪ ই ডিসেম্বর ২০২১ রাজ্যের মধ্যে উড়ে বেড়াবার জন্য কমপক্ষে ছয়জন যাত্রী বহন করতে পারে এমন দুই ইঞ্জিন সম্পন্ন চপার বা হেলিকপ্টার পাঁচ বছরের জন্য লিজে বরাত নেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

সরকারী সূত্রে দাবি, কাজে গতি আনতে এবং মহামারীর মধ্যে রাজ্যের ভিভিআইপিদের নিরাপদে কমঝুঁকিতে যাতায়াতের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমাদের কাজ খবরটা জানানো! জানালাম!

আপনারা পড়বেন, কি পড়বেন না, অথবা পড়ে ভাববেন, কি ভাববেন না, সে দায়িত্ব আপনাদের!

ধন্যবাদান্তে,
রাইস অফ ভয়েসেস

পুনশ্চ: আমাদের রাজ্যে ভিভিআইপি কে বা কারা যারা রাজ্য সরকারের পয়সায় (মানে আমার আপনার করের টাকায়) আকাশে উড়বেন তার তালিকাটি নাতিদীর্ঘ এবং সবার জানা! তাই আর আলাদা করে উল্লেখ করলাম না ।

তথ্যসূত্র:
a) https://www.anandabazar.com/west-bengal/west-bengal-government-wants-to-hire-a-helicopter-for-next-5-years-dgtl/cid/1320382
b) https://indianexpress.com/article/cities/kolkata/opposition-fumes-over-west-bengal-govts-move-to-hire-10-seater-vip-aircraft-7383585/
c) https://transport.wb.gov.in/wp-content/uploads/2021/12/Helicopter-tender-14-12-2021-2.pdf