আবার জুতো / Ganges Erosion

আজ কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে ইডি টাকা গুনতে বসেছে, আর তাতে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছেন ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন,

“বেঙ্গলের ইকোনমি ভেঙে দেওয়ার পরিকল্পনা”।

এ কি শুনলাম! বেঙ্গল ইকোনমি কি তাহলে বেআইনি টাকার ওপরে দাঁড়িয়ে! কি বলছেন পুরমন্ত্রী!

যাই হোক, আপাতত সব মিডিয়া হাউসের ক্যামেরা এই দুই জায়গাতেই ফোকাসড। তাই আনিস খানের ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলার খবর এতক্ষণে মিডিয়া থেকে আউট। এরই মধ্যে কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দূরে সামশেরগঞ্জে ঘটে গেছে আর এক ঘটনা, যেটা সংবাদমাধ্যম নম নম করে দেখিয়ে হাত ধুয়ে ফেলা হয়েছে।

মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা বছরের পর বছর ধরে গঙ্গাভাঙনের কবলে। সর্বস্ব হারিয়েছে এলাকাবাসী। সরকারের তরফে বারে বারে ভাঙন রোধের প্রতিশ্রুতি দিলেও, কাজ হয়নি। অভিযোগ, এই কাজের জন্যে ৩৩ কোটি টাকা বরাদ্দ হলেও ভাঙন রুখতে বোল্ডারের বদলে দেওয়া হচ্ছিল বালির বস্তা, ঠেকানো যাচ্ছিল না নদী ভাঙন। ক্ষোভে ফুঁসছিল এলাকাবাসী।

সাবিনা ইয়াসমিন

এরই মধ্যে আজ সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রীমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাথে ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুরের এসডিও সৃঞ্জন শেখর। এলাকায় পৌঁছতেই মন্ত্রীকে দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় তৃণমূল কর্মী এবং গ্রামবাসীদের মধ্যে তুমুল বচসা। এরপর, মন্ত্রী এবং তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি। ইটের আঘাতে মাথা ফাটে তৃণমূল কর্মী নাসির শেখের। মন্ত্রীকে লক্ষ্য করে ছোঁড়া হয় জুতো। পরিস্থিতি বেগতিক দেখে, এরপরই তড়িঘড়ি নৌকা করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সেচ প্রতিমন্ত্রীকে।

শাসক দলের পক্ষে বিশৃঙ্খলার জন্যে সিপিআই(এম) দিকে আঙুল তোলা হলেও, সিপিআই(এম)-এর ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসসর হোসেন বলেন, ‘এই ঘটনা আসলে এলাকার গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।’

এবার এটাই দেখার, এই বিক্ষোভের পর ভাঙন রোধে সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়।

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস

তথ্যসূত্র:
a) https://www.sangbadpratidin.in/bengal/shoe-hurled-at-wb-minister-in-murshidabad/
b) https://aajkaal.in/news/title/minister-of-state-faced-conflict-in-murshidabad-fsua
c) https://snewz.in/minister-sabina-got-insulted-while-she-visited-the-areas-affected-by-landslides-due-to-the-overflowing-of-ganga-river/227896/
d) https://bangla.hindustantimes.com/bengal/districts/villagers-throws-shoe-while-tmc-minister-visit-murshidabad-31662808212488.html