কর্তব্যপথ / Bengal Police Files

কাট-১

তাপস চৌধুরীকে মনে আছে ?

প্রশ্নটা করতেই আমার বন্ধু বিরক্ত হলো।

টিভির পর্দায় তখন টাকা গোনা চলছে। মেটিয়াবুরুজ থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গার্ডেনরিচ এলাকার শাহি আস্তাবল লেনের অপরিসর গলিতে জনৈক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেছে এই কোটি কোটি টাকা। ডাঁই করা নোটের বান্ডিল! টিভিতে দেখাচ্ছে। কাজেই এমন উত্তেজক ঘটনা ছেড়ে কে আর ফালতু তাপস চৌধুরীর খোঁজ করে!

সে একটা চার অক্ষর গালি দিয়ে ‘দাঁড়া না …. দেখতে দে কেস টা’ বলে দাবড়ে দিল আমায়।

আমি চুপ। টিভি জুড়ে শুধুই টাকা গোনার খবর।

কাট-২

বিজ্ঞাপনের বিরতি। পূজো এসে গেছে। কাজেই কেনাকাটার আনন্দনিকেতনে বাঙালীকে কিভাবে মজিয়ে রাখা যায় তার রংবেরঙের ফিরিস্তি চলছে টিভির পর্দায়। আপাতত মিনিট পাঁচেক চলবে।

-সরি ভাই! কিছু মনে করিস না! হ্যাঁ কি যেন বলছিলি তুই….তাপস চৌধুরী বলে কার কথা জিজ্ঞেস করছিলি যেন!
-হ্যাঁ। মনে আছে তাকে?
-সেটা আবার কে ?
-যদি সবকিছু মনেই না রাখতে পারিস তবে এমন হাগড়ের মত দেখিস কেন!

আমার বন্ধু চুপ। আমি জানি আপনারাও অনেকে কিছুই মনে করতে পারছেন না। কারণ এ হল ‘সাত -পুরানো’ কাসুন্দি।

১২ ই ফ্রেব্রুয়ারি,২০১৩

গার্ডেনরিচ থানা এলাকার হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দিন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এই তাপস চৌধুরী নামে পুলিশকর্মী। অভিযোগ ছিল ছাত্র-নির্বাচন নিয়ে স্থানীয় কাউন্সিলর মুন্না ইকবালের নির্দেশেই ওই দিন তার ঘনিষ্ঠ শেখ সুহান তাপস চৌধুরীকে গুলি করেছিল। ঘটনার পর মুন্না ফেরার হয়ে যায়। শেষ পর্যন্ত বিহার থেকে তাকে ধরে আনা হয়। পরে অবশ্য প্রায় আড়াই মাস জেলে খেটে জামিন পায় সে। পরে অবশ্য বিচার চলাকালেই ২০২০ তে হার্ট অ্যাটাকে মারা যায় মুন্না।

-তুই হঠাৎ এদের কথা বলছিস কেন !
আমার বন্ধু জানতে চায়।

কিন্তু তার আগেই বিজ্ঞাপনের বিরতি শেষ। স্বয়ং মন্ত্রী ও স্থানীয় বিধায়কের প্রতিক্রিয়া এসে গেছে। এমন মুহুর্তে বাঙালী রতিক্রিয়া ছাড়া আর সব কিছু ফেলে উঠে আসতে পারে টিভির সামনে, সেখানে তাপস চৌধুরী কোন হরিদাস পাল!
কাজেই অপেক্ষা পরবর্তী বিরতির।

এদিকে মন্ত্রী মশাই জানালেন ‘ আইটি রেড ইডি রেডের নামে বাংলার ব্যবসায়ীদের ভয় দেখানোর চেষ্টা চলছে যাতে করে বাংলায় বিনিয়োগ কেউ না করে। বাংলার অর্থনীতিকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা।’

আমার বন্ধু ধন্দে পড়ে গেল। কারণ বাংলার অর্থনীতি যে নগদ কালো টাকার ওপর দাঁড়িয়ে আর বাংলার ব্যবসায়ী-বিনিয়োগকারি মানেই যে তাদের বাড়িতে টাকার বান্ডিলের পাহাড় থাকতে হবে এমনটা সে মেনে নিতে পারছে না। কারণ তারও একটি ছোট-খাটো ব্যবসা আছে। ফলে খবর চলাকালীনই মন্ত্রীর কপালেও কিছু গালমন্দ জুটলো। বিরোধী নেতারাও গতানুগতিক প্রথায় পাল্টা বিঁধলেন মন্ত্রী ও সরকারকে।

আর বাঙালী গতানুগতিক ম্যাড়মেড়ে জিনিষ পছন্দ করে না। ফলে কোথাও আরও উত্তেজক শনশানি কিছু দেখাচ্ছে কি না তার খোঁজে চ্যানেল ঘুরে গেল।

কাট-৩

আমি বুঝলাম এই হল মওকা। বন্ধুর দৃষ্টি আকর্ষন করতে হলে আমাকেও এমন কিছু চটকদার খবর দিতে হবে।

-সেই লাল অ্যাস্টন মার্টিন গাড়িটার কথা মনে আছে ?
আমি জানি গাড়ির কথা উঠলেই গড়পরতা বাঙালির এখনও লাল ঝড়ে।
-কোন গাড়িটা!
-সেই যে, যেটা চড়ে কলকাতা পুরসভার এক কাউন্সিলর মিউনিসিপ্যালিটিতে এসেছিল….
-হ্যাঁ। সে কি গাড়ি ভাই…. কাগজে ছবি দিয়েছিল। একবার চাপতে পারলে জীবন ধন্য হয়ে যেত। আমরা হলাম গরীব ব্যবসায়ী….কিছু লোক কামিয়ে করে খাচ্ছে…. আর আমরা লবডঙ্কা চুষছি!
-সেই লাল অ্যাস্টন মার্টিন গাড়ির মালিক সামস ইকবাল হল এই মুন্না ইকবালের ছেলে। এই যে টাকা গোনা দেখছিস, এটা হল ১৩৪ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেরই কাউন্সিলর হল সামস ইকবাল। যার বাড়িতে এই টাকা গোনা হচ্ছে, এলাকার সবাই জানে, সেই আমির খান সামস ইকবালের ঘনিষ্ঠ। অনলাইন গেমের মাধ্যমে লোক ঠকিয়ে এই টাকা রোজগার করা হলেও তার একটা অংশ যে ভোটের সময় শাসকদলের হয়ে বাজারে খাটতো না, এমনটা কি কেউ হলফ করে বলতে পারবে! দেখছিস না স্বয়ং মন্ত্রী বয়ান দিচ্ছে!

আমার বন্ধু চুপ। হঠাৎই রিমোট টিপে টিভিটা বন্ধ করে দিল।
আমি জিজ্ঞেস করলাম ‘কি হল?’
-ধুস। খালি দু-পাঁচ মিনিট অন্তর অ্যাড। টিভিতে সব খবর ডিটেলে দেখায় না।

আমি আর জিজ্ঞেস করলাম না, ‘দেখালেও কি তুই মনে রাখতিস!’

আসলে আমি আপনি ভুলে যাব বলে তাপস চৌধুরিরা উর্দি পড়ে, ডিউটি করে।

তথ্যসূত্র
a) https://www.anandabazar.com/west-bengal/kolkata/the-police-staff-murder-case-at-harimohan-ghosh-college-will-be-weak-after-the-death-of-munna-iqbal-1.1115004
b) https://www.anandabazar.com/west-bengal/kolkata/councilor-have-been-criticized-for-their-valuable-car-aston-martin-dgtl-1.1098107
c) https://www.anandabazar.com/west-bengal/kolkata/the-police-staff-murder-case-at-harimohan-ghosh-college-will-be-weak-after-the-death-of-munna-iqbal-1.1115004
d) https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-09-11/202209102346342.jpg&category=0&date=2022-09-11&button=
e) https://bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2022-09-11/202209102352336.jpg&category=0&date=2022-09-11&button=