এই সময় প্রশ্ন করার / The Coromandel Files

এই সময় প্রশ্ন করার উপযুক্ত সময়। আপনি প্রশ্ন করলে, আপনার প্রশ্নকে “রাজনীতি” বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু এই সময়টাই প্রশ্ন করার। আপনি প্রশ্ন না করলে আবারো হিন্দু মুসলমান খেলা হবে। আপনি প্রশ্ন না করলে বাহানাগা স্টেশনের পলাতক স্টেশন মাস্টারের নাম এস. বি মহান্তি বদলে হয়ে যাবে শরীফ আলি। বালসোরের ইসকন মন্দির হয়ে যাবে মসজিদ। শুক্রবার সন্তোষীর পুজোর দিনের বদলে হয়ে যাবে শুধুমাত্র জুম্মাবার।

এই সময় প্রশ্ন করার। প্রশ্ন করতে হবে, কেন রেলে তিন লক্ষ এগারো হাজার পদ কর্মী শূন্য? প্রশ্ন করতে হবে, তিন মাস আগে উদ্বোধন হয়েছিল অটোমেটিক অ্যান্টি কলিশন ডিভাইস, কবচ। ভোট বাজারে নিজের ছবি ছাপিয়ে সেই উদ্বোধন বিক্রি কেন করেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী? কেন সেই কবচ করমণ্ডল এক্সপ্রেসে ছিল না? ট্রেনের টিকিটের দাম বাড়ছে, টিকিটে ডায়নামিক ফেয়ার যুক্ত হচ্ছে, তারপরেও যাত্রী সুরক্ষা কমছে কেন? কেন সাধারণ ট্রেনের দিকে নজর না দিয়ে কেবলমাত্র বন্দে ভারত, বুলেট ট্রেনে মাতোয়ারা নরেন্দ্র মোদী? প্রশ্ন করতে হবে, পুরনো ট্র্যাকে যেখানে করমণ্ডল ঠিকমত চলে না সেখানে বন্দে ভারত কিভাবে চলবে?

আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি প্রশ্ন না করলে আবার এমন দুর্ঘটনা ঘটবে। আবার নরেন্দ্র মোদী ছবি তুলবেন। আপনি প্রশ্ন না করলে উদ্ধার ও চিকিৎসা কাজে চিকিৎসকেরা যাবেন ট্রেনে, আর ভোটের ফায়দা লুটতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী মুখ দেখাতে যাবেন প্লেনে, চপারে। তারা তো রাজনীতিই করছেন। এত খবরের চ্যানেল ঘুরে কতবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে দেখেছেন? রাজনীতি কি হচ্ছে না? অবশ্যই রাজনীতি হচ্ছে, করছেন দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আপনি প্রশ্ন করলে, তাকে রাজনীতি বলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করা রাজনীতি হয়, তাহলে হোক।

তাই আজ প্রশ্ন না করলে, রাজনীতি না করলে আপনার গ্রামের পরিযায়ী শ্রমিক ছেলেটি, আজ যে ফিরে এসেছে আগামী দুর্ঘটনায় তাকে মর্গে পাওয়া যেতে পারে বেওয়ারিশ লাশের ভিড়ে। প্রশ্ন আপনাকে করতে হবেই, রাজনীতি আপনাকে করতে হবেই, নাহলে যে জেনারেল বগিতে নিহত সংরক্ষণহীন প্রান্তিক শ্রমিকদের পরিবারগুলো ক্ষতিপূরণ পাবে না।

আপনি রাজনীতি না করলে, প্রশ্ন না করলে এরা শ্মশানের কাঠ থেকে কাফনের কাপড় পর্যন্ত বিক্রি করে দেবে। তাই প্রশ্ন করুন, বারে বারে করুন।