ধর্মেও আছি, জিরাফেও আছি / Floating on Everything

তোরা যে যা বলিস ভাই, আমার “চিড়িয়াখানা” চাই।

হীরক রাজার শখ বলে কথা, অমান্য করলেই কল্লা যাবে। তৈরি হল খাঁচা, বন্দি হল বাঘ, সিংহ, ছুচো, শেয়াল। বিদেশ থেকেও আসতে লাগল পশু, পাখি। স্পেশাল অর্ডারে জাহাজে করে আফ্রিকা থেকে আনানো হল একটি বিশাল লম্বা গলার প্রাণী। এইরকম অদ্ভুত দর্শন বিশাল আকৃতির জীব, হীরক রাজ্য কেন, ভূভারতের কেউ কখনও শোনেনি, দেখা তো দূরের কথা। হীরক রাজ্য এবং তার আশপাশ থেকে দলে দলে চিড়িয়াখানায় অদ্ভূত দর্শন জন্তু দেখতে ভিড় জমাতো হাজারো মানুষ। ঈর্ষান্বিত এবং সুপার উত্তেজিত হয়ে, কিছু মানুষ রটিয়ে দিল, এই রকম অদ্ভুত দর্শন জন্তুর উল্লেখ হিন্দু, মুসলিম বা ঈশাহী ধর্মগ্রন্থে কোথাও নেই তাই এই জন্তুটি ঈশ্বরের সৃষ্টি নয়, এটি শয়তানের সৃষ্টি। একে দেখাও পাপ। লম্বা গলাওয়ালা জিরাফ দেখলে তাকে নরকে বা দোজখে যেতে হবে। এই ফতোয়াতে দর্শনার্থী প্রথম চোটে অনেকটা কমে গেলেও আস্তে আস্তে আবার দুয়েক জন করে আসতে লাগল। মানুষের কৌতুহলের জোর ধর্মীয় ফতোয়ার জোরের থেকেও শক্তিশালী হতে লাগল। তখন হীরক রাজ একটু চালাকি করে রাতের দিকেও অনেকক্ষণ চিড়িয়াখানা খোলা রাখার ব‍্যবস্থা করলেন। ক্রমশঃ দেখা গেল যেসব ধর্মের ধ্বজাধারী দিনের বেলায় জিরাফ বিরোধী ফতোয়ার কথা ধর্মস্থানে ভক্তদের বোঝায়, তারাই আবার অন্ধকার হলে চুপিচুপি সপরিবারে জিরাফ দেখতে চিড়িয়াখানায় যায়। সেই থেকেই মনে হয় “ধর্মেও আছি, জিরাফেও আছি” কথার উৎপত্তি।

না হাসবেন না, এটাই এই মুহূর্তে রাজ্যের অবস্থা। তাই যে রাজ্যে ৯৯৭ একরে কারখানা “হারাম”, সেই রাজ্যেই ৭০০ একরে ধর্মস্থান “হালাল”। এখন সংবাদপত্রে জানা যায়, ক্রেতা সুরক্ষা দফতরের মেলায় চা-জলখাবারের জন্যে বরাদ্দ করা হয় ১২ লক্ষ টাকা। এদিকে বিভিন্ন সুত্র মারফত আমাদের কাছে খবর আসছে, কোচবিহারের ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত সিডিপিও, এসিডিপিও এবং সুপারভাইজার দিদিমণিদের উদ্দেশ্যে জানিয়েছেন, “ফাইনান্স ডিপার্টমেন্ট এর টেকনিক্যাল প্রবলেম এর জন্য ট্রেজারিতে ডিম, সবজি ও ফুয়েল বিল সহ অন্যান্য কিছু বিল জমা দেওয়া যাচ্ছে না। আরো প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে এটার জন্য এবং সারা পশ্চিমবঙ্গে এই সমস্যা। ওয়ার্কার দিদিমণিদের আপনারা বিষয়টি ভালো করে বুঝিয়ে দিন। আতঙ্কিত হওয়ার বিষয় নয়। একটু সময় লাগবে এবং একসঙ্গে সমস্ত পেন্ডিং বিল আমরা জমা করতে পারব।” সেখানে আরও লেখা আছে যে, “পোষণ ট্রাকারে আরো আগে আমরা ডাটা এন্ট্রি করতে পারলে হয়তো এই বিষয়গুলো আরও আগেই মিটে যেত। যা হোক এখন আমরা সারা রাজ্য জুড়ে একটা মোটামুটি জায়গায় আছি। এবার হেড চেঞ্জ হচ্ছে এবং শিফটিং হচ্ছে নতুন নিয়ম কিছু চালু হয়ে যাচ্ছে, এটার জন্য একটু সময় লাগবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়েই হচ্ছে। এই বিষয়গুলি আপনারা খুব খোলামেলা ওয়ার্কারদের সাথে কথা বলুন। এবং খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে এবং বিল জমা পড়ে যাবে আমাদের সব রেডি আছে।” সবশেষে আছে সাবধানবানী, “আরেকটি বিষয় আপনাদের বলার আছে । মাস শেষ হওয়ার পর-পরই আপনাদের যে বিলগুলো জেলায় পাঠাতে হয়, সেগুলো আপনারা পরের মাসের ৭ তারিখের মধ্যে পাঠান। জেলাশাসকের অ্যাপ্রুভাল এর জন্য কয়েকদিন সময় লাগে সুতরাং এটি এই সময়ে না পাঠালে কিন্তু দেরি হবে।” যাই হোক, এই খবর আপনি কোন প্রথম সারির সংবাদমাধ্যমে পাবেন না। কিন্তু লাস্ট বেঞ্চের রাইস অফ ভয়েসেস, আপনার কাছে খবর পৌঁছে দিতে দায়বদ্ধ।

আশাকরি হোয়াটসঅ্যাপ মেসেজটি পড়ে রাজ্যের সরকারি অর্থভান্ডারের অবস্থা সম্বন্ধে ধারণা আপনি পেয়ে গেছেন। বেকার যুবক যুবতীরা অথবা প্যানেলে নাম ওঠা মানুষজন কেন মাসের পর মাস রাস্তায় বসে আছে, তাও আপনি হয়তো বুঝতে পারছেন। মোদ্দা কথা টাকা নেই সরকারের হাতে। নিন্দুকেরা “কুৎসা এবং অপপ্রচার” করবে, এক দশকে রাজ্যে ২১,০০০ শিল্প বন্ধ হলে, কর্মসংস্থান কিভাবে হবে?

তার মোক্ষম উত্তর হতে পারত “শিল্প সম্মেলন”, কিন্তু হল কি? ৭০০ একর জমিতে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির তৈরি হওয়ার ঘোষণা হল। আমরা এতদিন জানতাম, মন্দির, মসজিদ, গির্জা তৈরির ঘোষনা সাধারণত কোন ট্রাস্ট করে থাকে। শিল্প সম্মেলনে, মন্দিরের ঘোষণা! নাহ্, কত কিছুই তো নতুন হয়। এটাকেও আমরা ডেভেলপমেন্ট বা “উন্নয়ন” বলেই ধরে নিই। কিন্তু ধরা কি যাবে? এটা তো চলছে বহুদিন ধরে। নাহলে ২০১৯ সালে ইস্কনের মুকুন্দ গোস্বামী কি লিখতেন, “These occurrences are taking place through the efforts of West Bengal’s 64-year-old Chief Minister since 2011, Mamata Banerjee.”

বিশ্বাস না হলে পড়ে নিন তথ্যসূত্রের লিঙ্ক দেখে। আর না দেখলে বারে বারে আর প্রশ্ন করবেন না, কার গলা লম্বা? কারণ আপনারা সবাই জানেন, প্রাণীটির নাম জিরাফ।

তথ্যসূত্র
a) https://tv9bangla.com/kolkata/the-cost-of-the-fair-conducted-by-consumer-forum-is-constantly-increasing-in-the-state-534597.html
b) https://bangla.hindustantimes.com/bengal/kolkata/bgbs-2022-biggest-temple-of-the-world-will-be-constructed-in-mayapur-said-sajjan-jindal-31650449410826.html
c) https://iskconnews.org/mayapur-miracles-iskcon-to-own-700-acres-of-mayapur-land/