করোনা এবং এলোমেলো শাসনব্যবস্থা / Corona and the messed up governance

অনাদিকাল থেকে, প্রতিকূলতার বিরুদ্ধে মানবজাতির সংগ্রাম প্রতিটি যুগের লোককাহিনীতে পরিণত হয়েছে। যদিও “যোগ্যতমের বেঁচে থাকা” একটি “প্রাকৃতিক নির্বাচন”। তবুও আমরা ভাগ্যবান, যে আমরা বেঁচে থাকতে পেরেছিলাম, কারণ “প্রাকৃতিক নির্বাচন” আমাদেরকে অন্য আরো লড়াই করার জন্য উৎসাহিত করেছিল। করোনা এই প্রায়ই ভুলে যাওয়া সত্যের কথা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে ।

Since times immemorial, mankind’s struggle against adversities has become the folklore of each era, though survival of the fittest ensured natural selection. We were fortunate to have survived coz natural selection emboldened us to fight another day. Corona reminded of this often forgotten fact.

বেঁচে থাকার লড়াইয়ে আমরা কতটা ভালো পারফরম্যান্স করেছি, তা কেবল সময়ই বলবে। তবে একদিন উগ্র ডানপন্থী সরকারগুলির সৌজন্যে, আমাদের সবাইকে স্মরণ করা হবে এমন একটি সম্প্রদায় হিসাবে, যারা মানুষকে ব্যবহার করেছিল অসংগঠিত, অব্যবহারিক এবং অনুগত হিসাবে। কারণ আমরা আমাদের সমাজকে ধর্মের দ্বারা পক্ষপাতদুষ্ট হতে দিয়েছি, নিছক সুবিধার সহজ লাভ নিতে চেয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমাজকে ভয়ের বশীভূত হতে দিয়েছি।

How well we fared, only time will tell but as a community, we would be remembered as a disorganised, impractical and foolhardy lot courtesy the pathetic governments of various regions which were bestowed upon a few irrational, radical right-wing political parties by us the fools coz we allowed to get biased by religion, easy gain of mere favours and most importantly subjugation to fear.

করোনা শুরু হয়েছিল শ্বাসযন্ত্রের ভাইরাল সংক্রমণ হিসেবে। প্রথম তরঙ্গের সময় তীব্রতা মাঝারি থেকে পরিবর্তিত হয়, তারপরে আসে ভীতিকর দ্বিতীয় তরঙ্গ। এখন তা মৃদু তীব্রতার রোগে পরিনত। কিন্তু এতকিছুর পরেও করোনা নিয়ে আমরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ এবং হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিলাম। আর আমন্ত্রন করেছিলাম ভয়ের ব্যবসার। আর পৃথিবীর উগ্র ডানপন্থী ব্যবসায়ী এবং সরকাররা মানুষকে গৃহবন্দী করে যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবেই কর্পোরেট সংস্থাগুলো উগ্র ডানপন্থী সরকারের বদান্যতায় নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল এবং এখনো নিচ্ছে, একেবারে বিনা বাধায়। কারণ মানুষ তো গৃহবন্দী। আর ডানপন্থী রাজনীতিবিদরা ফাঁকা মাঠে গোল করার সুযোগ পেলে কি ছেড়ে দেবেন!

Corona, begun as a viral infection of the respiratory tract; severity varied from moderate during the first wave, followed by frightening second wave to the current disease of mild severity but we refused to analyse and intervene scientifically allowing propagation of business of fear which forced people to stay indoors thus compromising on economic growth and social awakening which the cunning politicians have always been apprehensive of.

সাধারণভাবে সংক্রমণের প্যাথোফিজিওলজিকে খুব কমই প্রমাণ করা যায় যে, চিকিৎসাটি প্রধানত অভিজ্ঞতামূলক ছিল। প্রসঙ্গত এটা বলা যায় যে, সারা পৃথিবীর চিকিৎসকদের কোভিড সংক্রান্ত চিকিৎসা অভিজ্ঞতা এই মুহূর্তে আড়াই বছরের বেশি নয়। তাই ভ্যাকসিনেশনের জন্য রাজনৈতিক নেতাদের ভয়ংকর উচ্ছৃঙ্খলতা এবং কিছু অজানা অ্যান্টিভাইরালদের মাত্রাতিরিক্ত লাভজনক বলে মনে হয়েছিল। এই সুযোগকে অত্যন্ত সুচারুভাবে কাজে লাগিয়েছিল কিছু পুঁজিবাদী, সামন্তবাদী ব্যবসায়ী সমাজ। আর সেই ব্যবসায়ী সমাজের স্বার্থরক্ষায় পৃথিবীর নানান দেশে উদ্যোগী হয়েছিল ট্রাম্প, মোদী, জুন্টা, বলসোনারো থেকে যোগী, মমতার মত ডানপন্থী শাসককুল। শাসক এবং ব্যবসায়ীদের অসাধারণ মেলবন্ধনে যা সাধারণ মানুষকে অপর্যাপ্ত এবং দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো সম্বন্ধে প্রশ্ন তুলতে ভুলিয়ে দিয়েছিল এবং করোনাকে বিধির বিধান হিসেবে বিশ্বাস করতে বাধ্য করেছিল। যার ফলশ্রুতিতে মুষ্টিমেয় ব্যবসায়ীদের সম্পত্তি বাড়ল কয়েকগুণ আর মানুষ সেসব বুঝতেই পারল না। কারণ মানুষ এখন বন্দি চার দেয়ালের মাঝে, আর সেই চার দেয়ালের মাঝে বিরাজ করছেন মুষ্টিমেয় ব্যবসায়ীদের মালিকানাধীন বোকাবাক্স।

Since the pathophysiology of the infection could hardly be proven the treatment remaining mainly empirical, people’s rant for vaccination and few unheard of antivirals seemed more lucrative than even the holy grail. Meanwhile, governance of right wing politicians underlined the hypocrisy of the capitalist/feudalist ruling class exemplified by national politicians like Trump, Modi, Junta (Myanmar), Bolsonaro (Brazil) and local politicians like Yogi, Mamata ably assisted by a handful of bourgeois who kept on waving their witches’ wands to hypnotize the uneducated, pale and the downtrodden, into believing more in the curse of corona instead of complaining and seek accountability from respective governments for a failed healthcare system and further deteriorating of nonsustainable Neo liberal economy.

তাহলে কি কিছুই আশাব্যাঞ্জক নয়। নাহ্, আছে, রূপোলী রেখা দেখা গিয়েছে। ভারতের ছোট্ট রাজ্য কেরালা দেখিয়ে দিয়েছে, কিভাবে শক্ত হাতে সীমিত ক্ষমতা নিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করা যায়।

But, silver lining on the clouds were a few leftist governments like that of a small State of India, named Kerala who served the people well by provisioning essentials to the needy and ardent interventions utilising the resources to transform the existing infrastructure into a robust healthcare system. Thus enabling our service sectors to counter the already increasing covid menace.

একজন চিকিৎসক হিসেবে, ভবিষ্যতের জন্য সৌভাগ্য কামনা করছি এবং আশা করছি প্রয়োজনীয় পরিষেবাগুলি আরো বেশি করে সাধারণের কাছে সহজলভ্য হবে।

Penning my views on the future wishing luck for the future and epitomisation of the requisite public services.

দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রয়োজনীয় পরিকাঠামোর আন্তরিক মানোন্নয়ন ও উন্নতিকরণের আশা রাখলাম। সেই সঙ্গে দাবি জানাচ্ছি প্রশাসনিক নজরদারি ও জনস্বার্থ বিষয়ক সচেতনতা বৃদ্ধির। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রেড ভলেন্টিয়ার্স, শ্রমজীবী ক্যান্টিন থেকে সেই অসাধারণ মানুষদের আবারো ধন্যবাদ জানাচ্ছি, যারা এই দুর্দিনে সাধারণ মানুষের পাশে ঢাল হয়ে দাড়িয়ে আছেন। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।

Hope for a serious and sincere upgradation of infrastructure, beefed up governance. Armed with the experiences of leftist volunteers named Red volunteers, labourers’ canteens, etc. Communist parties across the globe shall outshine the curbs and curses of covid and lockdowns instigated by it.

Must read : Responding to COVID-19 – Learnings from Kerala | World Health Organization (WHO)