মেলালেন আপনি মেলালেন / Open Letter To Goebbles

পল জোসেফ গোয়েবেলস,
পাবলিক প্রোপাগান্ডা মিনিষ্টার,
নাৎজি জার্মানী,
আপনি আজ বেঁচে থাকলে, নিশ্চয়ই একটা অ্যাওয়ার্ড পেতেন। আপনিই মহান অনুপ্রেরণা, এই রাজ্যের তথা দেশের প্রথমসারির মিডিয়ার কাছে।

চাকরিচোর, গরুচোর, কয়লাচোররা রোববার-রোববার হাজতে মাংস ভাত খাচ্ছে, কমোডে প্রাতঃকৃত্য সারছে, গারদের টিভিতে কৌশিকী অমাবস্যা দেখে চোখের পাতা ভেজাচ্ছে আর বর্ধমানের রাস্তার কলাচোর হঠাৎ করেই বড় বড় মিডিয়া হাউস কাঁপাচ্ছে, থুড়ি কলাচোরের ভয়ে মিডিয়া কাঁপছে।

১৯৪৫-এ গোটা জার্মানীতে যখন তুমুল গণঅসন্তোষ, তখন আপনি আপনার সাঙ্গপাঙ্গ নিয়ে যা করেছিলেন, তাই আজ করে চলেছে দেশজমিডিয়া আর বঙ্গমিডিয়া, একসাথে।
যাই হোক, আপনি শুনলে খুশি হবেন এটা জেনে, গত ৩১ আগস্ট বার্লিন মিলেছে বর্ধমানে। কেন বললাম জানেন?
আসলে, আমাদের রাজ্যে স্কুলের বাচ্চাদের বুকে “ব” আসার ঘোষণার পর আমরা ঠিক যেটা ভাবছিলাম, সেটাই অক্ষরে অক্ষরে চোখের সামনে দেখতে পারছি। কারণ, আন্তর্জাতিকভাবে ছাত্রছাত্রীদের পোশাকে সরকারি প্রতীক বা ব্যাজের ব্যবহার আগেও হয়েছিল, আর সেটা চালু করেছিলেন আপনার দলের সুপ্রিম, হিটলার। মনে পড়ে!
তারপর একদিন অনেক মানুষ মিলে হিটলারের নাৎজি বাহিনীর প্রতীক উপড়ে ফেলে দেয়, আর তার কয়েক মাসের মধ্যে নাৎজি সাম্রাজ্যকে। আপনার কি মনে আছে “পুরোনো সেই দিনের কথা”। মনে করুন সেই ১৯৪৫… নাজি ঈগল প্রতীক… রাইখস্টাড।

মেলালেন আপনি মেলালেন।
আজ আবারো একবার প্রমাণ হয়েছে, ইতিহাস ফিরে আসে, বারে বারে ফিরে আসে। তাই অনেকই আজ নেক্সট এপিসোডের অপেক্ষায়।
লাভ ইউ গোয়েবেলস।
ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস
তথ্যসূত্র:
a) https://books.google.co.in/books?id=3XbU1HEyfFkC&pg=PA34&redir_esc=y#v=onepage&q&f=false
b) https://www.bbc.com/news/world-europe-52572544.amp
c) https://bengali.indianexpress.com/politics/cpim-leader-selim-criticise-tmc-regarding-birbhum-rampurhat-village-houses-set-ablaze-atleast-10-dead/
d) https://aajkaal.in/news/state/cashed-in-left-parties-organised-protest-b875












Comments are closed.