হাফডজন ‘স্কুপ’ / Sixer!!!
আমরা যারা ‘রাইজ অফ ভয়েসেস’ চালাই এবং কেন্দ্র ও রাজ্য দুই শাসক পোষ্য মিডিয়ার চিতা জ্বালাই তারা ঘটনাচক্রে সবাই জেনারেশন ‘এক্স’ ও শুরুর দিকের জেনারেশন’ওয়াই’ যাদের আদুরে নাম মিলেনিয়ালস! খুব স্বাভাবিক কারণেই আমাদেরকে
বাংলার বুকে ঘটে চলা এমন কিছু খবর, অথবা তথ্য, যেগুলো মূলস্রোতের মিডিয়া খুব একটা গুরুত্ব দিয়ে আলোচনা করে না অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে আনে না।
