ছ-এ ছাপ্পা! ধ-এ ধাপ্পা / The Art Of False Voting
আমরা রাইজ অফ ভয়েসেস কথা রাখি। আগের প্রতিবেদনেই জানিয়েছিলাম ১২ ই ফ্রেব্রুয়ারীর পুরভোটে ছাপ্পা ভোট বা ভোট লুঠের নজরকাড়া দাপাদাপি নিয়ে প্রতিবেদন দেব। তাই আজ লিখতে বসা। আর লিখতে বসেই গা ছমছম করছে।
বাংলার বুকে ঘটে চলা এমন কিছু খবর, অথবা তথ্য, যেগুলো মূলস্রোতের মিডিয়া খুব একটা গুরুত্ব দিয়ে আলোচনা করে না অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে আনে না।