ময়না কথা কও / What About the Postmortem?
আনিস হত্যাকান্ডে প্রথম ময়নাতদন্ত যে নিয়মমাফিক পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়নি তা আজ সবার জানা। কিন্তু সেই রিপোর্ট কেন সরকারের তরফে সামনে আনা হল না, তা নিয়ে আনিসের পরিবারের মত অনেকেরই মনে প্রশ্ন রয়েছে।
বাংলার বুকে ঘটে চলা এমন কিছু খবর, অথবা তথ্য, যেগুলো মূলস্রোতের মিডিয়া খুব একটা গুরুত্ব দিয়ে আলোচনা করে না অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে আনে না।