দুয়ারে আদিবাসী / Knock Knock
আপনি আমি হলাম শহুরে বা আধাশহুরে মধ্যবিত্ত। সকাল বেলা নাকে মুখে গুঁজে ভিড় ঠেলে ট্রেনে-বাসে চেপে চিঁড়ে চ্যাপ্টা হয়ে বা বাদুরঝোলা ঝুলতে ঝুলতে অফিস যাই! ডিউটি শেষে বাড়ি ফেরার সময়ও একই হাল! তারপর
বাংলার বুকে ঘটে চলা এমন কিছু খবর, অথবা তথ্য, যেগুলো মূলস্রোতের মিডিয়া খুব একটা গুরুত্ব দিয়ে আলোচনা করে না অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে আনে না।