যত দোষ সব ছাগলের / G.O.A.T
সত্যি, সত্যি, তিন সত্যি, ছাগলে সত্যিই এখন মুড়িয়ে খেতে শুরু করেছে। ঘটনা উত্তর দিনাজপুরের। ইসলামপুরে প্রায় কয়েক লক্ষ টাকার গাছ খেয়ে ফেলেছে ছাগলে। ঠিক এমনটাই দাবি ইসলামপুর ব্লকের গাইসাল-১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের। আগে
বাংলার বুকে ঘটে চলা এমন কিছু খবর, অথবা তথ্য, যেগুলো মূলস্রোতের মিডিয়া খুব একটা গুরুত্ব দিয়ে আলোচনা করে না অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে আনে না।