বিয়াল্লিশ / The Forty-Two

ঘটনার ঘনঘটায় কেটে গেছে ২০২৪-এর প্রথম মাস। দেশ ও রাজ্যের রাজনীতিতে এর মধ্যেই ঘটেছে বহু উল্লেখযোগ্য পরিবর্তন। ইন্ডিয়া জোটের অন্যতম আহ্বায়ক আজ ইন্ডিয়া ছাড়া – হয়েছেন বিজেপির জোটসঙ্গী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলবন্দী, প্রধানমন্ত্রীর হাতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, ইডি পিটিয়ে তৃণমূল “স্বাধীনতা সংগ্রামী” নেতা শাহজাহান ফেরার, সিপিআইএম যুব সংগঠনের উপচে পড়া ব্রিগেড, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, তৃণমূলের প্রবল রক্তক্ষরনের মধ্যেও ইন্ডিয়া জোটে থেকেও “নদী-পুকুর টাইপ” একলা চলো অবস্থান থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে ঐতিহাসিক কাদা ছোড়াছুড়ি এবং দ্বন্দ্ব, অনেক কিছুই হয়েছে ২০২৪-এর প্রথম মাসে, আর এই ঘটনাগুলোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে।

কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কারা কয়টা আসনে এগিয়ে, কতটা এগিয়ে? তা জানেন কি?

গত ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আসন পেয়েছিল ২২টি, বিজেপি ১৮টি, কংগ্রেস ২টি এবং বামেরা শূন্য। তারপরে অবশ্য বাবুল সুপ্রিয়, অর্জুন সিং ইত্যাদিরা বিজেপি ছেড়ে একে একে চলে এসেছেন তৃণমূল কংগ্রেসে।

তবে লোকসভা নির্বাচনের আগে বাংলায় যে পঞ্চায়েত নির্বাচন ও তারও আগে যে পৌরসভা নির্বাচন হল, তাদের ফলাফল যোগ করলে কিন্তু হিসেবটা আগের বারের লোকসভার ফলের মত মিলছে না, মিলছে না ২০১৮-এর পঞ্চায়েতের মতনও। এবারে বিরোধীরা ২০১৮-এর বিরোধীদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে যা হিসেব করে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ৪২ আসনের ৪২টিতেই এগিয়ে, নির্বাচন কমিশনের মতে এই রকম “শান্তিপূর্ণ নির্বাচনের” পরে এইরকম ফলই অবশ্য প্রত্যাশিত ছিল। কিন্তু দ্বিতীয় কারা হল! ৪২ আসনে পঞ্চায়েত নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস প্রথম, তা আমরা আগেই বলেছি, কিন্তু যারা দ্বিতীয় হলেন! তাদের তালিকা নিচে দেওয়া হল :

উত্তরবঙ্গ

লোকসভাএকক ভাবে
দ্বিতীয়
জোট ধরলে
দ্বিতীয়
কোচবিহারবিজেপিবিজেপি
আলিপুরদুয়ারবিজেপিবিজেপি
জলপাইগুড়িবিজেপিবিজেপি
দার্জিলিংবিজেপিবিজেপি
রায়গঞ্জবিজেপিকংগ্রেসবামফ্রন্ট
বালুরঘাটবিজেপিবিজেপি
মালদহ
উত্তর
কংগ্রেসকংগ্রেসবামফ্রন্ট
মালদহ
দক্ষিণ
কংগ্রেসকংগ্রেসবামফ্রন্ট

দক্ষিণবঙ্গ

লোকসভাএকক ভাবে
দ্বিতীয়
জোট ধরলে
দ্বিতীয়
জঙ্গিপুরকংগ্রেসকংগ্রেসবামফ্রন্ট
বহরমপুরকংগ্রেসকংগ্রেসবামফ্রন্ট
মুর্শিদাবাদসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
কৃষ্ণনগরসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
রানাঘাটবিজেপিবিজেপি
বনগাঁবিজেপিবিজেপি
ব্যারাকপুরসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
দমদমসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
বারাসতসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
বসিরহাটসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
জয়নগরবিজেপিবিজেপি
মথুরাপুরবিজেপিবিজেপি
ডায়মন্ড
হারবার
সিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
যাদবপুরসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
কলকাতা
দক্ষিণ
সিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
কলকাতা
উত্তর
বিজেপিবামফ্রন্টকংগ্রেস
হাওড়াবিজেপিবিজেপি
উলুবেড়িয়াবিজেপিবিজেপি
শ্রীরামপুরসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
হুগলিসিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
আরামবাগবিজেপিবিজেপি
তমলুকবিজেপিবিজেপি
কাঁথিবিজেপিবিজেপি
ঘাটালবিজেপিবিজেপি
ঝাড়গ্রামবিজেপিবিজেপি
মেদিনীপুরবিজেপিবিজেপি
পুরুলিয়াবিজেপিবিজেপি
বাঁকুড়াবিজেপিবিজেপি
বিষ্ণুপুরবিজেপিবিজেপি
বর্ধমান
পূর্ব
সিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
বর্ধমান
দুর্গাপুর
সিপিআইএমবামফ্রন্টকংগ্রেস
আসানসোলবিজেপিবামফ্রন্টকংগ্রেস
বোলপুরবিজেপিবামফ্রন্টকংগ্রেস
বীরভূমবিজেপিবামফ্রন্টকংগ্রেস

উপরের পরিসংখ্যান থেকে পরিষ্কার, এবারের লোকসভা নির্বচনের ফল কি হবে, তা নিয়ে রাজ্যের শাসক তৃণমূল এবং কেন্দ্রের শাসক বিজেপির সত্যিই চিন্তিত হওয়ার অনেক কারণ আছে। উত্তরবঙ্গের আসনগুলিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই চললেও, দক্ষিণবঙ্গে লোকসভার লড়াই হতে চলেছে প্রধানত ত্রিমুখী, তৃণমূল বনাম বাম-কংগ্রেস বনাম বিজেপি।

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস