সকলি ফুরায় যায় মা / The Bolpur Saga

ধনতেরাস ও কালী পূজা সবে শেষ হয়েছে। সেইসঙ্গে শেষ হয়েছে সোনার দোকানের লম্বা লাইন। জানেন কি, গতকাল কলকাতা মার্কেটে ১ গ্রাম সোনার (২২ ক্যারাট) দাম ছিল ৫,৫৯৫ টাকা। নেহাত কম নয়। কিন্তু তবুও আমরা দেখলাম লোকে ঝেঁটিয়ে সোনা (কেউ আবার ঝাঁটা) কিনছে। বাঙালীর আলো ঝলমলে দীপাবলীতে ‘হলদে ধাতুর’ এমন উজ্জ্বল অনুপ্রবেশ অবশ্য খুব একটা বেশিদিনের নয়। সম্প্রতি কিছু বছর হলো এটা চোখে পড়ছে। এখন এটা বিশ্বায়নের প্রভাব নাকি সংস্কৃতির গৈরিকীকরণ বা হিন্দীকরণ তা জানি না, কিন্তু এই পরিবর্তনটা যে এসেছে, এটা সত্যি।

কিন্তু এবারে মোক্ষম প্রশ্ন হল, আপনি ক’ভরি সোনার গয়না আপনার গিন্নিকে দিতে পেরেছেন! এক ভরি, দু ভরি! পাঁচ ভরি-দশ ভরি! কিন্তু তাতেও কি খুব একটা লাভ হয়েছে! তাতে কি এমন অপার সুখ -ঐশ্বর্য নেমে এসেছে আপনার জীবনে! কাজেই দুঃখ করবেন না। জানবেন আপনি বাঘের বাচ্চা না হয়ে যৎসামান্য সোনা কিনে দিতে না পেরে গিন্নির গালি খেয়ে যে দুঃখকষ্ট পেয়েছেন, স্বয়ং বাঘ বাবাজি নিজে তার চেয়ে কয়েক’শো গুণ বেশি সোনা কিনেও আপনার চেয়ে চার ডবল বেশি দুঃখ কষ্টে আছে।

কি রকম!

তার জন্য আপনাকে বীরভূমের বোলপুরে নিচুপট্টি এলাকার তৃণমূল পার্টি অফিসের কালীপূজা দেখতে যেতে হবে।

হ্যাঁ! আপনি ঠিকই ধরেছেন। এ যে সে কালী নয়! এ হলো বীরভূমের কেষ্টদা’র কালী। কেষ্টদাকে সারা বাংলা এক ডাকে বীরভূমের বাঘ বলে জানতো এক সময়! শোনা যায়, সেই বাঘের উপস্থিতিতে, মানে বাঘ যদ্দিন খাঁচার বাইরে খোলা ছিল, সেসময় কোনওদিনও এই নিচুপট্টির পুজো চাঁদা তুলে করতে হয়নি। সব কেষ্ট ‘বাঘ’ একা সামলে দিত। সেইসঙ্গে বছর বছর মায়ের গায়ে চাপতো কয়েক’শো ভরির গয়না।

২০১৮ সালে কালীপুজোয় সোনার গহনা ছিল ১৯০ ভরি, ২০১৯ সালের সেই সোনার পরিমাণ বেড়ে হয় প্রায় ২৬০ ভরি, ২০২০ সালে ৩৬০ ভরি, আর ২০২১ সালে করোনা মহামারীর সময় এই সোনার পরিমাণ এক লাফে বৃদ্ধি পেয়ে হয় ৫৭০ ভরি। হেভিওয়েট নেতার পুজো বলে কথা, ৫৭০ ভরি আর এমন কি?

কিন্তু এতকিছুর পরও সেই কালী ভক্ত কেষ্টদার আজ একমাত্র মেয়েকে নিয়ে স্থান হয়েছে তিহার জেলে। রোজ তাকে পাত পেড়ে জেলের ভাত খেতে হচ্ছে। জেলের গুড়-বাতাসা-নকুলদানা দাঁতে কাটতে হচ্ছে। কাজেই ৫৭০ ভরি সোনার গয়না দিয়ে মা কে তুষ্ট করেও ‘জেলবন্দী’ কেষ্ট ‘বাঘে’র কথা ভাবুন এবং নিজের নিজের গিন্নিকে সোনা কিনে দিতে না পারার অক্ষমতা ও অপমানের ক্ষতে মলম লাগান। আর পারলে খোঁজ খবর নিন, এবছর ‘বাঘবন্দী’ নিচুপট্টির কালী পূজো হলো কি ভাবে!

আমরা “এই সময়” সংবাদমাধ্যমের প্রতিবেদন পড়ে যতদূর জানতে পেরেছি, তা হলো বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সেখানে বলেছেন “এই বছর দলীয় কার্যালয়ের কালীকে আমরা প্রায় ৭০ ভরি সোনার গয়না পরিয়েছি।” মলয় বাবু আরও বলেছেন, “আমরা সমস্তটুকু দিয়ে আয়োজন করেছি। এই বছর মনে করেছিলাম কেষ্টদা সঙ্গে থাকবে। কিন্তু, এমনটা হল না। সমস্তটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি পুজোটাকে সুন্দরভাবে করার।”

এখন স্বভাবতই ৫৭০ ভরি থেকে এক বছরের ব্যবধানে প্রতিমার গয়নার পরিমাণ ৭০ ভরিতে নেমে গেল কিভাবে প্রশ্নটা তো উঠবেই। ৫০০ ভরি সোনা গেল কোথায় এই প্রশ্নটা তো সংবাদমাধ্যমেরই করা কি উচিৎ ছিল না কি? পরিমাণ টা তো কম নয়!

১ ভরি সোনা = ১১.৬৬৪ গ্রাম হিসেবে ৫০০ ভরি সোনা মানে ৫,৮৩২ গ্রাম অর্থ্যাৎ প্রায় ৬ কেজি সোনা যার বাজার মূল্য কমপক্ষে ৩.২৫ কোটি টাকার মত। এই গয়না কোথায়?

কোথাও কি নিরাপদে গচ্ছিত আছে নাকি চুরি গেছে? যদি গচ্ছিত থাকে তাহলে তা কোথায় আছে? বীরভূমে নাকি ব্যাংককে? নাকি গয়না চুরি হয়ে গেছে অথবা বিক্রি করা হয়েছে? কেষ্টদা এবং তার পরিবারের সম্পত্তি ইডি এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে বলে বাজারে খবর। তবে কি বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে ঐ ৬ কেজি সোনাও আছে? জানতে ইচ্ছে হয়। ‘মা’য়ের গায়ের গয়না বলে কথা! তাই আমরা চাই মানুষ প্রশ্নটা তুলুক।

লুঠের বাংলায় সরকারি চাকরি গায়েব হয়েছে। গরু,কয়লা,বালি-পাথর,পাড়ার পুকুর- খেলার মাঠ গায়েব হয়েছে। পাহাড়-জঙ্গল-নদীনালা গায়েব হয়েছে। ত্রাণের ত্রিপল, রেশনের চাল -আটা গায়েব হয়েছে। সব মুখ বুজে সহ্য করেছি।

তা বলে এবার ‘মা’য়ের গায়ের গয়না গায়েব হয়ে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো! এ কেমন কথা! ‘ইনসাফ’ কি চাইবো না!

এভাবে চললে সবকিছুই একদিন ফুরিয়ে যাবে। গায়েব হওয়ার জন্য কিছুই আর অবশিষ্ট থাকবে না।
কাজেই মুখ খুলুন। প্রশ্ন তুলুন। এই বেয়ারা অভ্যেসটা থাক।

ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস

পুনশ্চঃ দেবদ্বিজে ভক্তি থাকা আস্তিক লোকজন জোর গলায় বলতেই পারেন আমাদের ‘মা’ তাহলে ঘুষ নেন না, যতই ৫৭০ ভরির সোনার গয়না দাও, অন্যায় করলে শাস্তি হবেই। কাজেই পুজো অর্চনা- যাকযজ্ঞ করে ফুটেজ খেলেও জেলের ভাত খাওয়া আটকায় না। নিচুপট্টির এই স্পষ্ট বার্তা কালীঘাট পেল কি! দেয়ালের লিখন পড়তে পারলো কি!

তথ্যসূত্রঃ
a) https://youtu.be/Dknnf265pLQ?si=-VqIP0wsmI62FZkk
b) https://bangla.aajtak.in/west-bengal/story/anubrata-mondal-worship-anubrata-kali-by-wearing-imitation-jewelery-instead-of-560-bhari-gold-rjk-709923-2023-11-12
c) https://eisamay.com/west-bengal-news/bolpur-news/birbhum-tmc-party-office-kali-idol-is-wearing-70-vori-gold-in-absence-of-anubrata-mondal/articleshow/105168276.cms
d) https://eisamay.com/west-bengal-news/bolpur-news/how-much-ornament-will-anubrata-mondal-kali-idol-wear-this-year-know-details/articleshow/105067043.cms
e) https://www.anandabazar.com/west-bengal/kali-puja-2022-there-are-different-kind-of-ornaments-for-the-kali-puja-arranged-by-anubrata-mandal-dgtld/cid/1377276
f) https://www.etvbharat.com/bengali/west-bengal/state/birbhum/eyes-of-ed-on-kali-puja-of-anubrata-mondol-in-birbhum/wb20231112161146223223335
g) https://bangla.hindustantimes.com/bengal/districts/anubrata-mondal-kali-puja-now-arranged-by-donation-at-birbhum-31666587143340.html
h) https://bangla.aajtak.in/dharm-religion/story/anubrata-mandal-birbhum-tmc-leader-arranging-kali-puja-2021-every-year-prb-310083-2021-11-01
I) https://bengali.oneindia.com/news/birbhum-jhargram/kali-devotee-anubrata-mondal-will-perform-puja-in-2021-with-520-bhari-gold-ornaments-147766.html