আশার অ্যাশ / The Ashes

বগটুই, বীরভূমের সেই ক্ষতবিক্ষত গ্রামের নাম, যা ২০২২ সালে এক ভয়াবহ গণহত্যার সাক্ষী ছিল। ভাদু শেখের হত্যার পর, সেই গ্রামের মাটিতে যেন আগুনের ঝড় উঠেছিল। জীবন্ত মানুষদের পুড়িয়ে মারা হয়েছিল, যেন গণতন্ত্রের বুকে দগ্ধ করে যাওয়া এক অমোচনীয় দাগ। আজও সেই অগ্নিকাণ্ড ও গণহত্যার স্মৃতি আমাদের মনের মধ্যে বিদ্যমান, কিন্তু গতকাল (১৩ আগস্ট, ২০২৪) আদালতের এক শুনানি নতুন করে বহু প্রশ্নের জন্ম দিয়েছে।

সাধারণ মানুষের আশার কেন্দ্রে ছিল সিবিআই তদন্ত, যে তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন; গণহত্যায় মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যজনক মৃত্যু এবং সিবিআইয়ের দাবি, যে এটা নাকি আত্মহত্যা, সেই বিশ্বাসের ভিত্তিকে অত্যন্ত নড়বড়ে করে দিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে গতকাল আদালতে মিহিলাল শেখের বয়ানবদল। মিহিলাল শেখ, যে কিনা মামলার প্রধান সাক্ষী ছিল, আদালতে অভিযুক্তদের চিনতে ব্যর্থ হওয়ার কারণে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।

মিহিলাল শেখের রাজনৈতিক প্রেক্ষাপটও কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না। বর্তমানে তিনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সাথে যুক্ত এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। তার বয়ানবদল নিয়ে সন্দেহ সৃষ্টি করা স্বাভাবিক, বিশেষত যেখানে সংবাদমাধ্যমগুলোর নীরবতা লক্ষণীয়। মিহিলালের বিজেপি সংযোগ নিয়ে যে ধরনের প্রশ্নের উদ্রেক হওয়া উচিত ছিল, তা কিন্তু ঘটেনি। শুভেন্দু অধিকারী সহ বিরোধী দলের নেতাদের চুপ থাকার ঘটনা এটাকে আরও অস্পষ্ট করে তুলেছে।

সাধারণ মানুষের আস্থা যখন এতটাই নড়বড়ে, তখন এই তদন্ত প্রক্রিয়াকে নিয়ে হতাশা বেড়ে যাওয়া স্বাভাবিক। আর জি কর হাসপাতালের সাম্প্রতিক ধর্ষন ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের পরেই ঘটনাস্থল রক্ষণাবেক্ষণের আছিলায় রাজ্য সরকারের তরফে ভাঙচুর করা হয়েছে, যা আবারো সন্দেহের ঘনঘটা তৈরি করেছে। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে, বগটুইয়ের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তে যে প্রশ্ন উঠেছিল, তা আজও প্রাসঙ্গিক। তাহলে পর্দার পিছনে সেটিংয়ের অভিযোগ কি সত্যি?

যেকোনো অপরাধের পর, বিচার প্রক্রিয়া যদি এভাবে ধোঁয়াশার মধ্যে পড়ে যায়, তবে গণতন্ত্রের পক্ষে বড় প্রশ্নচিহ্ন থেকেই যায়। সঠিক বিচার পেতে সিবিআইয়ের ওপর সাধারণ মানুষের ভরসা থাকলেও, এই প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা ক্রমশই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবুও, আমাদের আশা যে বিচার হবে, সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

ধন্যবাদান্তে
রাইজ অফ ভয়েসেস