মোদিফায়েড মিল / Modified Meal
শুনে আনন্দে মন ভরে গেল, পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশের গণতান্ত্রিক কেন্দ্রীয় সরকার আবারও প্রমাণ করল যে “মোদি হে তো মুমকিন হে!”। দীর্ঘ দুই বছর পরে, মিড ডে মিল প্রকল্পের (PM Poshan) খরচ বাড়ল। কতটা বাড়ল জানেন? প্রাথমিক স্তরের ছাত্রদের জন্য ৭৪ পয়সা আর উচ্চ প্রাথমিক স্তরের জন্য ১.১২ টাকা। বাহ্ মোদি জি বাহ, এ যেন পুষ্টি বৃদ্ধির নতুন যুগের সূচনা!
এখন প্রশ্ন হচ্ছে, এই অতিমানবীয় সিদ্ধান্তের পেছনে ভাবনাটা কী? হয়তো ধরে নেওয়া হয়েছে, বাচ্চারা ডিমের বদলে এখন থেকে হওয়া খাবে, কারণ বায়ুতে কার্বোহাইড্রেট নেই বলে পুষ্টিবিদেরা ইতিমধ্যেই সতর্ক করেছে। আর তেলের দাম যখন নিত্য আকাশ ছোঁয়, তখন এই পয়সার অঙ্কে হয়তো রান্নার পরিবর্তে বাচ্চাদের ‘শক্তি যোগাসন’ করানোর পরিকল্পনা চলছে।
কিন্তু এক কাজ করা উচিত। এই নতুন বরাদ্দে যদি একবেলা মোদিজিকে খাওয়ানো যায়, তবে হয়তো বোঝা যাবে ৭৪ পয়সা দিয়ে কতটা পুষ্টি পাওয়া সম্ভব। ভাবুন তো, ডিমের দাম যখন ৭ টাকা, সেখানে এই বরাদ্দ দিয়ে ডিম তো দূর, ডিমের খোসাও জোটানো মুশকিল।
তবু, মোদিজি জানেন “মোদি হে তো মুমকিন হে”। হয়তো এই বাড়তি বরাদ্দের জন্য বুলেট ট্রেন প্রকল্প থেকে অর্থ বাঁচানো হয়েছে। শিক্ষকদের সংগঠনগুলি যে ১৬ টাকা ও ২০ টাকা বরাদ্দের দাবি করছে, তারা নিশ্চয়ই জানে না, এই অঙ্কে দেশে ‘বিশ্বগুরু’ হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। অবশ্য পশ্চিমবঙ্গের শাসক তৃনমূল, প্রধান বিরোধী দল, এই প্রসঙ্গে মুখে “রা” কাটেনি। আর বঙ্গমিডিয়া! তারা কোনো রকমে হাত ধুয়ে ফেলেছে, কারণ টিআরপি তো এখন অন্য জায়গায়।
তাই সবাইকে বলব, ধন্যবাদ জানাতে ভুলবেন না। কারণ, মোদিজি যদি আরেকটু কৃপা না করতেন, তবে হয়তো এই ৭৪ পয়সাও পেত না। “বাহ্ মোদি জি বাহ”, দেশবাসীর জন্য এমন উদারতা চিরকাল অমর হয়ে থাকবে।
Comments are closed.